WB Holiday Update: অগাস্ট মাসে টানা ছুটির ঘোষণা করলো সরকার! কোন কোন দিন ছুটি? একনজরে দেখে নিন ছুটির তালিকা
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী ও সরকারি কর্মীদের জন্য খুশির খবর (WB Holiday)। পরপর ছুটি পেতে চলেছেন তাঁরা। একদিন দুদিন নয় টানা পাঁচ দিনের ছুটি (WB Holiday)! নিঃসন্দেহে এই খুশিতে আত্মহারা সকলে (WB Holiday)। ছুটি পেতে কে না চান! বছরের শুরু থেকেই ছুটির ক্যালেন্ডারে নজর থাকে সবার (WB Holiday)।
জানুয়ারি থেকে ডিসেম্বর ছুটির দিনগুলির হদিশ মোটামুটি জানা থাকে সবার (WB Holiday)। এরই মাঝে চলে আসে আকস্মিক কিছু ছুটি (WB Holiday)। পশ্চিমবঙ্গ সরকার কোন উৎসব, পার্বণের জন্য হঠাৎ করেই ছুটির ঘোষণা করে (WB Holiday)। এছাড়া অত্যাধিক গরমে কিংবা ঋতু পরিবর্তনের সময় আলাদা আলাদা করে ছুটির ঘোষণা হয়।
এই প্রতিটি ছুটি ছাত্র-ছাত্রী এবং কর্মীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি আগস্ট মাসের ছুটির তালিকা বলছে, একদিন নয় টানা পাঁচ দিনের ছুটি পাবেন সবাই (WB Holiday)। কিন্তু কোন কোন দিন ছুটি থাকছে? এবার সেই বিষয়ে জানা যাক।
আজকের প্রতিবেদনে রাজ্যের নতুন ছুটি নিয়ে আলোচনা করা হলো (WB Holiday)। ছাত্র-ছাত্রী ও অফিস কর্মীদের সুবিধার্থে ছুটির তালিকা ও কোন কোন দিন কি কারণে ছুটি থাকছে, সেটাও বলা রইল এই প্রতিবেদনে (WB Holiday)।
WB Holiday Update 2024
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর প্রত্যেক উৎসব, পার্বণের জন্য মাসে মাসে ছুটি থাকে (WB Holiday)। এই বছরের শুরু থেকে জুলাই মাস পর্যন্ত মোটামুটি ছয় মাস পেরিয়ে গেছে। সামনেই আগস্ট মাস। আর এই মাসে আবার একটানা ছুটি (WB Holiday)।
স্বাধীনতা দিবসের দিন ছুটি থাকে সারা ভারত। ন্যাশনাল হলিডে ছাড়াও অগাস্টে আছে আরো বেশ কিছু দিনের ছুটি। ঠিক কোন কোন দিন আগস্ট মাসের ছুটি থাকছে, তাই নিয়ে বড় আপডেট সামনে এলো (WB Holiday)। এই খবর খুশি করবে সবাইকে।
এই বছরের শুরুর দিকে অত্যাধিক গরম থাকার কারণে দিনের পর দিন ছুটি চলছিল রাজ্যে। এই গরমে ছাত্রছাত্রীরা, শিক্ষকরা একটানা ছুটি পেয়ে এসেছেন। দাবদাহের কারণে বন্ধ ছিল রাজ্যের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান। তারই মধ্যে ছিল ভোট। লোকসভা ভোটের কারণে দফায় দফায় বাংলার বিভিন্ন অঞ্চলে ছুটি চলে। রাজ্য সরকারের তরফে তখন ছুটির ঘোষণা হয়েছিল।
মোটামুটি এই করেই বেশ লম্বা ছুটি পেয়েছেন ছাত্র-ছাত্রীরা। এছাড়া এপ্রিল মে, জুন, মাসে সাপ্তাহিক ছুটি ছাড়াও অন্যান্য কারণে ছুটি ছিল। জুলাই মাসেও নানান পার্বণের ছুটি জারি আছে। অতএব বাংলার ছুটি ক্যালেন্ডার নিঃসন্দেহে লম্বা চওড়া। এর সঙ্গে যুক্ত হচ্ছে পরের মাসের এক্সট্রা পাঁচ দিনের ছুটি। যথারীতি ছুটির ঘোষণাতেই সবার মুখে চওড়া হাসি।
অগাস্ট মাসে কোন কোন দিন ছুটি?
গরম কাটিয়ে বর্ষা এসেছে বঙ্গে। কিন্তু নিত্যদিন বৃষ্টির দেখা কই? বরং একটা ভ্যাপসা গরমে বেশ অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হয়েছে। ঠিক এমন পরিস্থিতিতে ছুটির গন্ধ ভাসছে বাতাসে। আগস্ট কাটিয়ে সেপ্টেম্বর আর সেপ্টেম্বর কাটলেই পুজো। অক্টোবরের শুরুতে এই বছর পূজো হওয়ায়। তার আনন্দে কাউন্টডাউন শুরু হয়েছে। যদিও পুজোর রেশ শুরু হয়ে যাবে আগস্ট, সেপ্টেম্বর থেকেই।
দুর্গাপুজোর পর দীপাবলি, ভাতৃদ্বিতীয়া ইত্যাদি কারণে পশ্চিমবঙ্গ জুড়ে উৎসবের মেজাজ জারি থাকবে। উৎসবের আনন্দে গা ভাসাবেন আট থেকে আশি। আর এর মাঝেই যদি আরো একটানা ছুটি মেলে, তাহলে মন্দ কি! ছুটি পেতেই এদিক-ওদিক ঘুরে আসা যাবে।
আর সেই ছুটি আসছে সামনের মাসে। অর্থাৎ আগস্ট মাসের স্বাধীনতা দিবস থেকে ছুটি জারি থাকছে বাংলায়। অগাস্ট মাসে থাকছে স্বাধীনতা দিবস, ঝুলন যাত্রা, রাখি পূর্ণিমা-সহ বেশ কিছু উৎসবের জন্য হলিডে। কত তারিখ আর কোন দিন ছুটি? আসুন এবার তালিকায় নজর দেওয়া যাক।
অগাস্ট মাসের ছুটির তালিকা ২০২৪
আসন্ন আগামী মাসের ১৫ ই আগস্ট বৃহস্পতিবার ভারতের আটাত্তর তম স্বাধীনতা দিবস। আর সেই উপলক্ষে বন্ধ থাকবে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর, অফিস, কোর্ট-কাছারি ইত্যাদি। তারপর শনিবার ১৭ ই আগস্ট দেশের একাধিক জায়গায় অফিস বন্ধ থাকে। তার পরের দিন ১৮ই আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটি। যার কারণে সারা ভারতে বন্ধ থাকবে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।
রবিবারের পর সোমবার ১৯ শে আগস্ট ঝুলনযাত্রা উৎসব। যার কারণে ছুটি থাকছে এর পাশাপাশি আগস্টে রাখি পূর্নিমার উপলক্ষ্যও ছুটি থাকবে। সরকারি কর্মীরা যদি স্বাধীনতা দিবসের পরের দিন অর্থাৎ ১৬ই আগস্ট শুক্রবার আর্ন লিভ নিয়ে নেন তাহলেই টানা পাঁচদিনের ছুটি রেডি। তাহলে আর দেরি কিসের? চটপট ভ্যাকেশন প্ল্যান করে ফেলুন। সামনের মাসেই হলিডে আসতে কাছাকাছি থেকে ঘুরে আসতে পারেন।