HS Examination 2025

পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা উচ্চ মাধ্যমিক(WB HS Exam). প্রতিবছর প্রচুর ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় বসেন। দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা থাকে প্রায় লাখ লাখ(WB HS Exam). একাধারে যেমন ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিয়ে চিন্তা থাকে, ঠিক তেমন ভাবেই সন্তানদের ভালো রেজাল্ট নিয়ে চিন্তা করেন বাবা মায়েরা।

ফলে উচ্চ মাধ্যমিক নিয়ে বছরের শুরু থেকেই তৎপরতা চলে শিক্ষার্থী দের মধ্যে(WB HS Exam). অন্যান্য বছরের মতো চলতি বছরের ক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণ করবেন বহু পরীক্ষার্থী।

এরই মাঝে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জারি করল নতুন নিয়ম। এবার উপস্থিতির হার নিয়ে কড়াকড়ির পথে হাঁটল সংসদ (WBCHSE)। নতুন নির্দেশিকায় কি জানানো হয়েছে? পরীক্ষার্থীদের জন্য এই খবর কতটা ভালো, কতটা চিন্তার? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন পড়ে নিন।

নিয়ম না মানায় কঠোর শাস্তি! পশ্চিমবঙ্গে প্রকল্পের ফান্ড পাঠানো বন্ধ করলো কেন্দ্র! তালিকায় রয়েছে আরও তিন রাজ্য

WB HS Examination 2025

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধরন একেবারেই বদলে যাচ্ছে চলতি বছর থেকে(WB HS Exam). কারণ এই বছ্য থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা(WB HS Exam). মূল বার্ষিক পরীক্ষাটি বিভক্ত হবে দুটি ধাপে। যার মধ্যে প্রথম সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে শর্ট কোশ্চেন এর উপর।

আর তারপর সেমিস্টার পরীক্ষাটি হবে বর্ণনামূলক প্রশ্নের উপর। নতুন নিয়ম অনুসারে একাদশ এবং দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ৪টি পরীক্ষা দিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। আর এবার চারটি পরীক্ষার ক্ষেত্রেই উপস্থিতির হার নিয়ে কড়াকড়ির পথে হাঁটেছে সংসদ। আর সেই খবর এবার প্রকাশ্যে এলো।

ছাত্রছাত্রীদের জন্য বড় আপডেট! স্কুলে চালু হবে আরও অনেক সুযোগ সুবিধা।

WB HS Exam 2025 New Rule

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে উচ্চ শিক্ষা সংসদের (WBCHSE) তরফে নতুন নিয়ম সম্পর্কে জানানো হলো। আর এই নিয়মে উল্লেখ করা হয়েছে যে, এবার থেকে প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য ৭০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক(WB HS Exam).

এরসঙ্গে এও বলা হয়েছে, যদি কোনও পরীক্ষার্থীর উপস্থিতির হার ৫০% এর নীচে থাকে, তাহলে তাঁকে কোনভাবেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না। যতক্ষণ না অবধি সেই ছাত্র অথবা ছাত্রীর উপস্থিতির হার হচ্ছে ৭০% শতাংশ। অর্থাৎ যদি একজন শিক্ষার্থীর উপস্থিতির হার ৭০ শতাংশ না হয়, তাহলে কিন্তু তার পরীক্ষায় বসা নিয়ে জটিলতা সৃষ্টি হবে।

উল্লেখ্য, এর আগেও উপস্থিতির হার সংক্রান্ত কড়াকড়ির পথে হেঁটেছে রাজ্য সরকার। নিয়ম করে বলা হয়েছে, উপস্থিতি কম থাকলে সেই পরীক্ষার্থী সংশ্লিষ্ট পরীক্ষায় বসতে পারবেন না। যার ফলে স্কুল-কলেজে অ্যাটেনডেন্সের পরিমাণ বেড়েছে। তবে এবার উপস্থিতি সংক্রান্ত নিয়ম নিয়ে কড়াকড়ি সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

একজন পরীক্ষার্থী যদি পরীক্ষায় বসতে চান, তবে তাঁকে অবশ্যই ৭০ শতাংশ নম্বর রাখতে হবে। এই প্রসঙ্গ উল্লেখ করে সংসদের তরফে জানানো হয়, উপস্থিতি সম্বন্ধিত নিয়মের অস্তিত্ব আগেও ছিল। তবে এবার থেখে পরীক্ষা সম্বন্ধিত নতুন আইন প্রস্তুত করে তা রাজ্যের অন্যান্য বিদ্যালয় গুলিতে পাঠিয়ে দিয়েছে সংসদ। ছাত্র ছাত্রীর উপস্থিতির হার যদি ৫০% এর কম হয় তাহলে পরীক্ষার্থী বোর্ড পরীক্ষায় বসার অনুমতি পাবেন না বলে কড়া নির্দেশ জারি করা হয়েছে।