WBSEDCL Recruitment: রাজ্যের বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগ। মাসে বেতন 29000/- টাকা। সরাসরি আবেদন করুন

WBSEDCL Recruitment 2025

চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য খুশির খবর। বিদ্যুৎ দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ (WBSEDCL Recruitment) শুরু হল। আপনারা যারা বহুদিন ধরে চাকরির খোঁজে ছিলেন, এবার আপনাদের জন্য ভালো খবর। রাজ্যের বিদ্যুৎ দপ্তর আবার নতুন করে কর্মী নিয়োগ শুরু করেছে। কোন কোন পদে নিয়োগ হচ্ছে? প্রতিমাসে কত স্যালারি? কিভাবে আবেদন জানাবেন সরাসরি চাকরির খবর দেখে নিন।

WBSEDCL Recruitment 2025

রাজ্যে নতুন চাকরির সুখবর। বিদ্যুৎ দপ্তর দিচ্ছে ভালো চাকরির সুযোগ। বিদ্যুত দপ্তরের নিয়োগে প্রতিমাসে ভালো বেতনের চাকরি। রয়েছে অন্যান্য সুযোগ-সুবিধা। আবেদন জানানোর আগে আপনার নিয়ম কানুন জেনে রাখা জরুরী। আবেদন যোগ্যতা ও আবেদন পদ্ধতি আলোচনা করা হলো চাকরিপ্রার্থীদের সুবিধার্থে। তাই, আপনিও যদি এই চাকরিতে আবেদন জমা করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিতে হবে।

১) ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখান থেকে জানা যাচ্ছে, কর্মী নিয়োগ শুরু হচ্ছে West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) তথা বিদ্যুৎ বিভাগের তরফে। একই সঙ্গে এখানে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। কোন কোন পদে কর্মী নিয়োগ হচ্ছে? আসুন দেখে নেওয়া যাক। যে যে পদে নিয়োগ চলছে দেখে নিন- A) Special Officer B) Security Officer C) Assistant Security Officer 5) Security Supervisor 6) Special Officer (Land)

২) শিক্ষাগত যোগ্যতা

বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন পদে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তার শিক্ষাগত যোগ্যতার বিবরণ আপনি পেয়ে যাবেন অফিসিয়াল নোটিশ থেকে। তাই আপনাকে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। সেখানেই পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিবরণ উল্লেখ করা রয়েছে।

৩) বয়সসীমা

যারা বিদ্যুৎ দপ্তরের নতুন নিয়োগে আবেদন জমা করতে চান, তাঁদের বয়সসীমা সম্পর্কে জেনে রাখা জরুরি। বিদ্যুৎ দপ্তরের নতুন নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৬২ বছর। কোন প্রার্থীর বয়স যদি ৬২ বছরের নিচে হয় তাহলে তিনি এখানে আবেদন জানাতে পারবেন।

৪) মাসিক বেতন

বিদ্যুৎ দপ্তরের নতুন নিয়োগে বিভিন্ন পদে নিয়োগ করা ব্যক্তিদের মাসিক বেতন হবে যথেষ্ট ভালো। কোন কোন পদের জন্য কত টাকা বেতন ধার্য করা হয়েছে আসুন দেখে নেওয়া যাক।

A) Special Officer পদের বেতন Rs.40,000 – 50,000/- B) Security Officer পদের বেতন Rs. 50,000/- C) Assistant Security Officer পদের বেতন Rs. 33,000/- D) Security Supervisor পদের বেতন Rs. 29,000/- E) Special Officer (Land) পদের বেতন Rs. 48,000/- টাকা প্রতিমাসে।

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ। এইভাবে আবেদন করুন

৫) নিয়োগ প্রক্রিয়া

এখানে যারা আবেদন জানাতে ইচ্ছুক মনে রাখুন, আবেদন জমা পড়ার পর প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে। আর এই ইন্টারভিউর মাধ্যমে নির্দিষ্ট পদের জন্য প্রার্থী বাছাই হবে ও যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে তারা সেই পদের জন্য সিলেক্ট হয়েছেন কিনা।

৬) আবেদন পদ্ধতি

এখানে প্রশ্ন আসবে আপনারা কিভাবে আবেদন জানাবেন? আগ্রহী চাকরিপ্রার্থীরা জেনে রাখুন আপনাদের নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদন পত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে নিতে হবে। আর তা পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ইমেল এড্রেসে নির্দিষ্ট তারিখের মধ্যে।

সুপ্রিম কোর্টে 80,000 টাকার বেতনে নতুন কর্মী নিয়োগ। যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন

৭) আবেদনের সময়সীমা

প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রেই আবেদনের সময় সীমা জরুরী। এক্ষেত্রেও তাই। বিদ্যুৎ দপ্তরের নিয়োগে আগ্রহী প্রার্থীরা আগামী 24/01/2025 তারিখের মধ্যে নিজের আবেদন জমা করতে পারবেন ই-মেল মারফত।

Related Articles

Back to top button