West Bengal Ration System : রাজ্য রেশন ব্যবস্তায় বড় বদল। বাতিল হল লক্ষ লক্ষ রেশন কার্ড।

West Bengal Ration System : এবার থেকে এসএমএস এর মাধ্যমে জানা যাবে প্রাপ্ত চাল গমের পরিমান। জানুন বিস্তারিত।

রাজ্যে রেশন কার্ডকে ডিজিটাল করার (West Bengal Ration System) প্রক্রিয়া চলছে জোরকদমে। অতিমারির আগে থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। শুধুমাত্র বর্তমান সময়ে নয় অনেক আগে থেকে রেশন কার্ডকে একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে গণ্য করা হয়। কিন্তু ডিজিটালাইজেশনের পর থেকে দেখা যাচ্ছে ভুয়ো এবং নিস্ক্রিয় কার্ডের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।

জন্মের পরই অদল-বদল! পরবর্তীতে বলিউডের শীর্ষ নায়িকা। পরিচয় জানলে চমকে উঠবেন।

এরই মধ্যে নতুন করে প্রায় ৫০ লক্ষ রেশন কার্ডকে বাতিল করল রাজ্য সরকার (West Bengal Ration System)। বাতিল হওয়া রেশন কার্ডগুলির মধ্যে কোনওটা ভুয়ো, কোনও ক্ষেত্রে আবার গ্রাহকের মৃত্যু হয়েছে। সেই কারণে খাদ্য দফতর এই সকল প্রকার রেশন কার্ড বাতিল করল।

 এমনও জানা গেছে, মৃত্যু হওয়া ওই গ্রাহকের রেশন কার্ড নিয়ে প্রতি মাসে তোলা হচ্ছে রেশন। আবার ভুয়ো কার্ড দেখিয়েও রেশন তোলা হচ্ছে। অনেক ক্ষেত্রে (West Bengal Ration System) আবার কিছু কার্ড নিষ্ক্রিয় অবস্থায়ও পড়েছিল। বাতিল হওয়া রেশন কার্ড নিয়ে অবশ্য গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। রেশন কার্ড ভুল করে বাতিল করা হলে ফর্ম ফিলাপের মাধ্যমে আবার আবেদন করা যাবে।

আরও পড়ুন, 31 শে মার্চের আগে পোষ্ট অফিসে সকল গ্রাহককে ভেরিফাই করতে হবে, নাহলে ফ্রিজ হয়ে যাবে একাউন্ট।

তাছাড়া এখন থেকে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে প্রতি মাসে রেশনের হিসাব যাবে গ্রাহকের মোবাইলে (West Bengal Ration System)। উপভোক্তা প্রতি মাসে কত রেশন পাবেন সেই তথ্য নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত প্রায় ৭০ লক্ষ গ্রাহকের মোবাইল নম্বরের সাথে রেশন কার্ডের লিঙ্ক সম্পন্ন হয়েছে। মেসেজ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে রেশন ডিলারদের ঠকবাজী আটকাতে।

এই সম্পর্কিত আরও খবর জানতে চোখ রাখেবেন আমাদের এই ওয়েবসাইটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button