Ration Card List – এই 4 টি নিয়ম না মানলে, বাতিল হবে রেশন কার্ড, কার্ড বাঁচাতে এক্ষুনি দেখুন।
Ration Card List – কারা রেশন কার্ড পাওয়ার অযোগ্য?
রেশন কার্ডের সাহায্যে পাওয়া যায় খাদ্য সামগ্রী (Ration Card List)। এমনকি অতিমারীর আবহে বিনামূল্যে রেশন তোলার চাবিকাঠি বলতে ছিল এই রেশন কার্ডই। কিন্তু রেশন কার্ড থাকলেই পাওয়া যাবে না রেশন। তার জন্য মানতে হবে কয়েকটি নিয়ম।
প্রত্যেক জিনিস ব্যবহারের পিছনে কোনো না কোনো নিয়ম অবশ্যই থাকে। তা সঠিকভাবে পালন না করতে পারলে নেওয়া হয় আইনি পদক্ষেপও। তেমনই রেশন কার্ড ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা লংঙ্ঘন ককরা আইনত অপরাধ। কি সেই নিয়ম? চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। (Ration Card List)
6% ডিএ ঘোষণা, রাজ্য সরকারী কর্মীদের চাপে ডিএ দিতে বাধ্য হলো এই রাজ্য
বেশ কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে রেশন কার্ড বাতিল বা অযোগ্য ব্যক্তিদের রেশন কার্ড ব্যবহারের ক্ষেত্রে আইনত অপরাধের বিষয় সম্পর্কিত খবর উঠে আসছে। যদিও এই খবর সরকারের নজরে আসতে জানানো হয়েছে, বিষয়টির মধ্যে কিছুটা হলেও সত্যতা রয়েছে। এ নিয়ে ইউপি সরকারের তরফ থেকে জানানো হয়েছে এমন কোনও নির্দেশ জারি করা হয়নি। যদিও রেশন কার্ড ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। (Ration Card List)
যদি কোনো ব্যক্তি ভুল উপায়ে রেশন কার্ড পেয়ে থাকেন এবং তিনি ওই কার্ডের মাধ্যমে সরকারের রেশন প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন, তবে তার বিরুদ্ধে কোনো ব্যক্তি অভিযোগ জানাতে পারেন। তদন্তে সত্যই কিছু উঠে আসলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। (Ration Card List)
রেশন সামগ্রীর বদলে ভর্তুকির টাকা এবার ব্যাংক একাউন্টে, কিভাবে পাবেন দেখুন
কারা রেশন কার্ড পাওয়ার অযোগ্য-
১) ১০০ স্কোয়ার মিটারের বেশি প্লট বা ফ্ল্যাট বা বাড়ি আছে।
২) চার চাকার গাড়ি, ট্রাক্টর রয়েছে।
৩) গ্রামের কোনো ব্যক্তির বার্ষিক আয় 2 লাখ টাকা/ শহরের কোনো ব্যক্তির বার্ষিক আয় 3 লাখ টাকা।
৪) আর্ম লাইসেন্স রয়েছে এমন কোনো ব্যক্তি।
এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
ভারতে ফিক্সড ডিপোজিটে নয়া দিগন্ত! এই স্কীমে পাবেন সর্বোচ্চ সুদ