WBCHSE Competition 2024: ছাত্র-ছাত্রীদের জন্য প্রবন্ধ লেখার প্রতিযোগিতা! মিলবে পুরস্কার! উচ্চ শিক্ষা সংসদের দারুণ উদ্যোগ

ছাত্র-ছাত্রীদের জন্য এক অভিনব উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। এই রাজ্যের পাঠরত সমস্ত পড়ুয়াদের জন্য আয়োজন করা হচ্ছে প্রবন্ধ লেখার প্রতিযোগিতা (WBCHSE Essay Competition)। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন পশ্চিমবঙ্গের সকল ছাত্র-ছাত্রীরা। উচ্চশিক্ষা সংসদের (WBCHSE) এই উদ্যোগটি নিঃসন্দেহে ভীষণ ভালো।

কিন্তু কি উদ্দেশ্যে এই উদ্যোগ নিল সংসদ? কিভাবে এই প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করা যাবে? আসুন এই বিষয়ে সব তথ্য জেনে নেওয়া যাক। ছাত্র-ছাত্রীরা অবশ্যই এই বিষয়ে অবগত হবেন। আর প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জিততে পারবেন।

WBCHSE Essay Competition 2024

পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ (WBCHSE) ছাত্র-ছাত্রীদের জন্য ভীষণ অভিনব একটি পদক্ষেপ গ্রহণ করেছে। আর সেটি হলো প্রবন্ধ লেখার প্রতিযোগিতা (WBCHSE Essay Competition)। অনেক ছাত্রছাত্রী আছেন যারা প্রবন্ধ লেখায় বিশেষ পারদর্শী। এই প্রতিযোগিতায় স্বাচ্ছন্দে নাম দিতে পারেন তাঁরা। ছাত্র-ছাত্রীদের জন্য আজকের প্রতিবেদনে প্রতিযোগিতা সম্পর্কে উল্লেখ করা হলো।

আপনারা কিভাবে নাম দেবেন, কিভাবে এই প্রতিযোগিতা থেকে পুরস্কার জিততে পারবেন, সে বিষয়ে এক নজরে জেনে নিন। পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা পরিষদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২০২৪-২৫ সালে যারা উচ্চ মাধ্যমিক স্তরে পঠনপাঠন করছেন তাঁদের জন্য, নিয়ে আসা হয়েছে প্রবন্ধ রচনার প্রতিযোগিতা (WBCHSE Essay Competition)।

রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আর ভালোভাবে লিখতে পারলে সেরার সেরা পুরস্কার জয় করতে পারবেন। পুরস্কার সার্টিফিকেট-সহ বিজেতা ছাত্র-ছাত্রী কাউন্সিলের প্রধান অফিসে ফাইনাল রাজ্য স্তরের জন্য সিলেক্টেড হবেন।

তাহলে বুঝতেই পারছেন এই প্রতিযোগিতা আপনাদের সবার জন্যই ভালো একটি সুযোগ হতে চলেছে। এবার প্রশ্ন হল কি বিষয়ে প্রতিযোগিতায় আপনাকে লিখতে হবে? নিশ্চয়ই এ প্রশ্ন উকি দিচ্ছে আপনার মনেও, আসুন তবে চটপট জেনে নেওয়া যাক।

নিয়ম না মানায় কঠোর শাস্তি! পশ্চিমবঙ্গে প্রকল্পের ফান্ড পাঠানো বন্ধ করলো কেন্দ্র! তালিকায় রয়েছে আরও তিন রাজ্য

WBCHSE প্রবন্ধ রচনার প্রতিযোগিতায় বিষয় কি কি?

