WhatsApp ব্যবহারকারীর 44 হাজার টাকা জলে। সাইবার বিশেষজ্ঞের পরামর্শ জেনে সাবধান হন এখুনি।

WhatsApp ব্যবহারকারী হয়ে সতর্ক না হলেই মহা বিপদ।

বর্তমানে আধুনিক প্রযুক্তির মোবাইলে WhatsApp কে না ব্যবহার করে। তবে সঠিক ব্যবহার না জানলে খোয়াতে হতে পারে ব্যাঙ্কের টাকা। সম্প্রতি এমনই ঘটনা ভাইরাল হয়েছে। আপনিও জেনে নিন, আসল কারণ কি? কিভাবে Android Application এর মাধ্যমেই ফাঁদ পাতছে? এর পেছনে কোন চক্র কাজ করছে?

বর্তমানে আধুনিক প্রযুক্তির মোবাইলে WhatsApp কে না ব্যবহার করে। তবে সঠিক ব্যবহার না জানলে খোয়াতে হতে পারে ব্যাঙ্কের টাকা। সম্প্রতি এমনই ঘটনা ভাইরাল হয়েছে। আপনিও জেনে নিন, আসল কারণ কি? কিভাবে Android Application এর মাধ্যমেই ফাঁদ পাতছে? এর পেছনে কোন চক্র কাজ করছে?

কোলকাতা শহরের বিনোদ কেদিয়া নামে এক ব্যবসায়ী এই ঘতনার স্বীকার হন। হঠাৎ করেই তার মোবাইলে WhatsApp নামক Android Application – টি ওপেন করা নিয়ে, কোন এক অজানা কারণে সমস্যা দেখা দেয়। পরে তিনি তার মেয়েকে জানান বিষয়টি। তিনিও চেষ্টা করে ব্যর্থ হন। পরে গুগল সার্চ করে তিনি হোয়াটস্যাপ Customer Care এর নম্বর Search করেন।

অবশেষে পেয়েও যান হোয়াটস্যাপ Customer Care এর মোবাইল নম্বর। সেখানে কল করে তার এই সমস্যার কথা জানান তিনি। সেখান থেকে সাপোর্ট টিম জানায়, 10 টাকার সার্ভিস চার্জ দিলেই মিটবে সমস্যা। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীর হোয়াটস্যাপ নাম্বার। সবসময়েই ব্যবসায় কাজে লাগে। তাই এদিক ওদিক না ভেবে এই ভুল পথে পা বাড়ান তিনি।

23 লক্ষ ভারতীয়র Whatsapp একাউন্ট বন্ধ হবে, একাউন্ট বাঁচাতে এখুনি দেখুন। লিস্ট কিভাবে চেক করবেন, জানুন।

ওদিক থেকে জানানো হয়, মোবাইলে এই বিষয়ে সাপোর্ট টিম কাজ করবে “Anydesk” নামক অন্য একটি Android Application এর মাধ্যমে। এর মাধ্যমে অন্য কেউ আপনার সম্মতি নিয়েই দূর থেকে আপনার ডিভাইসের যেকোনো কাজ করতে পারে। আর এখানেই গণ্ডগোলের সূত্রপাত। এভাবেই তার মোবাইল ফোন অ্যাকসেস করে দুষ্ট চক্র হাতিয়ে নেয় 44 হাজার টাকা।

ওনারা গুগল সার্চ করে যেই WhatsApp Customer Care এর মোবাইল নম্বর পেয়েছিলেন, তা ছিল সম্পূর্ণ ভুয়ো। আসলে হোয়াটস্যাপ এর নিজস্ব কোন Customer Care এর মোবাইল নম্বরই নেই। একথা হয়তো অনেকেরই অজানা। হোয়াটস্যাপ এর কর্পোরেট ঠিকানা হল WhatsApp LLC, 1601 Willow Road, Menlo Park, California 94025. United States of America. WhatsApp LLC is a Delaware Limited Liability Company — File #5482270.

সবার মাথায় বজ্রাঘাত, এবার টাকা দিয়ে ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপ!

আর অন্যান্য সাপোর্ট এর জন্য তাদেরকে নিজের মোবাইল নম্বর আর মেইল আইডি দিয়ে পাঠাতে হয় মেসেজ। সেক্ষেত্রে তারা মেইল এর মাধ্যমেই সাপোর্ট দিয়ে থাকে। আর আপনার হোয়াটস্যাপ অ্যাপ্লিকেশনে বেশ কিছু প্রশ্ন আগে থেকেই দেওয়া আছে। সেখান থেকে আপনার প্রশ্নটি খুঁজে পাঠাতে পারেন। তারা সেভাবে আপনাকে সাপোর্ট করবে।

এই বিষয়ে সাইবার বিশেষজ্ঞ সম্রাট মুখোপাধ্যায় জানিয়েছিলেন, এদেশে হোয়াটস্যাপ এর কোন কাস্টমার কেয়ার নম্বর নেই। যদি গুগলে এমন নম্বর থাকে, তা ভুয়ো নম্বর। আর অজানা কোন কোন Android Application ডাউনলোড করা হয়, তাহলে তার অপব্যবহার হতে পারে। সাবধানতার সাথেই আপনাকে মোবাইল ব্যবহার করতে হবে। নাহলে এমন বিপদের স্বীকার হতে পারেন আপনিও। এমন আরও খবর পেতে সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button