WBCHES – জুন মাসেই মিলবে HS এর বাংলা, ইংরেজিসহ আরও নানা ভাষার বই! কীভাবে ফ্রীতে PDF ডাউনলোড করবেন দেখুন

এ বছর থেকে উচ্চ মাধ্যমিক (WBCHES) সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। যেহেতু এটা সম্পূর্ণ নতুন পদ্ধতি, তাই অনেক পরিবর্তন হয়েছে পাঠ্যপুস্তকেও এমনকি সিলেবাসেও। শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়া প্রত্যেকের এই নতুন সেমিস্টার পদ্ধতিতে অভ্যস্ত হওয়ার জন্য বেশ অনেকটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

WBCHES The Language Books will be Release in June

প্রসঙ্গত, ৮ জুন উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে এবং তারপর থেকে স্কুলগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে এখন শেষের মুখে। এদিকে নতুন পাঠ্যপুস্তক এখনো বাজারে এসে পৌঁছায়নি যার জন্য শিক্ষক শিক্ষিকারা অনলাইনের মাধ্যমে ক্লাস করাচ্ছেন (WBCHES).

কিন্তু যেহেতু এটি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে পড়াশোনা চালু হবে তাই সে পদ্ধতিতে বই ছাড়া অনুসরণ করতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। যেহেতু, উচ্চ মাধ্যমিক স্তরে ইংরেজি, বাংলা-সহ মোট ৬টি ভাষা রয়েছে (WBCHES).

তার মধ্যে সাঁওতালি ও উর্দু ছাড়া প্রত্যেকটি ভাষার প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে। তাই বই ছাপানো, সাথে সেটা বিভিন্ন ক্ষেত্রে পর্যবেক্ষণ করা, প্রুফ রিডিং সব মিলিয়ে অনেক নিয়মের মধ্যে যেতে হয় একটা বই বাজারে আসার আগে। এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার (WBCHES).

এমনটাই জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। বাংলা, ইংরেজি-সহ বিভিন্ন ভাষার বই পেতে জুন মাসের তৃতীয় সপ্তাহ হয়ে যাবে। তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনেক ভেবে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বৃহস্পতিবারের মধ্যে সমস্ত ভাষার বইয়ের পিডিএফ কপি আপলোড হয়ে যাবে (WBCHES).

সেখান থেকে পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকারা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। আর এই ডাউনলোডের জন্য কোন রকম মূল্য লাগবে না অর্থাৎ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা (WBCHES).

এই প্রসঙ্গে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সুবিধার্থে সংসদের তরফ থেকে পিডিএফ কপি আপলোড করে দেওয়া হচ্ছে। ‌যেহেতু বই পেতে সামান্য দেরি হতে পারে (WBCHES).

সম্পূর্ণ বিনামূল্যে সংসদের ওয়েবসাইট থেকে এই পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে সকলেই।” একটি বই পড়ুয়াদের হাতে আসার আগে অনেক নিয়ম কানুন থাকে সে বইটিকে বাজারজাত করার আগে পর্যন্ত। প্রকাশকদের কাছে লেখা আসার পর প্রথমে বইটি যায় শিক্ষা দফতরের কাছে।

সেখান থেকে বইটি যায় এই রাজ্যের টেক্সটবুক কর্পোরেশনের কাছে। এরপর বইটিকে প্রুফ রিডিং-এর জন্য পাঠানো হয়। সেখান থেকে আবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে আসে সংশোধনের জন্য। তার পর সেখান থেকে আবার যায় শিক্ষা দফতরের কাছে।‌

সেখান থেকে সমস্ত জেলার ডিআই-দের কাছে। সেখান থেকে তা স্কুলে-স্কুলে পৌঁছে দেওয়া হয়। গোটা প্রক্রিয়া বেশ খানিকটা সময়সাপেক্ষ বলে মনে করছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকেরা (WBCHES).

যেহেতু এবারের সেমিস্টার পদ্ধতি নতুন তাই নতুন ভাবে বইগুলোকে প্রক্রিয়াকরণ করা নতুনভাবে বইগুলোর সিলেবাস থেকে শুরু করে পাঠ্যসূচি এবং বইয়ের বিষয়বস্তু সম্পূর্ণ নতুনভাবে পরিচালিত করা হচ্ছে বলে আরেকটু বেশি সময় লাগছে বলে মনে করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, ইতিমধ্যে ৫২টি অন্যান্য বিষয়ের বই বাজারে আসতে শুরু করেছে। আশা করা যাচ্ছে জুনের তৃতীয় সপ্তাহের মধ্যে সমস্ত বই বাজারে এসে যাবে এবং বাজারে আসলে খুব দ্রুত পড়ুয়াদের হাতেও সেই বই পৌঁছে যাবে (WBCHES).

2024 এ কলেজে ভর্তি হওয়ার আরও সহজ হয়ে উঠেছে! কবে থেকে ভর্তি শুরু? কীভাবে ফর্ম ফিলাপ করবেন জানুন

বই না থাকার জন্য অনলাইনেও ঠিক মতন ক্লাস করাতে পারছিলেন না শিক্ষক শিক্ষকেরা। পড়ুয়ারা বই হাতে না পাওয়ায় বিষয়বস্তু বুঝতে অনেকটাই সমস্যা হচ্ছিল তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই অভাবনীয় সিদ্ধান্তের জন্য শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়া সকলেই এই ব্যবস্থার প্রশংসা করছেন (WBCHES).

এই প্রসঙ্গে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, “বই না থাকায় ছাত্রছাত্রীরা, সর্বোপরি শিক্ষকরাও যথেষ্ট পরিমাণে অসুবিধায় পড়েছে। নতুন পাঠ্যক্রম ও সিমেস্টার পদ্ধতির জন্য পড়ুয়াদের স্বার্থে সংসদের এই সিদ্ধান্ত প্রশংসনীয়।”

IMG 20240527 WA0003

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, “বইয়ের অভাবে অনলাইনে ক্লাস করাতে পারছে না বহু স্কুল। অন্যান্য বইও সে ভাবে পাওয়া যাচ্ছে না বাজারে। আমরা শিক্ষা সংসদকে অনুরোধ করেছিলাম বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে। তাই পিডিএফ আপলোড করছে সংসদ। এতে কিছুটা হলেও উপকার হবে ছাত্র-ছাত্রীদের।”

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তক গুলোর পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই পড়ুয়ারা এবং শিক্ষক-শিক্ষিকারা। বিশেষ করে বিনামূল্যে এই ডাউনলোড করা যাচ্ছে বলে অনেকটাই সুবিধা হয়েছে (WBCHES).

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে পাবেন? SVMCM Scholarship Status Check বা কবে টাকা ঢুকবে দেখে নিন।

এই কয়েক সপ্তাহের আপাতকালীন সময়ের জন্য এই পিডিএফ অনেকটাই সুবিধা এনে দেবে পড়াশুনার ক্ষেত্রে। কারণ একজন শিক্ষক বা শিক্ষিকা যতই মৌখিকভাবে বিষয়বস্তু বুঝিয়ে দিক না কেন পড়ুয়ার হাতে যদি সেই বিষয়ের পাঠ্যপুস্তকটি না থাকে তাহলে বোঝানো বিষয়বস্তু ঠিক মতন আয়ত্ত হয় না (WBCHES).

তাই পিডিএফ থাকলে অনেকটাই সহজ ও সরল হয়ে যাবে বইয়ের বিষয়বস্তু বোধগম্য হওয়া। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে করা এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন পড়ুয়ারা ও শিক্ষক শিক্ষিকারা (WBCHES).

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button