West Bengal – বাজেটের সব টাকা খরচ হয়নি, তাই প্রকল্প ও বকেয়া বেতন দিয়ে সব টাকা খরচের তোড়জোড় নবান্নে।

আগের কমিশনের টাকা খরচের তোড়জোড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গে (West Bengal). আগামী ফেব্রুয়ারিতেই কেন্দ্রের কাছে বাকি অর্থ পাবার জন্য আর্জি জানাবে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Governmet). সম্প্রতি পঞ্চদশ কমিশনে কেন্দ্রের তরফে রাজ্যে মিলেছে প্রায় 1000 কোটি। এই অর্থ খরচের দিনক্ষণ বেধে দিল রাজ্য। আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির অর্থ পেতে মরিয়া West Bengal.

গত অর্থ কমিশনে কেন্দ্রের বরাদ্দ হিসেবে যে পরিমাণ অর্থ রাজ্যের কাছে আছে, তার অন্তত 50% খরচ না করা পর্যন্ত মিলবে না দ্বিতীয় কিস্তির টাকা। সেই কারণে রাজ্য সরকার এক্কেবারে উঠেপড়ে লেগেছে। হাতে সময় বেশি বাকি নেই। হাতে মাত্র আর 10 দিনের ডেড-লাইন। আগামী 14ই জানুয়ারির মধ্যেই টেন্ডার ডাকার নির্দেশ দিয়ে দিল নবান্ন। এই নিয়ে বেশ চাপেই আছে পঞ্চায়েতগুলি। যার জেরে সমস্ত বকেয়া কাজ শেষ করে এবং আগের বাজেটের বেতন (Salary Hike) ও অন্যান্য খরচ (Other Allowances) মিটিয়ে দিয়ে কেন্দ্রে কাছে টাকা দাবি করতে চলেছে West Bengal রাজ্য সরকার।

এমনিতেই বিভিন্ন বিষয়ে রাজ্যের খামতি চোখে পড়ার মতো। তাই এবারে কমিশনের টাকা খরচ করতে এক্কেবারে জোড় কদমে এগোচ্ছে West Bengal রাজ্য সরকার। গত 21শে ডিসেম্বর পঞ্চদশ অর্থ কমিশন থেকে রাজ্যে এসেছে 995 কোটি টাকা। রাজ্যের মুখ্যসচিব এই অর্থ খরচের জন্য সকলকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছে। এর ফলে রাজ্যের পঞ্চায়েতে কাজ এগোবে দ্রুত গতিতে।

এই টাকা এবারে ধীরে ধীরে West Bengal রাজ্যের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে ধাপে ধাপে পাঠাতে শুরু করবে সংশ্লিষ্ট দপ্তর। কোন স্তরেই যেন এই অর্থ জমে না থাকে, সে বিষয়ে এসেছে লাল সতর্কতা। সক্রিয় থাকতে বলা হয়েছে প্রত্যেক অফিসারদের। এর পাশাপাশি প্রত্যেক জেলাতে এই কাজ কি কি পর্যায়ে সম্পন্ন করতে হবে, তার বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে।

কাজের ক্ষেত্রে পরিকল্পনা আগে থেকে নির্ধারণ করা হয়ে থাকে। তবে কাজ সম্পন্ন করতে গেলে নানা ধরণের সরকারি নিয়মের মধ্য দিয়েই এগোতে হয়। পূর্বের পরিকল্পনাতে কোন রকম পরিবর্তনের দরকার আছে কিয়া, সে বিষয়েও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজনের ভিত্তিতে নতুন তথা সাপ্লিমেন্টারি প্ল্যান তৈরি করে কাজ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে।

মমতার নতুন প্রকল্প চালু হচ্ছে রাজ্যে 2 কোটির বেশি পরিবারের জন্য।

আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ 9 তারিখে পঞ্চায়েত স্তরের চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সরকারের নিজস্ব পোর্টাল আছে এই সকল বিষয়ে আপডেট জানার জন্য। ঐ পোর্টালে সমস্ত রকমের কাজের গতি প্রকৃতি আপডেট করতে হবে সময় অনুসারে। বিগত অর্থবর্ষের পড়ে থাকা অর্থ যাতে দ্রুত কাজে লাগানো হয়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার কথা বলা হয়েছে কর্মকর্তাদের।

স্বল্প পুঁজিতে শুরু করুন লাভজনক এই ব্যবসা। ঘরে বসে ইনকাম। বিশদে দেখে নিন।

West Bengal রাজ্যের 525 টি গ্রাম পঞ্চায়েত এবং 76 টি পঞ্চায়েত সমিতিতে এই টাকা খরচের পরিমাণ উল্লেখযোগ্য হারে কম। তাদের এই প্রসঙ্গে সক্রিয় থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগের টাকা খরচ না করলে পাওয়া যাবে না দ্বিতীয় কিস্তির টাকা। পানীয় জল সরবরাহ, শৌচালয় তৈরি, নিকাশি ব্যবস্থা, বকেয়া বেতন পরিশোধ এর জন্য অর্থ সঠিকভাবে খরচ করতে বলা হয়েছে। এদিকে রাজ্যের সরকারী কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (Pay Commission Dearness Allowances Salary Hike) ও পাওনা রয়েছে। সেই প্রস্তাব ও দেওয়া হয়েছে নবান্ন কে। বাজেট অধিবেসনের আগে এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থ দপ্তর (West Bengal Finance Department).

পকেটমানি দিয়ে শুরু করুন নতুন বছরে নতুন ব‍্যবসা, লোকে আর বেকার বলতে সাহস পাবে না।

সরকারি অর্থের অর্থাৎ কমিশনের টাকা সঠিক ব্যবহার হলেই রাজ্যের প্রত্যেকে পাবেন নিজের সকল সুযোগ সুবিধা। এছাড়া চাকরি, ব্যবসা, টেলিকম অফার, স্কুল, কলেজের নানা খবর পেতে দেখতে থাকুন। এই ধরণের নানা সরকারি প্রকল্পের তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। আপনার নিজস্ব মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button