Why Bank Holiday Today – জন্মাষ্টমীর পর থেকে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, বিশদে জেনে নিন।

Why Bank Holiday Today – কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে?

টাকা সেভিংস হোক বা উইথড্রল, নানা প্রয়োজনে যেতেই হয় ব্যাঙ্কে (Why Bank Holiday Today)। তবে কাজ না সেরে বাড়িতে আসতে কেউই চান না। তাও অনেক সময় ফেরত আসতেই হয়। তার অন্যতম কারণটা হল ব্যাঙ্ক বন্ধ। চলতি মাসেও জন্মাষ্টমীর পর বেশ কয়েকদিন বন্ধ ব্যাঙ্ক। কোন কোন দিন ছুটি দেওয়া হয়েছে, অবশ্যই জেনে নিন।

ব্যাঙ্ক বন্ধের দিন না জেনে ব্যাঙ্কে গেলে আবারও পরে সেই কাজ সারতে যেতেই হয়। ফলে সময়ের সাথে সাথে ধৈর্যও আর সাথ দেয় না। তাই আগে থেকে জেনে নেওয়া ভালো কোন জায়গার ব্যাঙ্কগুলিতে ঠিক কোন কোন দিন ছুটি। তবে নিশ্চিতভাবে ব্যাঙ্কে যাওয়া যাবে কাজ সারতে। (Why Bank Holiday Today)

লটারিতে বিজেতা হওয়ার নতুন উপায়, শেয়ার না করে লাভবান হন

কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
১৮ আগস্ট- দেশের বিভিন্ন জায়গায় ধুমধাম করে পালন কড়া হয়েছে থাকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব। তাই ১৮ আগস্ট ওড়িশা, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৯ আগস্ট ও ২০ আগস্ট- ১৯ ও ২০ অগস্টও বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২০ আগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর জন্য হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২১ আগস্ট- ২১ আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটির তাই ব্যাঙ্ক বন্ধ। (Why Bank Holiday Today)

২৯ আগস্ট- ২৯ আগস্ট শ্রীমন্ত শংকরদেব তিথি উপলক্ষ্যে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ।
৩১ আগস্ট- এদিন গণেশ চতুর্থী উপলক্ষ্যে আহমেদাবাদ, বেলাপুর, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর এবং পানাজিতে ব্যাঙ্ক বন্ধ। (Why Bank Holiday Today)

অবশেষে 20 হাজার শিক্ষক নিয়োগের ছাড়পত্র দিলো মন্ত্রীসভা, বিস্তারিত জানুন

ব্যাংকের ছুটির বিষয়ে আরো বিশদে জানতে হলে রিজার্ভ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটটি চেক করতে পারেন। লিঙ্ক নিচে দিয়ে দেওয়া হয়েছে।
অফিশিয়াল ওয়েবসাইট –
https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

ভারতে ফিক্সড ডিপোজিটে নয়া দিগন্ত! এই স্কীমে পাবেন সর্বোচ্চ সুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button