DA In Bengal: জানুয়ারির ১ তারিখ থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সম্ভাবনা কতটা? মাস পড়ার আগেই জেনে নিন নতুন আপডেট।

DA Increase Update In West Bengal

নতুন বছর পড়তেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পাবে (DA In Bengal)? প্রশ্নের উত্তর পেতে অপেক্ষায় আছেন প্রত্যেক সরকারি কর্মী। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে চারিদিকে আলোচনা চলছে। আর রাজ্য সরকারি কর্মীরা প্রতীক্ষায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আদৌ মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে নাকি। এমনিতেই অনেকদিন ডিএ (DA) বৃদ্ধির অপেক্ষা করেছেন সরকারি কর্মীরা। অন্যান্য রাজ্য সরকার যখন ডিএ বৃদ্ধি (DA Hike) করেছে, তখন আগের মতই ডিএ পেয়েছেন বাংলার সরকারি কর্মীরা। কিন্তু জানুয়ারির ১ তারিখ থেকে ডিএ আদৌ বৃদ্ধি পাবে নাকি সে সম্পর্কিত সম্ভাবনা সামনে চলে এল। যে আপডেট আপনাদের সকলের জানার দরকার।

জানুয়ারি থেকে DA বাড়ছে সরকারি কর্মীদের?

রাজ্য সরকারি কর্মীরা (Government Employees) আগেই নিজেদের দাবি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু সেই দাবির পরিপ্রেক্ষিতে সদুত্তর দেয়নি সরকার। বৃদ্ধি পায়নি সরকারি কর্মীদের ডিএ। আদালতে গড়িয়েছে মামলা সে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা আগামী বছরের শুরুতে। অর্থাৎ সরকারি কর্মীদের প্রতীক্ষার প্রহর এখনও কাটেনি। এদিকে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধির সম্ভাবনা কতটা তা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

ডিএ বৃদ্ধি প্রসঙ্গে একাংশের বক্তব্য, অ্যালেন পার্ক থেকে মুখ্যমন্ত্রী মহার্ঘ বৃদ্ধির ঘোষণা না করলেও কিন্তু ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার আশা একেবারে শেষ হয়ে যায়নি। কারণ, অনেক সময় এমন দেখা যায় যে, এরকম হয় যে পরে হয়তো ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। কিন্তু সেটি কার্যকর হয়েছে আগে থেকেই। আবার, সুখবর মিলার সম্ভাবনা থাকে এরিয়ার বা বকেয়া ডিএয়ের টাকার ক্ষেত্রেও।

অবশেষে রাজ্য সরকারি কর্মীদের 7% বকেয়া DA ঘোষণা। বেসিক অনুযায়ী বেতন বৃদ্ধির পরিমাণ

নতুন বছর শুরুর আগের ডিএ আপডেট

সাধারণত কেন্দ্রীয় সরকার তো সেটাই করে থাকে। ঠিক যেমন এবছর অক্টোবরে সরকারি কর্মচারী দের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। ডিএ বৃদ্ধি করা হয় তিন শতাংশ। আর তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ। যদিও সেটা কার্যকর হয়েছে কিন্তু জুলাই থেকে। অর্থাৎ কেন্দ্র সরকারি কর্মীরা ২০২৪ সালের জুলাই মাসে থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। শুধু তাই নয়, বকেয়াও কিন্তু দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে।

সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে অতিরিক্ত 3000 টাকা। ডিএ বৃদ্ধির পর বকেয়া নিয়ে নতুন সিদ্ধান্ত

এদিকে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মোট ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। আবার, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ ফারাক প্রায় ৩৯ শতাংশ। ২০২৪ সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাত শতাংশ করে ডিএ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে, ডিএ বৃদ্ধি প্রসঙ্গে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ডিএ পাওয়ার আরও সম্ভাবনা নেই। তাহলে কি সত্যিই বাড়বে না ডিএ? সময় এলেই হয়তো উত্তর পাবেন সরকারি কর্মীরা।

Related Articles

Back to top button