WBBPE TET – আদালতের নির্দেশে 58 হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ।

রাজ্যের প্রাইমারি টেট পরীক্ষার্থীদের (WBBPE TET 2023) জন্য আরো একবার সুখবর প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতের কাছে করা এক মামলার বিরুদ্ধে এবার আবারো জয়লাভ করলেন টেট পরীক্ষার্থীরা। তাদের স্বপক্ষে শুনানি দিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষা পরিষদকে নির্দেশ দিল রাজ্যের প্রাইমারি স্কুল গুলিতে আবারো নতুন শুন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরম্ভ করার।

WBBPE TET Recruitment in 56 Thousand Posts

মোট ৫৮ হাজার শুন্য পদে নিয়োগ হতে চলেছে এক্ষেত্রে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনিতেই ২০২৩ সালে প্রাইমারি টেট পরীক্ষার দিনক্ষণ (WBBPE TET Exam date) স্থির হয়ে গেছে। আগামী ১০ই ডিসেম্বর এই পরীক্ষা। এর আবেদনের কাজও শেষ। তারই মধ্যে আবারো নতুন করে ৫৮ হাজার শূন্য পদ আবিষ্কার করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

উৎসবের মাসে রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক এরকম উপহার পেয়ে যথেষ্ট খুশি WBBPE TET তথা বেকার চাকরিপ্রার্থীরা।
পশ্চিমবঙ্গে শেষবার পর্ষদ মারফত টেট পরীক্ষা গ্রহণ করা হয়েছিল গত বছরের ১১ই ডিসেম্বর তারিখে। পরীক্ষা শেষ হওয়ার পর পর্ষদ কর্তৃক এক রিপোর্টে জানানো হয়েছিল যথেষ্ট সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় পরীক্ষা। পরীক্ষার হলে কড়া নিরাপত্তা থাকায় কোন রকম দুর্নীতি ঘটতে পারেনি।

WBBPE TET Exam Result

এই পরীক্ষার রেজাল্টও প্রকাশ পেয়েছে চলতি বছরেই। যাতে দেখা গেছে মোট দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবারের প্রাইমারি টেটে। কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়নি এই বছরের। এটা নিয়ে তখন অভিযোগ তোলেন ছাত্র ছাত্রীরা। তারা হাইকোর্টের দ্বারস্থ হন। এই পরীক্ষা নিয়ে কেস এখনো বিচারাধীন রয়েছে কোর্টে।

সেই সঙ্গে গত ২০১৭ সালের প্রাইমারি টেটেরও মামলা শেষ হয়নি এখনো পর্যন্ত। তাই পুরনো বছরের নিয়োগ প্রক্রিয়াগুলি সম্পন্ন না হওয়া পর্যন্ত কিভাবে নতুন নিয়োগ করছে পর্ষদ? এই নিয়ে প্রশ্ন জাগে টেট পরীক্ষার্থীদের মনে। এবং তারা বিষয়টিকে দাখিল করে হাইকোর্টের কাছে। সেই মামলারই পক্ষে এক শুনানি দিল এবারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET Exam)

WBBPE TET Case নিয়ে আদালতের নির্দেশ

গত বুধবার সংশ্লিষ্ট বিষয় নিয়ে মামলাটি ওঠে হাইকোর্টে বিচারপতিদের ডিভিশন বেঞ্চে। পরীক্ষার্থীরা জানিয়েছেন ২০২৩ সালের প্রাইমারি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আগামী ১০ ডিসেম্বর এই পরীক্ষা। কিন্তু যেখানে ২০১৭ এবং ২০২২ সালের নিয়োগ তালিকা এখনো প্রকাশ করা হয়নি সেখানে নতুন কোন নিয়োগ কিভাবে সম্পূর্ণ করা হবে? হাইকোর্ট বিষয়টিকে খতিয়ে দেখে।

আরও পড়ুন, Google Pay গ্রাহকদের 15000 টাকা করে দিচ্ছে। মোবাইলের মাধ্যমে এক ক্লিকেই টাকা পাবেন।

তারপর সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে এর শুনানি ঘোষণা করেন তারা। প্রাথমিক শিক্ষা পর্ষদ কে তলব করা হয় আদালতে। সেখানে পর্ষদের তরফ থেকে পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর চায় আদালত। পর্ষদকে নির্দেশ দেওয়া হয়, যত দ্রুত সম্ভব ২০১৭ এবং ২২ সালের নিয়োগ তালিকা প্রস্তুত করার জন্য। আগামী ৩ নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আদেশ জানিয়েছে কোর্ট।

আরও পড়ুন, এবারের প্রাইমারী টেট পরীক্ষায় পাস করার সহজ উপায়। পশ্চিমবঙ্গে শিক্ষক হতে চাইলে অবশ্যই দেখুন

সেই সঙ্গে আরো ৫৮ হাজার অতিরিক্ত শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া করার কাজও শুরু করতে বলা হয়েছে নির্দেশানুসারে। ফলে সব মিলিয়ে বেজায় খুশি এখন প্রাইমারি টেট পরীক্ষার্থীরা। কারণ হাইকোর্ট তাদের স্বপক্ষেই শুনানি দিয়েছে। আপডেট পেতে সুখবর বাংলা ফলো করুন।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button