IMG 20240510 WA0008

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রায় দুমাস পরে রেজাল্ট প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE HS Result). স্কুলজীবনের অন্যতম বড়ো পরীক্ষা উচ্চমাধ্যমিক। কারণ উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই একজন ছাত্র বা ছাত্রী উচ্চ শিক্ষার জন্য ভর্তি হয় কলেজে। তাই উচ্চমাধ্যমিকের রেজাল্ট ভালো হওয়াটা জরুরি। প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে রেজাল্ট নিয়ে একটা উদ্দীপনা আতঙ্ক থাকবেই এটাই কাম্য।

WBCHSE HS Result Check & Download on Digilocker App

চাকরি ক্ষেত্রেও উচ্চমাধ্যমিক রেজাল্ট বা WBCHSE HS Result. বড়ো ভূমিকা পালন করে। এইবছর ওয়েবসাইটে যেদিন রেজাল্ট ঘোষনা হয়েছে তার দুদিন পরে স্কুল থেকে মার্কশিট হাতে পেয়েছে ছাত্রছাত্রীরা। বেশ কয়েকটি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছিল। বর্তমানে ফোনেও রেজাল্ট দেখা যায়।

সেইসাথে ডিজিটাল যুগে সবাই ফোনের মধ্যেই রেজাল্ট সেভ করে রাখে। যাতে কোনো দরকারে খুব সহজেই দেখা যায়। আজকের প্রতিবেদনে জানাবো কিভাবে ডিজিলকারে WBCHSE HS Result বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট ডাউনলোড করা যায়।

আর হবে না উচ্চমাধ্যমিক পরীক্ষা! 11 বছর পর হটাৎ নিয়মের এমন পরিবর্তন কেন? বিস্তারিত জানুন।

কেন্দ্রের ডিজিলকার তথা Digiloker অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক-সহ একাধিক বোর্ডের একাধিক পরীক্ষার মার্কশিট ও পাসিং সার্টিফিকেট ডাউনলোড করা যায় (WBCHSE HS Result). আপনি চাইলেই এখানে যে কোন রেজাল্ট বার করতে পারেন।

WBCHSE - উচ্চমাধ্যমিক পরীক্ষা

ডাউনলোড পদ্ধতি

  • প্রথমে digilocker.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি ডিজিলকার অ্যাকাউন্ট খুলতে হবে।
  • আগে থেকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ওখানেই সাইন আপ করে নিতে পারবেন।
  • এরপর আপনি যে বোর্ডের মার্কশিট এবং সার্টিফিকেট ডাউনলোড করতে চান সেই অপশনে ক্লিক করুন।
  • এরপর রোল নম্বর এবং কোন সালে পাশ করেছেন তা লিখুন।
  • এরপর স্ক্রিনে মার্কশিট বা সার্টিফিকেট শো করবে। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করে দুটি নথি সেভ করে রেখে দিন।

এই বছরের HS Result 2024 প্রকাশ হতে চলেছে, সবার আগে অনলাইনে চেক করুন

এভাবেই খুব সহজেই আপনি WBCHSE HS Result বা উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট ডাউনলোড করে নিয়ে ফোনে সেভ করে রাখতে পারবেন। কোনো প্রয়োজনে খুব সহজেই ফোন থেকে বের করে দেখতেও পারবেন। প্রয়োজনে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন।