WBBSE Madhyamik Geography Suggestion 2023 – মাধ্যমিক ভূগোল সাজেশন। Part-2.

WBBSE Madhyamik Geography Suggestion 2023, মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩। Get West Bengal Board Of Secondary Education Madhyamik Geography Suggestion 2023. পার্ট-২। West Bengal Madhyamik Geography suggestion Full syllabus – 2023.

Madhyamik Geography Suggestion 2023 – মাধ্যমিক ভূগোল সাজেশন

Geography Suggestion 2023 – এর পার্ট – 2 দেখে নেওয়া যাক। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তৈরি এই সাজেশন অনুসারে নিজেকে তৈরি করুন। এগুলি তৈরি করলে নম্বর নিয়ে ভাবতে হবে না। Geography Suggestion 2023 – এর পার্ট – 1 ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। লিঙ্ক দেওয়া থাকবে নিচে। ক্লিক করে দেখে নিন।

আজকের আলোচনায় থাকবে Geography Suggestion 2023 – এর পার্ট – 2.
এক্ষেত্রে আজকে 3 নম্বরের প্রশ্ন গুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। আগের প্রতিবেদনে আলোচনা করা হয়েছিল 5 নম্বরের প্রশ্ন গুলি।
1.নদীর ক্ষয়ের বিভিন্ন প্রক্রিয়া লেখ।
2. অবরোহণ ও অরোহণের পার্থক্য লেখ।
3. নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূলপরিবেশ সৃষ্টি কারণ লেখ।

4. পার্বত্য প্রবাহে ‘ভি’ এবং ‘আই’ – আকৃতির উপত্যকা গঠিত হয় কেন?
5. জলপ্রপাতের পশ্চাৎ পশারণ বলতে কী বোঝো।
6. গিরিখাত ও ক্যানিয়ন পার্থক্য।
7. হিমবাহের ক্ষয়ের প্রক্রিয়া লেখ।

8. রসে-মতানে ও ড্রামলিন এর পার্থক্য লেখ।
9. মহাদেশীয় ও উপত্যকা হিমবাহের পার্থক্য।
10. মরুকরণের কারণ ও প্রতিরোধের উপায়।
11. পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য।

মাধ্যমিক পাশ করলেই কেন্দ্রীয় সরকারি চাকরি, একসাথে প্রচুর নিয়োগ, আবেদন করতে ক্লিক করুন।

12. জিওগেন ও ইজারডং পার্থক্য।
13. ট্রপোস্ফিয়ার ও টাস্কপিয়ার পার্থক্য।
14. মরুকরণের কারণ ও প্রতিরোধের উপায় লেখ।

15. ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার কমে যাওয়ার কারণ লেখ।
16. বায়ু উত্তপ্ত হবার পদ্ধতি আলোচনা করে লেখ।
17. ওজোন স্তরের গুরুত্ব বিন্যাস এর কারণ কি?
18. বিশ্বায়নের প্রভাব লেখ।

WBBSE মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩। Part-1.

19. জেট বায়ু কি ও বৈশিষ্ট্য লেখ।
20. বায়ুর চাপ বলয় এর সীমানা পরিবর্তনের কারণ উল্ল্যেখ কর।
21. মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখ।
22. ভরা ও মরা কোটাল এর পার্থক্য উল্লেখ কর।
23. নিউ ফাউন্ডেল্যান্ড সৃষ্টির কারণ।

আমাদের পরবর্তী প্রতিবেদনে থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। এছাড়াও অন্যান্য বিষয়ে ৯০% এর বেশি কমন পেতে নজরে রাখুন আমাদের ওয়েবসাইট। এছাড়াও বিভিন্ন রকমের সরকারি ও বেসরকারি স্কলারশিপ, চাকরী সংক্রান্ত তথ্য পাবেন ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button