Primary TET মামলায় দুর্নীতির শিকড় ধরতে বাতিল শিক্ষকদের গোপন জবানবন্দী। 32000 শিক্ষকের ডাক পড়বে? প্রস্তুতি শুরু।

রাজ্যে প্রাথমিক তথা Primary TET থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তরেরও শিক্ষক শিক্ষিকা নিয়োগে দুর্নীতির মামলা চলছে বহুদিন ধরে। কোর্ট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা একাধিকবার তদন্ত চালিয়েছে এই বিষয় নিয়ে। যার ফলে এখনো পর্যন্ত ফাঁস হয়েছে এমন অনেক গোপন তথ্য যেগুলি সম্পর্কে আমরা অনেকেই ভাবতেও পর্যন্ত পারিনি। সম্প্রতি সিবিআই তদন্তে প্রকাশিত হলো এই নিয়োগ মামলার আরও একটি দিক যা আমাদেরকে সচেতন করে দিল রাজ্যের কিছু দূর্বৃত্ত মানুষদের এবং তাদের প্রতি সরকারের উদাসীনতার সম্পর্কে।

WBBPE Primary TET case update

Primary TET 2014 এর শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আদালতের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছিল চার শিক্ষককে। এদের নাম হল সাইগাল হোসেন, সীমার হোসেন, জাহির উদ্দিন শেখ এবং সৌগত মন্ডল। কিছুদিন আগেই অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করা হয় এদেরকে আদালতের পক্ষ থেকে।

জামিন দেওয়ার আগে এই চারজন শিক্ষকের মধ্যে একজনকে ডেকে আদালত জিজ্ঞেস করে যে Primary TET মামলায় তারা কি গোপন সাক্ষ্য প্রমাণ দেয়ার জন্য রাজি আছেন। আর তখন তারা বলেন যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্পূর্ণভাবে নির্দোষ তারা। তাদেরকে শুধু শুধু গ্রেফতার করে আনা হয়েছে এখানে। তাই আদালত হোক কিংবা সিবিআই সবার যে কোন তদন্তেই তারা পাশে থাকতে রাজি আছেন।

আরও পড়ুন, সমস্ত ব্যাংকে সেভিংস একাউন্টের মিনিমাম ব্যালান্স বেড়ে গেল। জরিমানা এড়াতে জেনে নিন।

চারজন শিক্ষকের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য এদিন আদালতের বাইরে জানান, “আদালতের তরফ থেকে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কেউ Primary TET মামলায় গোপন জবানবন্দি দিতে ইচ্ছুক কিনা। তাদের মধ্যে একজন বলেছিল যে হ্যাঁ তারা এতে ইচ্ছুক। আর তখন আদালত জানায় যে যেহেতু এরা আইনের কাজে পূর্ণভাবে সহযোগিতা করতে রাজি তাই এদেরকে শুধু শুধু আটকে রাখার আর কোন কারণ হয় না। এই শর্তেই জামিন দেওয়া হয় সেই চারজন শিক্ষককে।”

ICDS Anganwadi Recruitment - অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ।

যদিও সিবিআই তদন্ত মারফত খবর উঠে এসেছে যে এই চারজন শিক্ষকও Primary TET চাকরিতে নিয়োগ পেয়েছেন দুর্নীতির দ্বারাই। এদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তাপস মন্ডল এর। তার কাছে ই দফায় দফায় ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন এই চারজন শিক্ষক। এমনকি কে কত টাকা দিয়েছিল সেই হিসাবও রয়েছে সিবিআই এর কাছে।

আরও পড়ুন, পহেলা সেপ্টেম্বর থেকে বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। মন্ত্রীসভায় সিদ্ধান্ত।

কত টাকা দিয়ে চাকরী পেয়েছেন?

সাইগল হোসেন, সীমার হোসেন, জাহির উদ্দিন শেখ এবং সৌগত মন্ডল যথাক্রমে দিয়েছিলেন ৬ লাখ, ৫ লাখ, ৫ লাখ ৫০ হাজার এবং ৫ লাখ ৫০ হাজার টাকা। এছাড়াও সূত্র মারফত আরও এক গোপন খবর পাওয়া গেছে যেটি হল, তাপস মন্ডল তার দলের আট জন সদস্যকে দিয়ে মোট ১৩৬ জনের থেকে ঘুষ আদায় করেছিলেন। তার নেওয়া এই ঘুষের পরিমাণ ছিল সব মিলিয়ে মোট ৩ কোটি ৮৯ লক্ষ ৮৫ হাজার টাকা।

আরও পড়ুন, পুজোর আগে সমস্ত রাজ্যবাসীকে বিনামূল্যে রান্নার গ্যাস দেবে রাজ্য সরকার।

আর এখানেই শেষ নয়। তাদের সুত্র ধরে আরও প্রচুর নামের খোঁজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। জেহানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, এই সুত্র ধরে অনেক উপরতলা পর্যন্ত খোঁজ মিলতে পারে। আর এই লিস্টে বহু নাম আসবে Primary TET 2014 এর ৩২০০০ বাতিল প্রাথমিক শিক্ষকদের প্যানেল থেকে। আর সংবাদ সুত্রে জানা যাচ্ছে সেই সংখ্যাটি নেহাত কম নয়। এবং ইতিমধ্যেই CBI এর কাছে একটি তালিকা এসেছে, যেটি ক্রমশ প্রকাশ্য। আর এই তালিকা প্রকাশ হলে নাকি ৩২০০০ এর মধ্যে একটি বড় অংশ এই তালিকায় উঠে আসবেন। আপডেট আসছে।
সুখবর বাংলা ফলো করুন।
Written by Nabadip Saha.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button