West Bengal Schools Reopen

West Bengal Schools Reopen – কি জানালো শিক্ষা দপ্তর?

মাত্র এক সপ্তাহ হলো পশ্চিমবঙ্গে খুলেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান (West Bengal Schools Reopen)। এরই মধ্যে আবারও বন্ধ হতে চলেছে স্কুল! কিন্তু কেন? স্কুল শিক্ষা দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে আসুন দেখে নেওয়া যাক।

দীর্ঘ ২ বছর পরে ধরে ধরে স্বাভাবিক হতে চলেছিল দেশের তথা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা (West Bengal Schools Reopen)। ২০২০ সালে প্রথম করোনা বাঁধা দিতে শুরু করে শিক্ষা থেকে শুরু করো জীবন-জীবিকা সব কিছুকে। তবে সরকারের তরফে চালু রাখা হয়েছিল অনলাইন শিক্ষা ব্যবস্থা। কিন্তু তাতে কতটাই বা উন্নতি হয়েছে রাজ্যের শিক্ষার্থীদের?

মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে চোখ কপালে উঠে যাওয়ার মত অবস্থা হয়েছিল পরীক্ষকের (West Bengal Schools Reopen)। কেউ লিখেছেন সিনেমার ডায়লগ, তো কেউ লিখেছেন প্ৰিয় বন্ধুকে প্রাণের চিঠি। আবার কেউবা করেছেন পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার আবেদন। এবারের উচ্চমাধ্যমিকের কথাও বাদ দেওয়ার মত নয়।

পরীক্ষার আগেই প্যানেল তৈরী, প্রাথমিক শিক্ষক নিয়োগে নয়া দুর্নীতি ফাঁস, দেখুন সেই লিস্ট

হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের একাধিক জায়গায় করছেন বিক্ষোভ-আন্দোলন। এমন কলেজ-বিশ্ব বিদ্যালয়গুলিতেও (West Bengal Schools Reopen) অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে চলেছে একাধিক বিক্ষোভ আন্দোলন। যদিও কলেজ-বিশ্ব বিদ্যালয়ে নেওয়া হয়েছে অফলাইনে পরীক্ষা।

গত ২৭ জুন দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে খুলেছে স্কুল (West Bengal Schools Reopen)। এই দুই মাস পর ক্লাসে গিয়ে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। উঁচু ক্লাসের পড়ুয়ারা নিজের নাম পর্যন্ত লিখতে ভুলে গেছে। এখন ক্লাস ফাইভের পড়ুয়াদেরও যোগ, বিয়োগ শেখাতে হচ্ছে টিচারদের। আর তারই মধ্যে নতুন করে মাথাচারা দিচ্ছে অতিমারী সংক্রমণ।

প্রতিদিন স্বল্প টাকা বিনিয়োগে পোস্ট অফিসের এই স্কিম থেকে পেয়ে যান 16 লক্ষ টাকা!

পশ্চিমবঙ্গে এখন দৈনিক সংক্রমণ ২০০০ জন ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে সংক্রমণ বাড়লে ফের স্কুল বন্ধ করা ছাড়া উপায় থাকবে না, (West Bengal Schools Reopen) এমনটাই জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফে।

যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে শিক্ষায় প্রথমে অতিমারী, এরপর গরমের ছুটি, তারপর ফের সেই অতিমারীর প্রভাব- আদতে কতটা শিক্ষিত হতে পারছেন রাজ্যের পড়ুয়ারা?

আর ভবিষ্যতে কতটাইবা কাজে লাগাতে পারবেন এই শিক্ষাকে! তাই নিয়ে অনেক অভিভাবক থেকে বিশেষজ্ঞরা চিন্তা প্রকাশ করছেন। আপনার যদি এ বিষয়ে কোনো মতামত জানানোর থাকে তবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েবপোর্টালটি।
Written by Manisha Basak.

প্রাইমারি টেটে RTI মামলার শুনানিতে কি তথ্য উঠে আসলো, জানলে চমকে উঠবেন!