Ration Card – রেশন জালিয়াতি নিয়ে সতর্ক করলো সরকার। রেশন তোলার আগে জেনে রাখুন।
এবার থেকে আর রেশন দ্রব্য নিয়ে কালোবাজারি চলবে না ডিলারদের। রেশন কার্ড তথা Ration Card সংক্রান্ত দুর্নীতি রূখতে নয়া নির্দেশ জারি রাজ্যের খাদ্যমন্ত্রীর। রেশন ডিলার দের কি নির্দেশ দেওয়া হয়েছে? এবং গ্রাহকদের কিভাবে সতর্ক হওয়া উচিত, জেনে নিন।
West Bengal Ration Card
মাঝেমধ্যেই বিভিন্ন এলাকায় রেশন দোকানের ডিলারদের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিভিন্ন দুর্নীতির। যেমন রেশন দ্রব্য চুরি অথবা তা নিয়ে কালোবাজারির অভিযোগ ডিলারদের বিরুদ্ধে উঠেছে অনেকবার। যদিও সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ ব্যাপারে একাধিকবার। তবুও এখনো পর্যন্ত দুর্নীতি চলে কোন কোন জায়গায়। কিন্তু এবার এই Ration Card সংক্রান্ত দুর্নীতির রুখতে মাঠে নামলেন খোদ খাদ্যমন্ত্রী।
রাজ্যের বেশ কয়েকটি এলাকায় গিয়ে তিনি অভিযান চালিয়েছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক এবং আমলারা। সকলকে নিয়ে একসঙ্গে অভিযানে বেরিয়েছিলেন খাদ্যমন্ত্রী। বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি মানুষজনদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন রেশন ডিলারদের দুর্নীতির বিষয়ে। আর তারপর কড়া নির্দেশ দেন সকল রেশন ডিলারদের বিরুদ্ধে।
তিনি বলেন যে এরপর থেকে আর যদি রাজ্যের আর কোথাও কোন দুর্নীতির তথ্য পাওয়া যায় তবে তৎক্ষণাৎ প্রশাসন মারফত ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ডিলারের বিরুদ্ধে।
গত শনিবার বারাসাতের ৬ টি রেশন দোকান অভিযান করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। প্রথমে তিনি তার দল নিয়ে পরিদর্শন করেন বারাসাতের ডাকবাংলো মোর সংলগ্ন এলাকায় কনজিউমার কো অপারেটিভের ৮ নম্বর রেশন দোকান।
সেখানে তিনি পর্যবেক্ষণ করেন প্রত্যেক ডিলারের ঘরে কত পরিমাণ খাদ্য সামগ্রী মজুদ রয়েছে। সেই সঙ্গে কথা বলেন সেখানকার রেশন দোকানের প্রত্যেকটি গ্রাহকের সঙ্গেও। তাদের অনেকেই খাদ্যমন্ত্রী কে সামনাসামনি পেয়ে অভিযোগ জানান রেশন ডিলারের বিরুদ্ধে।
তারপর তিনি ঘুরে দেখেন বারাসাতের অশ্বিনী পল্লীর ৫০ নম্বর রেশন দোকানটি।
এখানে এসেও তিনি কথা বলেন সেই রেশন দোকানের গ্রাহকদের সঙ্গে। তাদের মধ্যে অনেকেই খাদ্য মন্ত্রীর কাছে রিপোর্ট করেন যে সেই রেশন দোকানে নাকি টাকার বিনিময় রেশন সামগ্রী দেওয়া হয় মানুষদের, যদিও রাজ্যের সর্বত্র এখনো Ration Card গ্রাহকদের বিনামূল্যেই রেশন দেওয়া হচ্ছে। আর তাদের এই অভিযোগ পেয়েই খাদ্যমন্ত্রী নির্দেশ দেন সেই ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার।
আরও পড়ুন, সরকারি লটারি কেটে রাতারাতি কোটিপতি হবার নিনজা টেকনিক, এর আগে কোথাও দেখেন নি।
তবে সেই দুটি রেশন দোকান ছাড়াও এদিন বারাসাতের আরও একটি রেশন দোকানে অভিযান চালিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী। বারাসাতের গোবিন্দ ব্যারাকে একটি রেশন দোকানে যান তিনি। সেখানে রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে গ্ৰাহকদের নাকি তাদের প্রাপ্য পরিমাণের রেশন দ্রব্য প্রদান করা হয় না। যদিও এব্যাপারে সেই দোকানের ডিলার সার্ভারের সমস্যার কথা ব্যক্ত করেছেন খাদ্য মন্ত্রীর কাছে। তবে সেখানকার পৌরসভার সভাপতি সেই ডিলারের বিরুদ্ধে অভিযোগ টেনে এনেছেন এ ব্যাপারে দুর্নীতির জন্য।
আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের জন্য দারুন ঘোষণা। উপকার হবে কোটি কোটি পড়ুয়ার।
এইভাবে সেদিন বিভিন্ন এলাকায় গিয়ে রেশন দোকানগুলিকে পরিদর্শন করেন তিনি। আর সেখানকার Ration Card গ্রাহক তথা সাধারণ মানুষদের যা যা অভিযোগ সেই সকল কথাও শোনেন। তিনি জনগণের সম্মুখে উপস্থিত থেকে তাদের আশ্বাস দিয়েছেন যে রাজ্যের তরফে Ration Card সংক্রান্ত এই সকল দুর্নীতির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও তিনি বলেন যে গ্রাহকরা যাতে সরাসরি নিজেদের অভিযোগ জানাতে পারেন তার জন্যও সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
Written by Nabadip Saha.