Business Idea 2024

বর্তমানে অনেকেই ভাবছেন চাকরির বদলে ব্যবসা শুরু করবেন (Business Idea) কিন্তু ব্যবসা শুরু করার জন্য সবার আগে যেটা জরুরী সেটা হলো মূলধন। আর ব্যবসা শুরুর মূলধন জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হয়। কখনো লোন নিতে হয় তো কখনো বা ব্যক্তিগত ঋণ নিতে হয়। তাই ব্যবসা শুরুর সময় যে ইনভেস্টমেন্ট হয় সেটাকেই অনেকে প্রধান গুরুত্ব দেয়। কিন্তু আজকে আমরা আপনাদের বলব এমন একটা ব্যবসার কথা যেই ব্যবসায় আপনি শূন্য মূলধন থেকেই শুরু করতে পারবেন। অর্থাৎ বিনা পয়সায় শুরু করা যাবে এই ব্যবসা। এই দুর্দান্ত বিজনেস আইডিয়া (Business Idea) আপনারাও জেনে নিন।

2024 সালের সবচেয়ে লাভজনক ব্যবসা! মাসে ইনকাম লাখ টাকা! দেশের সর্বত্র এই বিজনেসের চাহিদা তুঙ্গে

Business Idea 2024 | বিজনেস আইডিয়া ২০২৪

বর্তমানে বিভিন্ন ধরনের ব্যবসা আছে (Business Idea) তবে আপনি কোন ধরনের ব্যবসা করবেন আর কোন ধরনের ব্যবসায় আপনার ভালো লাভ আসবে, সে বিষয়ে জানতে হলে আপনাকে বিভিন্ন ধরনের ব্যবসা ফলো করতে হবে। আজকে আমরা আলোচনা করব Thrift Store সম্পর্কে। যে ব্যবসা শুরু করতে আপনার এক টাকাও খরচ হবে না। শুধু তাই নয়, ব্যবসা থেকে আপনি পাবেন মোটা টাকা লাভ। কিন্তু এটি কি ধরনের ব্যবসা? নিশ্চয়ই প্রশ্ন জাগছে আপনার মনে।

Business Idea About Thrift Store 2024

এই Thrift Store হল এমন এক ধরনের স্টোর যেখানে মূলত ব্যবহার হয়ে যাওয়া অথবা পুরনো হয়ে যাওয়া জামা, কাপড়, আসবাব ইত্যাদি বিক্রি করা হয়ে থাকে। অর্থাৎ এই ধরনের স্টোর। আর এই ব্যবসা প্রধানত স্বেচ্ছাসেবীদের জন্য। মানুষের বাড়ি থেকে পুরনো হয়ে যাওয়া জামাকাপড় কিংবা জিনিসপত্র এনে এই স্টোরে বিক্রি করা হয়। তাই এই ব্যবসাতে প্রধানত পুরনো ব্যবহৃত জিনিসপত্র বিক্রিত হয়।

নতুন বিজনেস করবেন বলে ভাবছেন? 500 টাকায় শুরু করুন এই ব্যবসা, মাসে মাসে ইনকাম হবে 50,000!

বর্তমানে পুরনো কিংবা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র-এর যথেষ্ট চাহিদা রয়েছে। অনেকেই এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি, মোবাইল, ইলেকট্রনিক্স, জামা কাপড় ইত্যাদি কেনেন। আপনি অনেককে বলতে পারেন আপনার স্টোরে এসে জিনিসপত্র রাখতে। তার জন্য আপনি কমিশন দিতে পারেন। বিজনেসটি আরও এগিয়ে নিয়ে চলার জন্য আপনি অনলাইন প্রমোশন করতে পারেন। আবার কোন দোকান না কিনে আপনি বাড়ির স্টোর রুমেও এই ব্যবসা শুরু করতে পারেন।

এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে ব্যবসা থেকে আপনার কেমন লাভ হবে? প্রথমত আপনি অন্য কাউকে স্টোর রুম ভাড়া দিয়ে ‌তাঁকে ব্যবসায় সাহায্য করে ইনকাম করতে পারেন। আবার নিজে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড জিনিস যোগাড় করে সেগুলি জড়ো করে বিক্রি করে কমিশন নিয়ে তার থেকে হাজার হাজার টাকা রোজগার করতে নিতে পারেন। আপনার ব্যবসা যদি ভালো ভাবে চলে তবে এই ব্যবসা থেকে লাখ টাকাও আয় হতে পারে।