Online PF Account Statements

শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য নয়া উদ্যোগ সরকারের।

রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের জন্য সুখবর। দীর্ঘদিনের দাবি এবার মিটতে চলেছে। বেসরকারি স্কুলসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের বহুদিন ধরেই অভিযোগ ছিল, তারা তাদের প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে সমস্ত তথ্য জানতে পারেন না। সঠিক সময়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা পড়ে না। পি এফ এর টাকা তুলতে গেলে জটিলতার সম্মুখীন হতে হয়।

পিএফ স্টেটমেন্ট (Provident Fund Statement) চাইলে সংশ্লিষ্ট কর্মীরা কর্তৃপক্ষের কাছ থেকে সেটাও পান না। এই অভিযোগের এবার সমাধান হতে চলেছে। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে?

রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পন্থ নোটিশ জারি করে জানিয়েছেন, রাজ্যের সমস্ত বেসরকারি স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের অনলাইনে পিএফ এর বিস্তারিত কাজকর্ম করার সুবিধা দিতে WBIFMS পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। এবার থেকে সমস্ত শিক্ষক এবং শিক্ষা কর্মীরা এই পোর্টালের মাধ্যমে অনলাইনে পিএফ সংক্রান্ত একাউন্ট ব্যবহার করতে পারবেন।

WBBPE Primary TET Scam (প্রাইমারী টেট)

সরকারের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, নন গভর্নমেন্টাল ইনস্টিটিউশনস প্রভিডেন্ট ফান্ড মডিউল (Non Governmental Institutions Provident Fund Module) চালু করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে GPF সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা (Private Schools Teachers and Workers) যার ফলে রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক এবং শিক্ষা কর্মীরা উপকৃত হতে চলেছেন।

দীর্ঘদিন ধরেই বেসরকারি স্কুল সহ-শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের অভিযোগ ছিল, তারা তাদের প্রভিডেন্ট ফান্ডের সম্বন্ধে কিছুই জানতে পারেন না। একদিকে যেমন সঠিক সময়ে টাকা জমা দেওয়া হয় না, তেমনি তারা PF- এর স্টেটমেন্ট চাইতে গেলে বঞ্চিত হন। পিএফ এর টাকা তুলতে গেলেও বহু সমস্যার সম্মুখীন হতে হয়। আর এখানেই রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে।

আরও পড়ুন, দুর্গাপুজোর ছুটিতে কাটছাঁট, কত দিন পুজোর ছুটি পাবেন?

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, WBIFMS Portal চালু হয়ে গেলে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা অনলাইনে পিএফ একাউন্ট ব্যবহার করতে পারবেন। পিএফ একাউন্টের স্টেটমেন্ট তুলতে পারবেন। ব্যালেন্স চেক করতে পারবেন। ঠিকমতো সময়ে তাদের প্রফিডেন্ট ফান্ডের টাকা জমা পড়ছে কিনা সেটাও তারা চেক করে নিতে পারবেন।

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) সবেমাত্র শেষ হয়েছে। নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। গ্রামবাংলা জুড়ে ব্যাপক জয় হয়েছে তৃণমূলের। আর এর পরেই রাজ্যের বেসরকারি স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের জন্য অনলাইন পিএফ এর সুবিধা পরিষেবা দেওয়ার লক্ষ্যে WBIFMS পোর্টাল চালু করল রাজ্য সরকার। যার ফলে যথেষ্ট সুবিধা পেতে চলেছেন বেসরকারি স্কুলের কয়েক লক্ষ শিক্ষক- শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা।