West Bengal Lottery Result 2022 : অনলাইনে মোবাইল থেকে দেখে নিন এ সপ্তাহের লটারির রেজাল্ট

West Bengal Lottery Result 2022 : মাত্র ৬ টাকার টিকিটে ৫০ লাখ টাকা যেটার সুযোগ!

লটারির (West Bengal Lottery Result 2022) মাধ্যমে লাখপতি কেই বা না হতে চায়! কিন্তু ভাগ্য সহায় হলেই পাওয়া যায় লাখ লাখ টাকা। আপনিও কি লাখপতি হতে চান? তবে এই খবরটি পুরোটা অবশ্যই পড়ুন। শুক্রবারের পশ্চিমবঙ্গ ডিয়ার বঙ্গভূমি অজয় লাকি ড্র-এর টিকিটের দাম মাত্র ৬ টাকা। কিন্তু এই ৬ টাকাই আপনাকে বানাতে পারে লাখ লাখ টাকার মালিক। এই লটারিতে প্রথম যিনি হবেন, তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫০ লক্ষ টাকা।

এমন অনেকেই আছেন, যারা জীবনে কখনও লটারির (West Bengal Lottery Result 2022) মাধ্যমে নিজের ভাগ্য পরীক্ষা করতে চাননি। কিন্তু এটাই সত্যি। মাত্র ৬ টাকার বিনিময়ে যদি ৫০ লাখ টাকা পাওয়া যায়। তাহলে কোনও কথাই হয় না। কীভাবে এই লটারির ফলাফল সম্পর্কে জানা যাবে? চলুন জেনে নেওয়া যাক।

কত টাকা পুরস্কার হিসেবে পাওয়া যাবে?
ডিয়ার বঙ্গভূমি অজয় -এর খেলা হয় শুক্রবার অর্থাৎ আজ। এই লটারির (West Bengal Lottery Result 2022) প্রথম পুরস্কার বিজেতা পাবেন ৫০ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার বিজেতা বা ফার্স্ট রানার আপ পাবেন ৯ হাজার টাকা। থার্ড রানার আপ বা তৃতীয় বিজেতা হলে পাবেন ৫০০ টাকা। চতুর্থ হলে ২৫০ টাকা এবং পঞ্চম হলে ১২০ টাকা পাবেন। এছাড়া সান্ত্বনা পুরস্কার হিসেবে পাওয়া যাবে ১ হাজার টাকা।

প্রসঙ্গত, অজয় লটারির খেলা (West Bengal Lottery Result 2022) নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য লটারিতে সপ্তাহে ৭ দিন বিকেলে সাপ্তাহিক খেলা হয়। এগুলি হল-
পশ্চিমবঙ্গ রাজ্য লটারির অন্তর্গত “ডিয়ার বঙ্গলক্ষ্মী তিস্তা”–
এই খেলা সোমবার বিকেলে খেলা হয়। যার ফলাফল বিকেল ৪ টের সময় প্রকাশ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে পাওয়া যায় ৫০ লক্ষ টাকা।
পশ্চিমবঙ্গ রাজ্য লটারির অন্তর্গত “ডিয়ার বঙ্গলক্ষ্মী তোর্সা”-
এই খেলা মঙ্গলবার বিকেলে খেলা হয়। যার ফলাফল বিকেল ৪ টের সময় প্রকাশ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে পাওয়া যায় ৫০ লক্ষ টাকা।

পশ্চিমবঙ্গ রাজ্য লটারির অন্তর্গত “ডিয়ার বঙ্গভূমি রায়ডাক”-
এই খেলা বুধবার বিকেলে খেলা (West Bengal Lottery Result 2022) হয়। যার ফলাফল বিকেল ৪ টের সময় প্রকাশ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে পাওয়া যায় ৫০ লক্ষ টাকা।
পশ্চিমবঙ্গ রাজ্য লটারির অন্তর্গত “ডিয়ার বঙ্গভূমি ভাগীরথী”-
এই খেলা বৃহস্পতিবার বিকেলে খেলা হয়। যার ফলাফল বিকেল ৪ টের সময় প্রকাশ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে পাওয়া যায় ৫০ লক্ষ টাকা।

