পঞ্চায়েত ভোটের মুখে বকেয়া ডিএ নিয়ে বড় খবর, রাজ্য সরকারি কর্মীদের।
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রসঙ্গ (Dearness Allowance)
বাংলা জুড়ে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ সহ সমস্ত রাজনৈতিক দলের তরফেই মনোনয়ন পত্র (Nomination) জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে স্ক্রুটিনির পালাও শেষ। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election Held on 8th July in One Phase) এক দফায় সারা রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ৮ জুলাই। ইতিমধ্যেই সরকারি কর্মী আধিকারিকদের প্রশিক্ষণ পর্ব হয়ে গিয়েছে।
তারা পঞ্চায়েত নির্বাচন পরিচালনা সংক্রান্ত যাদের যে ধরনের দায়িত্ব অর্থাৎ প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মীদের দায়িত্ব বন্টনের কাজ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই জেলা প্রশাসনের তরফে সমস্ত লিস্ট প্রকাশ করা হয়েছে। আর যখন পঞ্চায়েত নির্বাচনের মিটিং মিছিল প্রচার কর্মসূচি একেবারে জোর কদমে চলছে, তখন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে নতুন দাবি তোলা শুরু হয়েছে।
বকেয়া ডিএ কবে?
দীর্ঘদিন ধরেই কলকাতার শহীদ মিনার চত্বরে বকেয়া ডিএ এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে যৌথ মঞ্চ। কখনো কর্মবিরতি, কখনো ধর্মঘট, কখনো পেন ডাউন, কখনো আবার দিল্লিতে গিয়ে দাবি জানানোর জন্য চেঁচামেচি করা, অনেক কিছুই করা হয়েছে মঞ্চের তরফে। বিজেপি, সিপিএম, কংগ্রেসের নেতারাও যৌথ মঞ্চের এই বকেয়া ডিএ ধরণা কর্মসূচির স্থানে গিয়েছেন। যৌথ মঞ্চের তরফে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসা হয়েছিল। তবে সেখানেও কোনো ফল হয়নি।
তার কারণ, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই সরকারি কর্মীদের জন্য বকেয়া ৩ শতাংশ DAর কথা ঘোষণা করা হয়েছে। মোট ৬ শতাংশ DA এর মধ্যেই পাচ্ছেন তারা। তবুও তারা সন্তুষ্ট হতে পারেন নি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে বকেয়া ডিএ দিতে হবে বলে আবদার জুড়ে দিয়েছেন। রাজ্য সরকারের তরফে বকেয়া ডিএ ইস্যুতে সেই দাবি মানা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।
আর এবার নির্বাচন কমিশনারের কাছে গিয়ে যৌথ মঞ্চের তরফে দাবী জানানো হয়েছে, দ্রুত ৩ শতাংশ হারে DA দিতে হবে। পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনে তারা কেন্দ্রীয় বাহিনীর (Central Force) নিরাপত্তার দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী না থাকলে পঞ্চায়েত ভোটের কাজ করা সম্ভব নয় বলেও তারা জানিয়েছেন। অন্যান্য সমস্ত সরকারি কর্মীদের কাছেও তারা এই বক্তব্য রেখেছেন।
সে যাই হোক, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী সারা রাজ্য জুড়ে মোতায়েনের কথা বলা হলেও রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের তরফে সুপ্রিম কোর্টে হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এস এল পি (SLP) দাখিল করা হয়েছে। খুব তাড়াতাড়ি তার শুনানি হতে পারে। আবার এর মধ্যেই ভিন রাজ্য থেকে পুলিশ আনার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তার কারণ, অন্যান্য যে সমস্ত রাজ্যের পুলিশ চেয়ে পাঠানো হয়েছিল, সেই সমস্ত রাজ্য সবুজ সংকেত দিয়েছে।
আরও পড়ুন, আপনার কাছে পুরনো 2 টাকার বড় কয়েন থাকলেই, 30 হাজার টাকায় বেচুন, সুযোগ সীমিত।
পশ্চিমবঙ্গ সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের পঞ্চায়েত ভোটের নিরাপত্তা ব্যবস্থায় অন্যান্য রাজ্যের পুলিশদের নিয়োগের বিষয়টিও সুপ্রিম কোর্টের আবেদনে জানানো হতে পারে। কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত ভোটে আসবে কিনা তা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। যৌথ সংগ্রামী মঞ্চের এই ডিএ আন্দোলন ২৫ জুন ১৫০ দিনে পড়তে চলেছে।
32000 প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল মামলায় নয়া মোড়, ভাগ্যের নির্মম পরিহাস!
বকেয়া ডিএ নিয়ে নয়া কর্মসূচী
তাই ঐদিন হাওড়া এবং শিয়ালদা থেকে যৌথ মঞ্চের তরফে মিছিল করা হতে পারে। সেই মিছিলে রাজ্যের অন্যান্য জেলা থেকে সরকারি কর্মীদের যোগ দিতে জানানো হয়েছে। এর আগেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল। তবে সমস্ত কর্মসূচিতে সার্বিকভাবে সমস্ত সরকারি কর্মীরা অংশগ্রহণ করেননি। এবারের মিছিলেও সমস্ত সরকারি কর্মীরা অংশগ্রহণ করবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে চলছে। এবার দেখার বিষয়, যৌথ মঞ্চের তরফে যে দাবীদাওয়া জানানো হয়েছে, তা আদৌ গুরুত্ব দেওয়া হয় কিনা।
Respected All,This is for your kind information that my career Advancement Scheme had been stopped,without any Govt.order received through Generated systems.
Also Pending Salary Payment had not been paid to me during the period from 01/07/2012 to 15/08/2012,after several prayers through proper official systems,Also False FIR (F.I.R.No.78/2012,and G.R.Case No.272 of 2012.
But after Respected Honerable Verdict through High Court(Kolkata) also Respected Honerable Verdict through A.C.J.M.Raghunathur,Purulia,prove that I am not Guilty against false F.I.R. So,I therefore pray honestly look my pending matter on humanastatic cooperation from your Respected Chair.
With Regards to All,
Joyatpal Mukherjee,Govt.Servent.under TETSD.