Madhyamik HS Result – মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে বড় আপডেট! কবে দেবে রেজাল্ট?
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুটিই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা স্কুলজীবনের। উচ্চশিক্ষার জন্য এই পরীক্ষা দুটির ফলাফল (Madhyamik HS Result) বিশেষ তাৎপর্যপূর্ণ। তাই এই দুটি পরীক্ষার ফলাফল নিয়ে বেশ উচ্ছসিত থাকে পরীক্ষার্থীরা। প্রায় একমাসের মতন হয়ে গেলো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। রেজাল্ট বেড়াবার সময়ও হয়ে এলো। গত বছর পরীক্ষা শেষের তিনমাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল। এবছর তেমনি হবার কথা শোনা যাচ্ছিল।
WBBSE Big Update About Madhyamik HS Result in 2024
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ রা ফেব্রুয়ারি আর শেষ হয়েছিল ১২ই ফেব্রুয়ারি। গত বছর রেজাল্ট (Madhyamik HS Result) প্রকাশিত হয়েছিল ১৯ মে। এছাড়া উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি আর শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। এবছর প্রায় ৮ লাখ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (Madhyamik HS Result) বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গত বছর যেমন ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়েছিল এবারও কানাঘুষো তেমনটাই শোনা যাচ্ছিল। ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে জানালো রাজ্য শিক্ষা দপ্তর?
রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর তিনমাসের মধ্যেই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। আগামী ১৯শে এপ্রিল থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন। চলবে ১লা জুন পর্যন্ত। নির্বাচনের মধ্যে রেজাল্ট (Madhyamik HS Result) প্রকাশ করা সম্ভব নয়।
উচ্চমাধ্যমিক পরীক্ষা আর হবেনা! বরং পরীক্ষা হবে নতুন পদ্ধতিতে। কীভাবে জেনে নিন।
তবে মে মাসের শেষের দিকে সম্ভাবনা রয়েছে রেজাল্ট (Madhyamik HS Result) প্রকাশের। এই প্রসঙ্গে চিরঞ্জীবী ভট্টাচার্য্য সংবাদমাধ্যমে জানিয়েছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট প্রকাশ করা হতে পারে। এখনো নির্দিষ্ট কোনো তারিখ বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
এছাড়া ইলেভেনের রেজাল্ট খুব তাড়াতাড়ি ঘোষনা করা হবে। জানা যাচ্ছে ইলেভেনের সব পড়ুয়াকেই পাশ করিয়ে দেওয়া হবে। যদি কোনো ছাত্র ছাত্রী কোনো বিষয়ে পাশ না করে তাহলেও অভিভাবকের সাথে কথা বলে ছাত্র ছাত্রীকে পরিবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হবে। অন্যদিকে মাধ্যমিকের ফলাফল মে মাসের মধ্যে প্রকাশিত করা হবে।
প্রতিমাসে পাবেন 3000 টাকা করে। আবেদন করুন প্রধানমন্ত্রী স্কলারশিপে।
ব্রাত্য বসু বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই বলেছেন। তবে সম্ভাব্য তারিখ এখনোও ঘোষনা করা হয়নি। যদিও রেজাল্ট (Madhyamik HS Result) প্রকাশের আশায় অপেক্ষারত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। একদিকে চাপা টেনশন অন্যদিকে রেজাল্ট প্রকাশের আনন্দ নিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানা যাচ্ছে।