Weather Update

Weather Update : আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত, ফলে রাজ্যে হতে চলেছে টানা বৃষ্টি, জানুন বিস্তারিত

বেশ কয়েকদিনের নাজেহাল করা গরম থেকে মুক্তি পেতে চলেছে রাজ্যবাসী। শুক্রবারের পর এবার গতকালও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টি (Weather Update) পেয়েছেন রাজ্যবাসী। তবে চলতি মাসেই ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে সাইক্লোন হওয়ার আশঙ্কায় আবহাওয়া দপ্তর। দুদিনের বৃষ্টিপাতের জেরে কমেছে তাপমাত্রার পারদও। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আর তাপপ্রবাহ বাড়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বরং এবার আস্তে আস্তে কমবে তাপমাত্রা।

আরও পড়ুন, ২ টাকার কয়েন করবে বাজিমাৎ, বাড়ি বসেই হতে পারেন ৫ লাখ টাকার মালিক

 আগামী সপ্তাহের প্রথমদিকে অর্থাৎ সোমবার- মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় কালবৈশাখী (Weather Update) হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এই দিনগুলিতে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৫০ কিমি থেকে ৬০ কিমিও হতে পারে। ফলে তাপমাত্রা আরও কমবে।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, পূবালি হাওয়া ও উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় এলাকা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা থাকাতে সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকছে (Weather Update)। এর জেরেই আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

রাজ্যের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝারগ্রামে রবিবার বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টি (Weather Update) পাত হতে পারে। বজ্র বিদ্যুৎ হওয়ারও আশঙ্কা রয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানা গেছে, আগামী ৪ মে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত (Weather Update) তৈরি হতে পারে। ৫ মে থেকে শুরু হবে নিম্নচাপ। তাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সোম এবং মঙ্গলবার ছাড়াও বুধবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি মাসেই তৈরি হতে পারে সাইক্লোন। ঘূর্ণাবর্ত সাইক্লোনে (Weather Update) পরিনত হচ্ছে কি না এবং এর প্রভাব এই রাজ্যেও পড়তে পারে কিনা সেই দিকে বিশেষ নজর রাখছে আবহাওয়া দপ্তর। এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।

আরও পড়ুন, তীব্র গরম থেকে স্বস্তি কলকাতাবাসীর! ঝাঁপিয়ে আসছে বৃষ্টি