Summer Vacation – দুদিন বৃষ্টি হতেই, পশ্চিমবঙ্গে স্কুল খোলার অর্ডার, কবে খুলছে দেখুন। Breaking News, Schools Reopening 2022

Summer Vacation – পড়ুয়াদের জন্য এখানেই ইতি গরমের ছুটির।

স্কুল পড়ুয়াদের জন্য বড় ঘোষণা। গরমের ছুটির (Summer Vacation) মধ্যেই এবার খুলে যাচ্ছে স্কুল। বাতিল হল বাড়তি গরমের ছুটি। এই সপ্তাহে এই কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাড়িয়ে দেয়া হয়েছে গরমের ছুটি। ১৫ জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছিল এ বছরের গরমের ছুটির। তবে তীব্র গরম থেকে বাঁচার জন্য সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল বন্ধ রাখা।

সেইমতো আগামী ২৬ জুন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গরমের ছুটি (Summer Vacation) বাড়ানোর। তবে এরই মধ্যে দুদিন আবহাওয়ার পরিবর্তন হতে না হতেই ফুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের স্কুল। আগামী সোমবার অর্থাৎ ২০ জুন থেকে খুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের স্কুলগুলি। এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে বিশপ হাউজের পক্ষ থেকে।

গতকাল অর্থাৎ ১৭ জুন কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং শুক্রবার বলেন, ”এখন গরম অনেকটাই কমে গেছে। সরকারি নির্দেশকে আমরা সম্মান করি। কিন্তু আমরা মনে করছি আবহাওয়া অনেকটাই অনুকূল হয়েছে। উপযুক্ত সময় হয়ে এসেছে স্কুল খোলার। বাচ্চারা স্কুলে না এলে ওদেরই সমস্যা। তাই আমরা ভাবনাচিন্তা করেছি ২০ জুন থেকেই স্কুল খুলবো। পরে যদি আবার গরমের সমস্য়া হয়, আবার সিদ্ধান্ত বদলানো যেতে পারে।” (Summer Vacation)

আধার কার্ড নিয়ে বড় পদক্ষেপ নিল UIDAI, বদলাবে কি দেশবাসী ভাগ্য!

আসুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন স্কুল খুলছে সোমবার থেকে। বিশপ হাউস অনুমোদিত স্কুলগুলি সোমবার থেকেই খোলা হচ্ছে। লা মার্টিনিয়ার, প্র্যাট মেমোরিয়াল, সেন্ট থমাস, ইউনিয়ন চ্যাপেল স্কুল সহ মোট ১৪ টি স্কুল খুলে দেওয়া (Summer Vacation) হচ্ছে এদিন থেকে।

তবে আগামী ২৬ জুন পর্যন্ত যে গরমের ছুটি বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল সেই মর্মে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে দ্রুত নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দফতর। পাশাপাশি সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় নবান্নের তরফ থেকে। (Summer Vacation)

এক সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ না দিলে অফিসারদের বেতন বন্ধের নির্দেশ, কলকাতা হাইকোর্টের

অর্থাৎ, রাজ্যে এই দুই বোর্ড অনুমোদিত যে স্কুলগুলি রয়েছে, সেখানেও যাতে এই নির্দেশিকার বিষয়টি কার্যকরী করা হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছিল রাজ্যের তরফ থেকে। এখন দেখার পালা আগামী দিনে বিশপ হাউজের (Summer Vacation) এই নীতি অনুসরণ করে আর কোন স্কুল খোলে, নাকি আগামী ২৬ তারিখ পর্যন্ত বন্ধই থাকে পশ্চিমবঙ্গের বাকি স্কুল।

প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

উচ্চশিক্ষার জন্য দারুণ সুযোগ দিচ্ছে এই ২ স্কলারশিপ, জানুন আবেদনের শেষ তারিখ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button