সম্প্রতি এই প্রতিযোগিতা সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা ছাত্র-ছাত্রীরা স্কুলের মারফত তাঁদের লিখিত প্রবন্ধ পাঠাতে পারবেন। এছাড়াও অন্য তথ্য তথ্যগুলিও দেখে নিন। ‌যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন, তাঁদের জন্য টপিক হল- টিকাকরণের উপযোগিতা, মহাশূন্য গবেষণার ভবিষ্যৎ এবং সুবিধা, ও ব্ল্যাক হোল-এক অজানা তথ্য।‌

যারা কমার্স বিভাগে পড়াশোনা করছেন, তাদের জন্য টপিক হল- মার্কেটিংয়ে গুরুত্ব, বাণিজ্যে ই-কমার্স দলের গুরুত্ব, এবং পরিবেশ রক্ষার্থে বাণিজ্যের সুবিধা। এছাড়া আর্টস বিভাগে পঠনপাঠনরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রবন্ধ লেখার বিষয় হলো- ডিজিটাল যুগের মনুষ্যত্ব ও বিজ্ঞানের ভূমিকা, খাদ্যের সাংস্কৃতিক গুরুত্ব এবং ধর্ম ও সহিংস্রতার সম্পর্ক। উল্লিখিত টপিক গুলির উপর আপনাকে লিখতে হবে।

ট্যাবের জন্য বরাদ্দ হলো ১৫০০ কোটি টাকা। ছাত্র ছাত্রীরা পাবে ১০০০০ টাকা করে

WBCHSE প্রবন্ধ লেখার প্রতিযোগিতার নিয়ম!

এই প্রতিযোগিতার নিয়মগুলি সম্পর্কে আপনাকে জানতে হবে। আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। রাজ্যের বিভিন্ন স্কুল থেকে ছাত্র ছাত্রীরা নিজস্ব স্ট্রিম থেকে উল্লিখিত টপিকগুলির মধ্যে যে কোনো একটি টপিকের উপর লিখতে পারবে। মোট তিনটি বিভাগ মিলিয়ে সর্বোচ্চ নির্বাচিত তিনটি রচনা বিদ্যালয়ের তরফ থেকে পাঠানো হবে কাউন্সিলে।

রচনা লেখা যাবে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই। রচনা লিখতে হবে হাতে-কলমে ১২০০ শব্দের মধ্যে। ছাত্রছাত্রীরা A4 পৃষ্ঠায় প্রবন্ধগুলি লিখবেন। প্রবন্ধের সঙ্গে প্রতিযোগীর নাম, স্কুলের নাম, প্রতিযোগীর ক্লাস এবং সংশ্লিষ্ট জেলার নাম লিখতে হবে পৃষ্ঠার ডানদিকে। আর এভাবেই জমা করতে হবে প্রবন্ধটি।

এরপর স্কুল কর্তৃপক্ষ নির্বাচিত রচনাগুলিতে কর্তৃপক্ষের অফিসিয়াল স্ট্যাম্প দিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার দ্বারা অ্যাটেস্টেড করবেন। তারপর বিদ্যালয়ের প্রধান কে সংশ্লিষ্ট রচনা পিডিএফ করে অফিসিয়াল মেইল আইডিতে পাঠাতে হবে। মেইল করতে হবে ১৪ আগস্ট এর মধ্যে। অফিশিয়াল মেইল আইডিটি হল-(wbchse.competition@gmail.com).

WBCHSE প্রবন্ধ প্রতিযোগিতার সিলেকশন!

প্রতিটি স্কুলের থেকে পাঠানো রচনাগুলি কাউন্সিল কর্তৃক নির্বাচিত কমিটি বিবেচনা করবেন। তারপর নির্বাচিত করা হবে। প্রতিটি বিভাগ থেকে বেছে নেওয়া হবে মোট ১০ টি সেরা রচনা। ফাইনাল পর্বের জন্য মোট ৩০ টি রচনা সিলেক্টেড হবে। যারা নির্বাচিত হবেন, তাঁদের ফাইনাল পর্বের জন্য ডাকা হবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান অফিসে। নির্বাচিত ছাত্রছাত্রীরা বিদ্যাসাগর ভবনের রবীন্দ্র মিলন মঞ্চে উপস্থিত হবেন। ফাইনাল পর্বটি আয়োজিত হবে আগামী ২১ অক্টোবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button