Asha Kormi Recruitment 2023 – রাজ্যের ব্লকে ব্লকে আশা প্রকল্পে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।

রাজ্যের জেলার ব্লকগুলিতে আশা প্রকল্পের (Asha Kormi Recruitment) অধীনে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে এই নিয়োগ। নারী পুরুষ নির্বিশেষে যে কোন চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন এখানে। কিছুদিন আগেই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি পাওয়া গেছে। যেমনটা জানা যাচ্ছে, নিয়োগ সম্পন্ন করতে খুব একটা সময় নেয়া হবে না কর্তৃপক্ষের তরফ থেকে। আবেদন চলছে সীমিত সময়ের জন্য। ইচ্ছুক প্রার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদনের চেষ্টা করুন। নিচে এই নিয়োগের বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো।

Asha Kormi Recruitment West Bengal

নিয়োগ কারী সংস্থা এবং শূন্য পদের বর্ণনাঃ
রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের নিয়ন্ত্রণাধীন চিফ মেডিকেল অফিসারের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কয়েকটি ব্লকের অধীনে কর্মী নিয়োগ (Asha Kormi Recruitment) করা হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় দায়িত্বভার নিয়েছে ওই জেলার এস ডি ও অফিস। যে শূন্য পদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে তা হল ব্লক কোঅর্ডিনেটর প্রোগ্রাম (আশা)। মনোনীত প্রার্থীদের নিয়োগ করা হবে নির্দিষ্ট ব্লকের SDO অফিসেই। এখানে সংশ্লিষ্ট পদের জন্য মোট শূন্য পদ‌ রয়েছে সব মিলিয়ে ১৭ টি।

ব্লক অনুযায়ী শূন্য পদ সম্পর্কে নিচে জানানো হলো।
সদর নর্থ সাব ডিভিশন ব্লকে মোট শূন্য পদ রয়েছে ৮ টি। (সাধারণ – ৪, SC – 2, ST – 1, OBC A – 1)
সদর সাউথ সাব ডিভিশন ব্লকে মোট শূন্য পদ রয়েছে ৬ টি। (সাধারণ – ৩, ST – ২, OBC A – 1)
কালনা ব্লকে মোট শূন্য পদ রয়েছে ১ টি। (সাধারণ – ১)
কাটোয়া ব্লকে মোট শূন্য পদ রয়েছে ২ টি। (সাধারণ – 1, OBC B – 1)

Asha Kormi Recruitment এ বেতন কাঠামোঃ
আগেই বলা হয়েছে যে যেহেতু এটি একটি চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ সেহেতু এখানে যে সমস্ত প্রার্থীরা কাজ করতে ইচ্ছুক থাকবেন তারা স্থায়ী চাকরিতে কর্মরত ব্যক্তিদের ন্যায় কোনরূপ সুবিধা লাভ করবেন না। এক্ষেত্রে বেতন সীমা একই থাকবে‌। কোন বার বৃদ্ধি বা ভাতা ইত্যাদি কিছুর ব্যবস্থায় এখানে থাকবে না। (Asha Kormi) বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে Asha Scheme এর প্রার্থীদের নিয়োগের পর তাদেরকে প্রতি মাসে ১৫০০০ টাকা করে বেতন প্রদান করা হবে। এছাড়া প্রতি মাসে এই বেতনের সঙ্গে তার কাজের জন্য যাতায়াতের খরচ বাবদ ১৮০০ টাকা করে দেওয়া হবে।

Asha Kormi Recruitment এ শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতাঃ
১. এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোন সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজবিদ্যা, সমাজ নৃবিজ্ঞান, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, ইকোনমিক্স বা MBA বিভাগে মাস্টার্স ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।
২. প্রার্থীরা যদি কোন সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে পাবলিক হেলথ বিভাগে স্নাতক ডিগ্রী কমপ্লিট করে থাকেন তারা এখানে আবেদনের যোগ্য। তবে এক্ষেত্রে কোর্স শেষের পর অবশ্যই তাদের অন্ততপক্ষে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (Health Workers)

৩. এই পদের ক্ষেত্রে যে সকল প্রার্থীদের আগে এই কাজের বিষয়ে কোনো অভিজ্ঞতা থেকে থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
৪. আবেদনকারীর অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে জ্ঞান থাকতে হবে।
৫. প্রার্থীর ভালো কমিউনিকেশন স্কিল এবং কঠোর পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে।
৬. প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। (Asha Scheme)
৭. এছাড়াও প্রার্থীকে কাজের প্রয়োজনে বাইরে কোথাও যাওয়ার জন্য ইচ্ছুক থাকতে হবে।

নির্দিষ্ট বয়সসীমাঃ
উপরোক্ত আশা কর্মী (Asha Kormi Recruitment) পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স সীমা হতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের মধ্যে SC / ST দের জন্য ৫ এবং OBC দের জন্য ৩ বছরের ছাড় আছে।

রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কিভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়াঃ
এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের কে অফলাইন মাধ্যমে তা সম্পন্ন করতে হবে। এর জন্য,
১. প্রার্থীদেরকে সর্বপ্রথম www.purbabardhaman.nic.in বা www.wbhealth.gov.in যে কোন একটি ওয়েবসাইটে যেতে হবে।
২. তারপর সেখান থেকে এই বিষয়ে সম্পর্কে যে অফিশিয়াল নোটিফিকেশনটি দেওয়া রয়েছে সেটি ডাউনলোড করে নিতে হবে।
৩. সেই নোটিফিকেশনের মধ্যে থাকা আবেদন পত্রটিকে প্রিন্ট করে বার করে নিতে হবে।

৪. এরপর নিজে হাতে সেই আবেদন পত্রটিকে সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে এবং সবশেষে তার নিচে একটি সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে হবে।
৫. এরপর সেই সমস্ত নথিপত্র যেগুলি এখানে দরকার হবে সেগুলির এক কপি করে জেরক্স করিয়ে প্রতিটি জেরক্স কপির উপর একটি করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে।
৬. তারপর সেই সমস্ত কাগজপত্রগুলিকে একসঙ্গে একটি খামের মধ্যে ভরে খামটির ওপর উল্লেখ করে দিতে হবে ‘Application for The Post of Block Co-Ordinator Program (ASHA)’।
৭. এরপর সেটি পাঠিয়ে দিতে হবে নিম্নলিখিত যেকোনো ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে।

Asha Kormi Recruitment এ আবেদন পত্র জমা দেয়ার ঠিকানাঃ
১. সদর নর্থ সাব ডিভিশন- Sub Divisional Officer, Sadar (North) Sub Division, PO and DIST – Purba Barddhaman , PIN – 713101
২. সদর সাউথ সাব ডিভিশন – Sub Divisional Officer, Sadar (South) Sub Division, PO and DIST – Purba Barddhaman , PIN – 713101
৩. কালনা ব্লক- Sub Divisional Officer, Kalna Sub Division, PO – Kalna, DIST – Purba Barddhaman , PIN – 713409
৪. কাটোয়া ব্লক:- Sub Divisional Officer, Katwa Sub Division, PO – Katwa, DIST – Purba Barddhaman , PIN – 713130

রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কিভাবে আবেদন করবেন?

Asha Kormi Recruitment এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
এখানে আবেদন করার সময়ে যে সমস্ত নথিপত্রগুলিকে একত্রিত করে প্রার্থীদের সংশ্লিষ্ট অফিসে পাঠাতে হবে সেগুলি হল,
১. ফিলাপ করা আবেদন পত্র যেখানে নিজের এক কপি পাসপোর্ট ছবি সংযুক্ত থাকবে।
২. নিজের ছবি সংযুক্ত করে ফিলাপ করা অ্যাডমিট কার্ড।
৩. এলাকার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ডের এক কপি জেরক্স।
৪. বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।

৫. মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।।
৬. কম্পিউটার জ্ঞানের সার্টিফিকেট।
৭. সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে জাতিগত শংসাপত্র।
৮. কাজের পূর্ব অভিজ্ঞতার প্রমাণ যদি থাকে।
৯. খামের ওপর সংযুক্ত করা একটি ১০ টাকার পোস্টাল স্ট্যাম্প।

Asha Kormi Recruitment এ নিয়োগ প্রক্রিয়াঃ
এক্ষেত্রে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে দুটি পর্যায়ের মাধ্যমে। আবেদনকারী প্রার্থীদের প্রথমে ডেকে নেওয়া হবে একটি লিখিত পরীক্ষার জন্য। পরীক্ষা হবে মোট ৫০ নম্বরে। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিবরণ যেমন পরীক্ষার সিলেবাস ও সময় ইত্যাদি প্রার্থীরা পেয়ে যাবেন সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে। লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার ১০ দিন আগে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর তাতে উত্তীর্ণ সকল প্রার্থীদের ডেকে নেওয়া হবে একটি ইন্টারভিউ এবং কম্পিউটার স্কিল টেস্টের জন্য। এই প্রক্রিয়ায় থাকছে ২৫ নম্বর। যে সকল প্রার্থী এখানে সফল হতে পারবেন তাদেরকে সংস্থার পক্ষ থেকে সরাসরি ভাবে নিয়োগ দেওয়া হবে নির্দিষ্ট কাজের জন্য।

শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যে বিপুল শূন্যপদে ক্লার্ক নিয়োগ, দেখেনিন কিভাবে আবেদন করবেন।

Asha Kormi Recruitment এ আবেদনের নির্দিষ্ট সময়সীমাঃ
Asha Kormi Recruitment এ আবেদনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলতে থাকবে আগামী ২৪ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। তাই সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদনের তারিখ ফুরিয়ে যাবার আগেই দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। আর এ বিষয়ে আরো জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশনটি একবার ডাউনলোড করে পড়ে নিন।
Written by Nabadip Saha

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button