Summer Vacation 2022 : গরমের ছুটি নিয়ে জোড়া খুশির খবর, সবাই এটাই চাইছিলো।
Summer Vacation 2022 : সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলেও এই নিয়ম বলবত থাকবে।
টানা কয়েকদিনের গরমে (Summer Vacation 2022) নাজেহাল হতে হয়েছে রাজ্যবাসীকে। কার্যত গরমে যাতে পড়ুয়ারা অসুস্থ হয়ে না পড়েন, সেইজন্য গত ২ মে থেকে সরকারি বেসরকারি সমস্ত স্কুলেই ছুটি ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। সেইমতো গত শুক্রবার রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলগুলিকে ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছিল শিক্ষা দপ্তর। কিন্তু তারপর হয় মামলা। এবার কি আপডেট আসছে দেখে নেওয়া যাক।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার বিকাশ ভবনে স্কুল ছুটির বিষয়ে অধ্যক্ষের সাথে বৈঠক করা হয়েছে। শুক্রবার স্কুলগুলিকে নির্দেশিকা প্রদান করে ছুটির কথা বলা হয়েছে। বেসরকারি স্কুলগুলির (Summer Vacation 2022) মধ্যে একাংশের দাবি, তাপমাত্রা যেমনই থাকুক না কেন, সরকারি নির্দেশ মানতেই হবে। তাই স্কুলও ছুটি দিতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, শুধুমাত্র রবীন্দ্র জয়ন্তী অফলাইনে করা যাবে।
অতিমারির আবহে দু বছর অফলাইন ক্লাস করানো সম্ভব হয়নি। মাঝে ক্লাস করানো সম্ভব হলেও, আবারও স্কুল ছুটি। তাই প্রসঙ্গত অনেক অভিভাবকরাই ছুটি মেনে নিতে পারছেন না। অন্যদিকে অভিভাবক সংগঠন ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য (summer vacation 2022) এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে জানান, তাপমাত্রা আগের তুলনায় অনেকটাই কমেছে। গরম আর আগের মতো নেই। তাই ছুটি বাতিল করা দরকার। তিনি এটাও জানান, প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের সংগঠনও স্কুল ছুটির পক্ষে নন।
ছুটির নির্দেশিকা জারি করার পর মডার্ন হাইস্কুল ফর গার্লসের ডিরেক্টর দেবী কর সংবাদ মাধ্যমে জানান, সরকারি নির্দেশ তাই ছুটি দিতে হবে। আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে তাদের স্কুলে অনলাইন ক্লাস হবে (summer vacation 2022)। তবে শিক্ষক-শিক্ষিকাদের একাংশের দাবি, যদি রবীন্দ্র জয়ন্তী অফলাইনে হতে পারে, তবে ক্লাস কেন অফলাইনে হতে পারে না? এই সম্পর্কে নিজস্ব মতামত থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
এখানে আমার কোনো ব্যাক্তিগত ভাবে মতামত দেওয়া মতো কিছুই নেই। তবে একটা কথা বলব যে সরকারি যেহেতু নির্দেশ সেইজন্য স্কুল গুলিকে ছুটি দেওয়া অবশ্যই দরকার।
রবীন্দ্র জয়ন্তী যেহেতু একদিনের ব্যাপার আর স্কুল যাওয়াটা যেহেতু নিত্যদিনের ব্যাপার সেহেতু রবীন্দ্র জয়ন্তী সঙ্গে স্কুল খোলা বা বন্ধ করা মধ্যে কোনো সম্পর্ক নেই। গরম কখন কমবে কখন বাড়বে সেটা একমাত্র প্রকৃতি এবং আবহাওয়া দপ্তর জানবে। এই বলে আমার বক্তব্য সম্পন্ন করলাম।
Waiting for a catastrophic devastation of our future generations.
All the other states are functioning all the educational institutions and all the colleges.
We are lagging behind day by day.
Choice is yours.
We will be crippled very soon.
Joy 😊😊Joy Bangla.