ssc case

WBSSC Court Case Update – গ্রুপ ডি তদন্তে নয়া মোড়, হাইকোর্টে অনুসন্ধান কমিটির রিপোর্ট পেশ। জানুন বিস্তারিত।

চতুর্থ শ্রেনির কর্মী নিয়োগ মামলার (WBSSC Court Case Update) দূর্নীতির তদন্ত করতে গিয়ে অবাক করা তথ্য পেলো হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি। তবে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ অসুস্থতার কারনের কথা বলে গ্রুপ সি পদে নিয়োগের দুর্নীতি থেকে সরে থাকার ইচ্ছে প্রকাশ করেন।

আরও পড়ুন, চলতি সপ্তাহে টানা ৪ দিন ছুটি ব্যাংক! আজই সারুন সব কাজ, নাহলে পস্তাবেন।

গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে অনুসন্ধান কমিটি রিপোর্ট জমা করে (WBSSC Court Case Update)। রিপোর্ট অনুসারে, গ্রুপ ডি পদে নিয়োগের জন্য মোট ৬০৯ টি ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছিল। যা কমিটির প্রাক্তন উপদেষ্টাসহ একাধিক পদাধিকারীর নির্দেশে দেওয়া হয়েছিল।

রিপোর্টে আরও বলা হয়েছে, ভুয়ো সুপারিশপত্র তৈরি করেছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা (WBSSC Court Case Update) শান্তিপ্রসাদ সিনহা এবং সমরজিৎ আচার্য। অনুসন্ধান কমিটির মনে করে তাদের বিরুদ্ধে ভুয়ো নথি বানানোর জন্য ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির একাধিক ধারায় FIR দায়ের করা উচিত।সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী রিপোর্টে বলা হয়েছে, এসএসসির কর্মী-আধিকারিক শেখ সিরাজউদ্দিন, সুবীরেশ ভট্টাচার্য, শর্মিলা মিত্র, শুভজিৎ চট্টোপাধ্যায়, মহুয়া বিশ্বাস বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ও বিভাগীয় তদন্তের পদক্ষেপ নেওয়া দরকার।

আরও পড়ুন, এই তিন রকমের পুরানো নোট থাকলেই আপনি পাবেন ৩ লাখ টাকা, নিরাপদে Best Seller Free তে পাবেন।

এছাড়া রিপোর্টে বলা হয়েছে, শান্তিপ্রসাদ সিনহা নিজে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ভুয়ো সুপারিশপত্রগুলি দিয়েছিলেন (WBSSC Court Case Update)। কল্যাণময় বাবুও রাজেশ লায়েক নামের একজন কর্মীকে তা ছাপানোর নির্দেশ দিতেন। তবে কমিটির মতে নিয়োগপত্রগুলি এসএসসির নবনির্মিত ভবন থেকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আশাকরি আমাদের এই প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকবে। ধন্যবাদ।

Written by manika