WBPSC Miscellaneous Exam – রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কিভাবে আবেদন করবেন?
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর তরফে সম্প্রতি একটি বিশেষ WBPSC Miscellaneous Exam নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস পরীক্ষার (WBPSC Miscellaneous Exam) মাধ্যমে বিভিন্ন ধরনের শূন্য পদ মিলিয়ে অনেক সংখ্যক ছেলে মেয়েকে কাজে নিয়োগ দেবে। রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর গুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
WBPSC Miscellaneous Exam Recruitment 2023
নিয়োগ হবে সারা রাজ্য জুড়ে। অর্থাৎ যে কোন প্রান্তের নারী থেকে পুরুষ সকল ধরনের বেকার চাকরি প্রার্থীরা আবেদনের যোগ্য। নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে আরও জানতে হলে বিস্তারিতভাবে শেষপর্যন্ত করুন।
শূন্য পদের বিবরণ
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রতিবছরই মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার (WBPSC Miscellaneous Exam) মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করে থাকে। এই বছরও প্রকাশিত হলো এই পরীক্ষার বিজ্ঞপ্তি। তবে মোট কতগুলি শূন্য পদে নিয়োগ করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি এখনো পর্যন্ত। এব্যাপারে জানতে কমিশনের তরফে আগ্রহী প্রার্থীদের বলা হয়েছে ওয়েবসাইট নিয়মিতভাবে ফলো করার জন্য। যে সকল পদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া আরম্ভ হবে সেগুলি হল,
(1) Assistant Child Development Project Officer,
(2) Disaster Management Officer/Block Disaster Management Officer,
(3) Block Youth Officer/Municipal Youth Officer/Borough Youth
Officer,
(4) Block Welfare Officer/Welfare Officer,
(5) Inspector, Backward Classes Welfare,
(6) Assistant Agricultural Marketing Officer (Administrative),
(7) Assistant Programme Officer,
(8) Controller of Correctional Services,
(9) Inspector of Agricultural Income Tax,
(10) Consumer Welfare Officer,
(11) Savings Development Officer,
(12) Posts in West Bengal Subordinate Labour Service,
(13) Auditor of Co-operative Societies,
(14) Assistant Auditor, Board of Revenue,
(15) Extension Officer, Mass Education Extension,
(16) Lady Extension Officer, Mass Education Extension,
(17) Assistant Controller of Correctional Services,
(18) Investigating Inspector,
(19) Revenue Inspector
শিক্ষাগত যোগ্যতা
(১) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনারের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে একজন ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই কোন সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে যেকোনো শাখায় স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। উচ্চতর শিক্ষার অধিকারী প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে সমতুল্য।
(২) এছাড়াও WBPSC Miscellaneous Exam আবেদনকারী প্রার্থীকে আবশ্যিকভাবে বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।
বয়স সীমা
WBPSC Miscellaneous Exam বা এই পরীক্ষার জন্য আবেদন করতে গেলে প্রার্থীর বয়স সীমা হতে হবে সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে। অর্থাৎ প্রার্থীর জন্ম সাল হতে হবে ১৯৮৪ সাল থেকে ২০০৩ সালের মধ্যে। বয়সসীমা হিসাব করতে হবে ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী। বিভিন্ন শূন্য পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সে নির্দিষ্ট সীমার ছাড় দেওয়া হয়েছে।
আবেদন প্রক্রিয়া
WBPSC Miscellaneous Exam এ অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য,
১. প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো, www.wbpsc.gov.in.
২. তারপর Register বাটনে ক্লিক করে নিজের ইমেইল আইডি, ফোন নাম্বার, নাম, পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাদের আগে থেকে করা আছে তাদের আর দরকার নেই।
৩. এরপর নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৪. স্ক্রিনে যে WBPSC Miscellaneous Exam আবেদনপত্র আসবে সেটিকে সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করে নিতে হবে।
৫. পরের পেজে প্রয়োজনীয় নথিপত্রের প্রমাণ স্ক্যান করে আপলোড করতে হবে।
৬. পরের পেজে এসে নির্দিষ্ট আবেদন মূল্য ট্রান্সফার করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনের কাজ শেষ হবে। আবেদন মূল্য সাধারণ প্রার্থীদের জন্য ১৬০ টাকা এবং সংরক্ষিত এদের জন্য ফ্রি। পেমেন্ট করা যাবে অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই বা নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।
আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় আর্টিকেল, ভিডিও বা রিল বানাতে পারলে সরকারি চাকরি
কি কি নথিপত্র লাগবে?
(১) একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার।
(২) আধার বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স জাতীয় যে কোন একটি পরিচয় পত্রের প্রমাণ।
(৩) বয়সের যে কোন একটি প্রমাণ।
(৪) প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট সমূহ।
(৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
বেতন কাঠামো
এখানে 1 থেকে 11 নং পোস্টের জন্য বেতন স্কেল 10 অনুসারে 32100 – 82900 টাকা মাসিক বেতন দেওয়া হবে। অন্যদিকে 12 থেকে 19 নং পোস্টের জন্য বেতন স্কেল 10 অনুসারে 28900 – 74500 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও এটি একটি স্থায়ী চাকরি। তাই থাকছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ডিএ, টিএ, পেনশন ইত্যাদি সুবিধা।
নিয়োগ প্রক্রিয়া
(১) প্রথমে WBPSC Miscellaneous Exam বা একটি লিখিত প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরীক্ষা হবে সারারাজ্য জুড়ে পাবলিক সার্ভিস কমিশন অনুমোদিত বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। এই পরীক্ষাটি মূলত মাল্টিপেল চয়েস প্রশ্ন-উত্তরের ওপর করা হবে। পরীক্ষার সিলেবাস, সময়, পূর্ণমান সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কর্তৃপক্ষের তরফে। প্রিলিমিনারি পরীক্ষায় মোট পরীক্ষার নম্বরের ৪০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে পরীক্ষার্থীদের। অন্যান্য শ্রেণীর প্রার্থী এবং সংরক্ষিত শ্রেণীগুলির ক্ষেত্রে এই কোয়ালিফাইং নম্বরে ছাড় দেওয়া হবে।
(২) এরপর হবে WBPSC Miscellaneous Exam মেন পরীক্ষা। আগের পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীরা সুযোগ পাবেন এখানে অংশগ্ৰহণ করার। এই পরীক্ষাটি ডেস্ক্রিপটিভ টাইপ হবে অর্থাৎ এখানে বড় প্রশ্ন উত্তর থাকবে। এই পরীক্ষারও সিলেবাস, সময়, পূর্ণমান ও কোয়ালিফাইং নম্বর সম্পর্কে পরে জানিয়ে দেওয়া হবে।
(৩) সবশেষে হবে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট। আগের দুই পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার্থীরা এখানে সুযোগ পাবেন। সংস্থার তরফে জানানো হয়েছে যে প্রার্থীদের চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ এর নম্বর এর উপর ভিত্তি করেই। সব পর্যায় গুলিতে উত্তীর্ণ হয়ে যে সকল প্রার্থীরা এই চূড়ান্ত মেধাতালিকায় উঠতে পারবেন তাদেরকে মনোনীত করা হবে নিয়োগের জন্য।
আরও পড়ুন, বহুদিন পর 6000 শূন্যপদে ক্লার্ক নিয়োগ করছে রাজ্য। বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া।
আবেদনের শেষ তারিখ
WBPSC Miscellaneous Exam আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ অক্টোবর ২০২৩ তারিখ থেকে। আবেদন গ্ৰহণ করা চলতে থাকবে আগামী ২ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Written by Nabadip Saha.
আমাদের WhatsApp এ ফলো করুন।