Madhyamik Result 2023 – 19শে মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এবারে সবাই পাশ? অপেক্ষার শেষে বিরাট সুখবর।

আগেই জানা গিয়েছিল চলতি মে মাসের মধ্যেই মাধ্যমিকের ফল ঘোষণা (Madhyamik Result 2023) করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, যত শীঘ্রই সম্ভব এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করে দেওয়া হবে। মে মাসের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ব্যাপারে রীতিমতো সমস্ত প্রক্রিয়া নেওয়া হয়ে গিয়েছে। আর এরপরেই এদিন জানা গেল, আগামী ১৯ মে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। টুইট করে এই ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Madhyamik Result 2023 Result Out On 19 th May.

১৯ মে সকাল ১০টায় প্রথমে সাংবাদিক বৈঠক হবে। তারপরেই হবে মাধ্যমিকের ফল ঘোষণা (Madhyamik Result 2023). বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল, ১৫,১৬ বা ১৭ই মে নাগাদ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে পারে পর্ষদ। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে বারে বারে জানানো হচ্ছিল, মে মাসের মাঝামাঝি সময়েই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

মাধ্যমিক পরীক্ষার ১০০ শতাংশ মূল্যায়ন এবং সমস্ত প্রক্রিয়াসম্পন্ন করা হয়েছে। ফলে যত শীঘ্র-সম্ভব পর্ষদের তরফে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। এই বছর ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। প্রায় ৭ লক্ষ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দেন। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এবারও মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Result 2023) যথেষ্ট পাশের হার থাকতে পারে।

এর আগের বছর মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট বেশি পরিমাণে পাশের হার ছিল। তবে এবারও তার কোনো অন্যথা হবে না বলেই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অন্যান্য বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্যের ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় নম্বর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটু আধটু ভুল থাকলেও তাকে গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হতে পারে (Madhyamik Result 2023).

তবে যে পরীক্ষার্থী একেবারে সাদা খাতা দিয়েছে বা সম্পূর্ণ ভুল লিখেছে, তাকে পাশ করানো সম্ভব নয়। আর এরপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজ্যজুড়ে, তাহলে এবারের মাধ্যমিক পরীক্ষাতেও যথেষ্ট বেশি পরিমাণে পাশের সংখ্যা থাকতে পারে। তবে আগামী ১৯ মে ফলাফল ঘোষণা হলেই তা স্পষ্ট হয়ে যাবে। ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ১০ দিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।

bratya basu twet
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর করা টুইট

আর তারপরেই ১০ মে শিক্ষামন্ত্রী টুইট ( Madhyamik Result 2023 Published Tweet Education Minister) করে জানালেন, ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এবারের মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত নেওয়া হয়েছিল। প্রযুক্তিকেও ব্যবহার করা হয়েছিল পর্ষদের তরফে। যাতে কোথাও কোনো পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়। নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবার ছিল ফলাফল প্রকাশ হওয়ার পালা।

পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে আরও চাপে রাজ্য সরকার, নতুন কর্মসূচী ঘোষণা হলো।

পড়ুয়া থেকে অভিভাবক, সকলেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। কবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result 2023) প্রকাশিত হবে? অবশেষে জানা গেল, আগামী ১৯ মে সকাল ১০টায় পর্ষদের তরফে প্রথমে সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে মাধ্যমিকের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগইন করলে তার ফলাফল স্ক্রিনে দেখা যাবে।

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশ করলে পাবেন এই 5টি স্কলারশিপ। আবেদন করলেই পড়াশোনার খরচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button