WBSSC Group C

WBSSC Group C – জেনে নিন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য।

চাকরিপ্রার্থীদের জন্য বড়োসড় সুখবর (WBSSC Group C)। সরকারি চাকরির সন্ধান করছেন তারা অবশ্যই পড়ুন পুরো প্রতিবেদনটি। তবে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার মধ্যে যেকোন একটির বাসিন্দা হতে হবে। পুরুষ-মহিলা নির্বিশেষে সকলেই আবেদনযোগ্য।

নিয়োগ পদের নাম– ক্লার্ক (গ্রুপ সি)।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা– চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।
বয়সসীমা– এই পদে আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে হতে হবে। (WBSSC Group C)

উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত? আবেদন করলেই মিলবে 75,000 টাকা

বেতন– এই পদে কর্মী নিয়োগ করা হলে মাসিক বেতন হবে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত। (WBSSC Group C)
নিয়োগ পদের নাম– গ্রুপ ডি (পিয়ন)।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই হবে। সাথে বাংলা ভাষায় লিখতে-পড়তে জানতে হবে।

বয়সসীমা– এই পদে আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন– এই পদে কর্মী নিয়োগ করা হলে মাসিক বেতন হবে ১৭,০০০ টাকা থেকে ৪৩,৬০০ টাকা পর্যন্ত। (WBSSC Group C)

রিভিউ পিটিশন গৃহীত, ২৯ তারিখ পর্যন্ত সময় দিলো আদালত, পুজোর আগে ডিএ মেলার সম্ভাবনা আছে কি?

আবেদন পদ্ধতি– অনলাইন নয়, বরং অফলাইনের মাধ্যমেই জানাতে হবে আবেদন। চাকরি প্রার্থীরা নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। সাথে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র।এরপর একটি খামে ভরে সেটি নিচের দেওয়া ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা– “Secretary, Ramakrishna Mission Industrial Training Centre (Govt.Sponsored), Narendrapur, P.O- Narendrapur, Kolkata-700103, WB.”
আবেদনের শেষ তারিখ– আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর, ২০২২.

অফিশিয়াল বিজ্ঞপ্তি
https://rkmaitc.org/images/guidelines-cum-prospectus_recruitment.pdf
Application Form-
https://www.rkmaitc.org/images/Application_form_%20Recruitment.pdf-
চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বছরে 299 টাকা দিয়ে পান 10 লক্ষ টাকা, এসে গেল পোস্ট অফিসের দুর্দান্ত পলিসি