West Bengal SET Exam 2022 : রাজ্যের বিভিন্ন কলেজে সহকারী অধ্যাপক পদে নিয়োগ নিয়ে কি সিদ্ধান্ত কলেজ সার্ভিস কমিশনের ? জানুন বিস্তারিত
West Bengal SET Exam 2022 : চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, বিশদে জানুন
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর (West Bengal SET Exam 2022)। সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে বাড়ানো হতে পারে শুন্যপদের সংখ্যা। এবার কলেজ সার্ভিস কমিশন শুন্যপদের সংখ্যা বাড়ানোর জন্য রাজ্যের কলেজগুলির থেকে শুন্যপদের তালিকা চাইল।
আরও পড়ুন, রাজ্যে ন্যাশনাল লাইব্রেরিতে গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ, বেতনও আকর্ষণীয়, জানুন বিশদে
গত ১০ বছরে কলেজ সার্ভিস কমিশন রাজ্যে ৪৫০ টি কলেজে প্রায় ৭৫০০ জন অধ্যাপক এবং অধ্যাপিকা নিয়োগ করেছে (West Bengal SET Exam 2022)। এর মধ্যে ২০১২ সালের বিজ্ঞাপন অনুসারে ১৯০০ পদে, ২০১৫ সালের বিজ্ঞাপন অনুসারে ৩৩০০ পদে, ২০১৮ সালের বিজ্ঞাপন অনুসারে ২৩০০ পদে নিয়োগ করা হয়েছে। তবে শুন্যপদ তৈরি না হওয়ার সমস্যা একটু ভিন্ন প্রকৃতির। উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিক এবং কলেজ সার্ভিস কমিশনের দাবি, অধ্যাপকদের অবসরের বয়স ৬৫ বছর করার কারণে বহুদিন কলেজগুলিতে শুন্যপদ তৈরি হচ্ছিল না। তাই এ বছর অনেক অধ্যাপক অবসর নেবেন। তাই শুন্যপদের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, কলেজ সার্ভিস কমিশন রাজ্যের কলেজগুলি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শুন্যপদের সংখ্যার তালিকা চেয়েছে (West Bengal SET Exam 2022)। কমিশন সূত্রে খবর, এই বছরের মধ্যেই সহকারী অধ্যাপক নিয়োগ করতে চায় কমিশন। তাই এই পদে ইন্টারভিউ নেওয়া শুরু হয়ে গিয়েছে। নিয়োগের শেষ বিজ্ঞপ্তি অনুসারে, এখনও পর্যন্ত ৩৩ হাজার আবেদনকারী আবেদনপত্র জমা করেছেন। এও জানা গেছে, প্রতি সপ্তাহে ৫ বিষয়ের ওপর ১ হাজার জন করে আবেদনকারীর ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৮ হাজার জনের ইন্টারভিউ নেওয়া শেষ হয়েছে।
প্রসঙ্গত, মোট ১৫ টি বিষয়ের জন্য ৮ হাজার চাকরিপ্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে (West Bengal SET Exam 2022)। কমিশন সূত্রে জানা গেছে, ইন্টারভিউ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হওয়ার পর কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে চাকরিপ্রার্থীদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে। একই সাথে জানানো হবে শুন্যপদের সংখ্যা সম্পর্কেও। নিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না চাকরি সংক্রান্ত অন্যান্য খবর জানতে হলে চোখ রাখুন এই ওয়েবসাইটে।
Written by Manika Basak.
আরও পড়ুন, আদালতের নির্দেশে অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো