WBBPE Notice

পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি কান্ড সর্বজনবিদিত। দিনের পর দিন একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।‌ নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরিও বাতিল হয়েছে বহু অযোগ্য প্রার্থীর। প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) বারংবার আদালতে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে।

আর সেই জমা হওয়া তথ্যগুলির সাপেক্ষে এগিয়েছে তদন্ত। সম্প্রতি আদালতে ফের তথ্য জমা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ(WBBPE). সবমিলিয়ে প্রায় ১৪৫৯ জন প্রার্থীর তথ্য প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিশেষ করে এই সকল প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে।

14052 শূন্যপদে রাজ্যে আপার প্রাইমারি নিয়োগ শুরুর নির্দেশ হাইকোর্টের! ঠিক দুমাসের মধ্যে চাকরি পাবেন প্রার্থীরা

১৪৫৯ জন প্রার্থীর নাম প্রকাশ করলো WBBPE

সূত্রের খবর, সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের(WBBPE) তরফে এক হাজারের অধিক শিক্ষক-এর নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় আছে সর্বমোট ১৪৫৯ জন শিক্ষকের নাম। তবে শুধুমাত্র নাম নয়, এই সকল শিক্ষকদের আরো কিছু তথ্য জমা করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)-কে। প্রধানত ২০১৪ সালের প্রাইমারি টেটের দ্বারা ২০১৭ সালে যে নিয়োগ হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য জমা দিতে হবে সিবিআইকে।

নিয়োগ দুর্নীতি তদন্তের প্রয়োজনে ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি সাপেক্ষে প্রাথমিক শিক্ষক হিসেবে যারা নিয়োগ পেয়েছিলেন সেই ১৪৫৯ জন শিক্ষকদের সম্পর্কে তথ্য প্রদান করতে নির্দেশ দেওয়া হল জেলা স্কুল পরিদর্শককে।

তালিকায় নাম থাকা ১৪৫৯ জন শিক্ষকদের বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। যেমন এই শিক্ষকদের পিতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষকরা যে স্কুলে নিয়োগ পেয়েছেন সেই স্কুলের নাম, বোর্ডের সুপারিশ পত্র, এই সমস্ত কিছু সিবিআই প্রকাশ করার নির্দেশ দিয়েছে। নিয়োগ দুর্নীতি তদন্তের জন্য এই তথ্যগুলি পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন করে আধার কার্ড পাবেন জনতা! 9.3 লাখ মানুষের জন্য বড় ঘোষণা! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শিক্ষকদের জন্য বিজ্ঞপ্তি জারি করল WBBPE

ইতোমধ্যে পর্ষদের তরফে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। আর সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তালিকায় নাম উল্লেখ থাকা শিক্ষকদের অন্যান্য তথ্যগুলি জমা দিতে হবে।

অর্থাৎ তালিকায় নাম থাকা ১৪৫৯ জন শিক্ষক তাঁদের তথ্যগুলি জমা দেবেন একটি নির্দিষ্ট ইমেল আইডি মারফত। এই বিষয়ে আরো বলা হয়েছে, বোর্ডের উল্লেখিত মেল আইডি মারফত আপনাদের তথ্য জমা করতে হবে। আপনারা এই তথ্য সাবমিট করবেন ২৯ আগস্টের মধ্যে। এছাড়া এই বিষয়ে আরো জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিন।