WB HS Exam: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করলেও আর চিন্তা রইল না। ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বোর্ড

WBCHSE Decision On HS Exam

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য জরুরী খবর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB HS Exam) নিয়ে বোর্ডের নয়া সিদ্ধান্ত সামনে এল। জানা যাচ্ছে, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করলেও আর চিন্তা নেই। অবাক লাগলেও বিষয়টি সত্যি। পড়ুয়াদের জন্য আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপুর্ণ। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

WB HS Exam New Announcement

গত বছর থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে সেমিস্টার পদ্ধতি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এবার থেকে দুই ভাগে পরীক্ষা নেবে বলে জানা যাচ্ছে।

বছরের একটি পরীক্ষার বদলে ধাপে ধাপে দুটি সেমিস্টার পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের। স্বাভাবিকভাবেই এই নয়া পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে রাজ্যে। পাঠ্যক্রমে পরিবর্তন এসেছে, আর সেই বদলের সঙ্গে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছেন এই রাজ্যের ছাত্র-ছাত্রীরা।

তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটি বিশেষ সমস্যায় ছিলেন পড়ুয়ারা। আর এবার সমস্যার সমাধান বের করল সংসদ। কী সমস্যা? যেহেতু রাজ্যে নতুন সেমেস্টার পদ্ধতি শুরু হচ্ছে তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছিল, যে সকল পড়ুয়ারা এবার টেস্টে উত্তীর্ণ হতে পারল না, এই সেমেস্টার পদ্ধতিতে তাঁরা পড়াশোনা করেনি। তাহলে কি এবার তাদের নতুন করে সেমেস্টার পদ্ধতিতে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক দিতে হবে?

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন? ছুটিতে করে নিন এই 5 কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স। আগামী দিনে চাকরি পেতে সুবিধা হবে

উচ্চমাধ্যমিকে ফেল করলেও আর চিন্তা নেই!

আর এবার সংসদের তরফে সে সমস্যার সমাধান এল। বুধবার এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।নির্দেশিকায় স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে সকল পড়ুয়ারা আগের পরীক্ষা পদ্ধতিতে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, কিন্তু তাঁরা উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হবেন, তাঁরা সেমিস্টার পদ্ধতিতে নথিভুক্তিকরণের ক্ষেত্রে যোগ্য হবেন।

সেক্ষেত্রে পড়ুয়ারা কী করবেন? সংসদের তরফে এ বিষয়ে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য সেই সকল ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে পারবেন। এর জন্য তাঁদের দরকার অপশন ফর্ম। ছাত্রছাত্রীরা, এই ফর্ম পূরণ করে জমা দিলে, উচ্চ মাধ্যমিক সংসদের ২০২৪ সালের নিয়ম অনুযায়ী তাঁরা সেমিস্টার সিস্টেমের আওতায় আসবেন।‌ সংসদের তরফে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানত পড়ুয়াদের স্বার্থে। ‌

আরও পড়ুন: কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? শিখলেই চাকরি পাওয়া নিশ্চিত

সংসদের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?

পড়ুয়াদের অনলাইনে আবেদন জমা করতে হবে। এই সমস্ত পড়ুয়ারা সেমিস্টার ৩ এবং সেমিস্টার ৪-এর জন্য নথিভুক্তি করতে পারবেন বলেও খবর। প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টার পরীক্ষা আয়োজিত হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় আয়োজিত হবে ২৬ সালের মার্চ মাসে। পাশাপাশি, পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণির প্রজেক্ট এবং প্র্যাকটিকালের নম্বরও কাউন্সিলের পোর্টালে তোলা হবে বলে খবর।‌ এই বিষয়ে আরো বিস্তারিত জানতে সংসদের পোর্টাল ফলো করুন।

উপসংহার: ছাত্র-ছাত্রীদের স্বার্থে সংসদের এই নয়া সিদ্ধান্ত। তাই এবার উচ্চমাধ্যমিকে ফেল করলেও চিন্তা রইল না। ছাত্র-ছাত্রীরা সংশ্লিষ্ট বিষয়টিতে আরও‌ বিস্তারিত জেনে নিতে ফলো করুন অফিসিয়াল পোর্টাল। সেখান থেকে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য পাবেন আপনারা।

Related Articles

Back to top button