West Bengal Student Credit Card

West Bengal Student Credit Card – মঙ্গলবার থেকে মিলবে এই বিশেষ সুবিধা।

সম্প্রতি প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল (West Bengal Student Credit Card)। এখনো সামনে রয়েছে অনেকখানি পথ। তার জন্য করতে হবে মন দিয়ে পড়াশোনা। তাই যাতে রাজ্যের মেধাবী ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না করে দেন তার জন্য উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সরকারি-বেসরকারি স্কলারশিপ পাওয়ার সাথে সাথে এবার থেকে আরও একটি বড় সাহায্য পেতে চলেছেন (West Bengal Student Credit Card)। এটি হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এবার রাজ্যে চালু হতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য বিশেষ ক্যাম্প। কিছু সহজ শর্তে ঋণ নিয়ে ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন তারই ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

আবারো সুদের হার বৃদ্ধি করল এই ব্যাংক। দেখে নিন এবার কত বাড়বে টাকা

ইতিমধ্যেই রাজ্যের 24 হাজার ছাত্র-ছাত্রী এই ক্রেডিট কার্ড (West Bengal Student Credit Card) পেয়ে গিয়েছেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় নথিপত্র সময়মতো জমা দিতে না পারায় কার্ড পেতে দেরি হচ্ছে। সেই সমস্যা মেটাতে সারা রাজ্যজুড়ে ক্যাম্প বসাতে চলেছে সরকার। আগামী মঙ্গলবার অর্থাৎ 28 জুন বসবে এই মোবিলাইজেশন ক্যাম্প।

ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে (West Bengal Student Credit Card) প্রায় 650 কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আরও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়ার মাধ্যমে প্রকল্পকে আরো গতিশীল করে তুলতে চায় রাজ্য সরকার। আর তাই বিভিন্ন ব্যাংকের প্রায় 4 হাজার ব্রাঞ্চে তৈরি করা হবে এই ক্যাম্প।

বিপদ আসন্ন, এবার সমস্ত প্রাথমিক শিক্ষকদের জয়েনিং লেটারের অরিজিনাল কপি জমা দিতে বলা হলো

আগামী 30 জুনের মধ্যে ব্যাংকে পড়ে থাকা 45 হাজার আবেদনপত্রের কাজ (West Bengal Student Credit Card) দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সরকার। তবে প্রাথমিক অনুমোদন পাওয়ার পরেও যারা পরবর্তী পদক্ষেপের জন্য এখনও নথিপত্র জমা করেননি তারা এই ক্যাম্প থেকে প্রয়োজনীয় সমস্ত সাহায্য পাবেন বলে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

পশ্চিমবঙ্গের জেলাগুলিতে BRP পদে নিয়োগ, সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে