Whatsapp Pay India – এবার Whatsapp এ গল্প করতে করতে টাকা ইনকাম করার সুযোগ, দেখুন কি করতে হবে, Exciting Offer 2022.

Whatsapp Pay India – সকল ব্যবহারকারী পাবেন এই দুর্দান্ত অফার।

আপনার কাছে কি রয়েছে স্মার্টফোন? নিশ্চয় ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ (Whatsapp Pay India)? ম্যাসেজ করেন আপনার প্রীয়জন থেকে শুরু করে চেনা পরিচিত অনেকেই! আপনার কাছে রয়েছে একটি দারুণ সুযোগ হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে। সম্প্রতি এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সংস্থা গ্রাহকদের জন্য এনেছে এক দুর্দান্ত অফার। কি সেই অফার? জানতে হলে পড়তে হবে পুরো প্রতিবেদনটি।

সম্প্রতি এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সংস্থা তাদের পরিষেবার ঝুলিতে যুক্ত করেছে পেমেন্ট সিস্টেমও (Whatsapp Pay India)। মেসেজিং এর দিক দিয়েই অ্যাপ সারা পৃথিবীতে বিখ্যাত হলেও ভারতে পেমেন্টের দিক থেকে ততটা আসর জমাতে পারেনি। ২০২০ সালে প্রথম এই অ্যাপকে পেমেন্ট উইনডো হিসাব ১০ কোটি ইউজার বাড়ানোর অনুমতি দেয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NPCI।

হোয়াটস্যাপ গ্রাহকদের কি অফার দিচ্ছে জানেন?
হোয়াটসঅ্যাপ প্রথমবার তাদের নিজস্ব মেসেজিং অ্যাপ থেকে পেমেন্ট এর মাধ্যমে গ্রাহকদের দিচ্ছে ১০৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। তবে WhatsApp-ই (Whatsapp Pay India) যে প্রথমবার গ্রাহকদের ক্যাশব্যাক অফার দিচ্ছে তা নয়। বাজারে অন্যান্য অনেক নামিদামি সংস্থাই তাদের অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে প্রায়শই দিয়ে থাকে এমন অফার।

স্বাবলম্বী হতে 10 লাখ টাকা দিচ্ছে কেন্দ্র, সবার আগে দেখুন কিভাবে পাবেন

অফারটি কাদের জন্য প্রযোজ্য? (Whatsapp Pay India)
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের টাকা পাঠানোর জন্য ১০৫ টাকার ক্যাশ ব্যাক অফার দিচ্ছে তারা। এর পেছনে আসল কারণটি হলো বাজারে তাদের উচিত আরো শক্ত করা। অর্থাৎ যাতে অন্যান্য পেমেন্ট অ্যাপ এর সাথে সাথে গ্রাহকগণ এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে শুরু করেন তার জন্য গ্রহণ করা হয়েছে এমন ব্যবস্থা।

মাঝখানে LIC Policy বন্ধ করলেও লস নেই, ফালতু ফাইন লাগবে না, গ্রাহকদের সুবিধার্থে LIC এর New Rule

কিভাবে পাওয়া যাবে এই ক্যাশব্যাক অফার?
১) প্রথমে আপনার ফোনের গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ইনস্টল অথবা আপডেট করতে হবে। (Whatsapp Pay India)
২) এরপর একটি খুলে পেমেন্টের জায়গা থেকে ন্যূনতম ১ টাকার লেনদেন করতে হবে অফারটি পাওয়ার জন্য।
৩) তবে পেমেন্ট করলেই সরাসরি কোম্পানির তরফ থেকে পাওয়া যাবে না ১০৫ টাকা।
৪) প্রতিবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেনদেন করার জন্য গ্রাহকরা পেয়ে যাবেন ৩৫ টাকা ক্যাশব্যাক।

প্রতিদিন নিত্যনতুন এমন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

রাজ্যের বিভিন্ন পদে ২৭ হাজার কর্মী নিয়োগ, যেকোন যোগ্যতায় করা যাবে আবেদন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button