পশ্চিমবঙ্গ রাজ্য লটারির অন্তর্গত “ডিয়ার বঙ্গভূমি অজয়”-
এই খেলা শুক্রবার বিকেলে খেলা (West Bengal Lottery Result 2022) হয়। যার ফলাফল বিকেল ৪ টের সময় প্রকাশ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে পাওয়া যায় ৫০ লক্ষ টাকা।
পশ্চিমবঙ্গ রাজ্য লটারির অন্তর্গত “ডিয়ার বঙ্গশ্রী দামোদর”-
এই খেলা শনিবার বিকেলে খেলা হয়। যার ফলাফল বিকেল ৪ টের সময় প্রকাশ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে পাওয়া যায় ৫০ লক্ষ টাকা।
পশ্চিমবঙ্গ রাজ্য লটারির অন্তর্গত “ডিয়ার বঙ্গশ্রী ইছামতী”-
এই খেলা রবিবার বিকেলে খেলা হয়। যার ফলাফল বিকেল ৪ টের সময় প্রকাশ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে পাওয়া যায় ৫০ লক্ষ টাকা।

আরও পড়ুন, লিখিত পরীক্ষা ছাড়াই ৭৩৮ শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ

লটারিতে থাকা লাকি নম্বর কোথা থেকে ফলাফলের সাথে মেলানো যাবে?
১) এই লটারি যারা কাটবেন, তারা সংবাদ লটারি বিভাগের (West Bengal Lottery Result 2022) অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল সম্পর্কে জানতে পারবেন। পশ্চিমবঙ্গ লটারি সংবাদ বিভাগ সাপ্তাহিক লাকি ড্র -এর অন্তর্গত West Bengal Dear Bangabhumi Ajay Lucky Draw -এর আয়োজন করে থাকে।

এটির ফলাফল বিকেল ৪ টের সময় প্রকাশিত হবে।
ওয়েবসাইটটির লিঙ্ক – https://lotterysambadonline.com/
২) এই পেজটি ওপেন হলে একটি ট্যাব দেখা যাবে। ‘আজকের ফলাফল’ লেখা বিভাগটির অন্তর্গত ‘4 pm result’ লেখা থাকবে।
৩) ১৩ মে -এর ডিয়ার বঙ্গভূমি অজয় লাকি ড্র-এর বিজয়ীদের নাম জানতে নতুন ওয়েব পেজের হাইপারলিঙ্কে ক্লিক করতে হবে।

উল্লেখ্য, ডিয়ার বঙ্গভূমির শুক্রবারের অজয় লটারির পুরস্কার (West Bengal Lottery Result 2022) বিজেতাদের অবশ্যই ৩০ দিনের মধ্যে নিকটতম পশ্চিমবঙ্গ গেজেট অফিসে যেতে হবে। এছাড়া নিজেদের অফিসিয়াল পরিচয়পত্রসহ লটারির টিকিট সংশ্লিষ্ট বিভাগে জমা করতে হবে। ফলাফল প্রকাশের তারিখ থেকে অর্থাৎ ১৩ মে থেকে ৩০ দিনের মধ্যে এই নথিগুলি জমা করতে হবে। তা যাচাই করার পর, করের অংশটুকু কেটে নিয়ে পুরস্কারের অর্থ বিজেতাদের উদ্দেশ্যে দেওয়া হবে।

আরও পড়ুন, পুরনো 5 টাকার এই নোটের দাম ৩০ হাজার টাকা, অনলাইনে কোথায় বেচবেন দেখুন

তাহলে আর দেরি কিসের! আপনিও যদি চান, তাহলে এই সাপ্তাহিক লটারি কাটতে পারেন। কে বলতে পারে আপনিও হতে পারেন ৫০ লাখ টাকার বিজেতা। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন, আজ থেকে বিভিন্ন ব্যাংকে সুদের হার পরিবর্তন, দেখুন কোন ব্যাংকে সুদ বাড়লো, কোথায় সুদ কমে গেল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button