Promotion For Employees – এবার থেকে প্রতি 3 মাস অন্তর হবে প্রোমোশন এবং বেতন বৃদ্ধি।
Promotion For Employees – কত শতাংশ বেতন বাড়বে জানেন?
চাকুরীরত অবস্থায় সমস্ত কর্মীরাই চান যাতে শীঘ্র তাদের প্রোমোশন (Promotion For Employees) দেওয়া হয় এবং বেতন বৃদ্ধি পায়। এবার চাকরিজীবীদের জন্য দারুন সুখবর! এবার থেকে প্রতি তিন মাস অন্তর দেওয়া হবে প্রোমোশন। শুধু তাই নয়, হবে বেতন বৃদ্ধিও। হ্যাঁ, ঠিকই শুনেছেন।
ভারতকে প্রগতির পথে আরো দ্রুত নিয়ে যাচ্ছে আইটি সংস্থাগুলি। দেশে রয়েছে একাধিক বড় বড় জাতীয় এবং আন্তর্জাতিক আইটি সংস্থা। প্রায়ই এদের কর্মচারীদের জন্য নতুন নতুন নিয়ম (Promotion For Employees) জারি করে কোম্পানিগুলি। কয়েকদিন আগে TCS বা টাটা কনসালটেন্সি সার্ভিসের তরফ থেকে তাদের কর্মীদের জন্য জারি হয়েছিল নতুন নিয়ম।
আইটি সংস্থাগুলির দিকে একটু নজর রাখলে দেখা যায়, আইটি কর্মীরা যেখানে চাকরি করছেন অন্য কোথাও একটু ভালো প্রোজেক্ট ও বেশি বেতন পেলেই পুরনো চাকরি ছেড়ে দেন (Promotion For Employees)। যার ফলে হঠাৎ করে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে সেই সংস্থাকে। তাই কর্মচারীদের বেতন বৃদ্ধি আকর্ষণীয় কোর্স, বেনিফিট, পদোন্নতি ছুটি ইত্যাদির দ্বারা তাদেরকে ধরে রাখতে চাইছে সংস্থাগুলি।
আর এবার দেশের অন্যতম একটি বড় আইটি সংস্থা WIPRO তাদের কর্মীদের জন্য নতুন পরিকল্পনা করতে চলেছে। অ্যাট্রিশন রেটে লাগাম টানতে (Promotion For Employees) প্রতি তিন মাস অন্তর কর্মীদের দেওয়া হবে প্রমোশন এবং হবে ইনক্রিমেন্ট। তবে এমন পরিকল্পনা এর আগে কোন ভারতীয় আইটি কোম্পানির ক্ষেত্রে দেখা যায়নি।
শুধু তাই নয় ইনক্রিমেন্টের পাশাপাশি বাড়বে ১০ শতাংশ বেতন, এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। তাহলে হল কিনা আজকের বাজারে দুর্দান্ত খবর। প্রতিদিন এমন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
Very good