Upper Primary Recruitment

রাজ্যে আপার প্রাইমারির নিয়োগে সবুজ সংকেত হাইকোর্টের(Upper Primary Recruitment). দীর্ঘ আট বছর পর অবশেষে কাটতে চলেছে জটিলতা। অবশেষে ১৪ হাজার শূন্যপদ পূরণে তৎপর হচ্ছে রাজ্য সরকার(Upper Primary Recruitment). স্বস্তি পেলেন হাজার হাজার চাকরিপ্রার্থী যুবক-যুবতি। ঠিক দু-মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অতএব খুব শীঘ্রই ১৪ হাজার চাকরি প্রার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা জোরালো হলো।

WB Upper Primary Recruitment 2024

রাজ্যে উচ্চপ্রাথমিকের নিয়োগ নিয়ে বহুদিন ধরে চলছে জটিলতা(Upper Primary Recruitment). নিয়োগের সুফল দেখতে পাচ্ছেন না রাজ্যের সমস্ত অপেক্ষারত চাকরি প্রার্থীরা। এরই মাঝে নিয়োগ দুর্নীতি প্রকট হওয়ার কারণে বারংবার পিছিয়ে যায় প্রাথমিক উচ্চ প্রাথমিকের নিয়োগ। ইতোমধ্যে চাকরি বাতিল হয়েছে বহু প্রার্থীর।

উচ্চ প্রাথমিকে শিক্ষক -শিক্ষিকা নিয়োগ নিয়ে মামলার রায়দান স্থগিত রেখেছিল ডিভিশন বেঞ্চ। কিন্তু গত ১৮ জুলাই শেষ হয় এই মামলার শুনানি। গত বছরের 23 আগস্ট ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদের জন্য ১৩ হাজার ৩৩৪ জনের মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।

নতুন করে আধার কার্ড পাবেন জনতা! 9.3 লাখ মানুষের জন্য বড় ঘোষণা! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

এর আগে গত বছরের ৬ নভেম্বর থেকে শুরু করে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথম দফায় ৮ হাজার ৯০০ জন এমপ্যানেলড প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয়েছে। কিন্তু তারও আগে চূড়ান্ত অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ থাকায় ২০২০-র ১১ ডিসেম্বর কলকাতা হাইকোর্টে বাতিল হয়ে যায় প্রথম বারের নিয়োগ প্যানেল।

সম্প্রতি আদালতের নির্দেশের পর এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, অবশেষ উচ্চ প্রাথমিকের নিয়োগ জটিলতা কাটলো। শূন্যপদে দ্রুত নিয়োগ হবে। আর সেই খবর শুনেই স্বস্তিতে রাজ্যের চাকরিপ্রার্থী তরুণ -তরুণীরা।

Upper Primary Recruitment Case on Highcourt

সূত্রের খবর, এর আগে কমিশন যে সকল প্রার্থীর নিয়োগ বাতিল হয়েছিল, তাঁদের আবার যুক্ত করে নতুন এক মেধাতালিকা‌ প্রস্তুত করে সেটি প্রকাশ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগের মেধাতালিকায় বাদ পড়েন ১ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী।

বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের‌ নির্দেশ, ১৪৬৩ জন প্রার্থী সমন্বিত নতুন নিয়োগের প্রক্রিয়াটি শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।আদালতের স্পষ্ট নির্দেশ, স্কুল সার্ভিস কমিশন(SSC) ফাইনাল লিস্টটি যেন প্রকাশ করে আগামী চার সপ্তাহ মধ্যে। তারপর শুরু হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং।

সরকারি কর্মীরা পাবেন মাসে 18,000 টাকা! নতুন নিয়ম সরকারের! খুশির খবর জানুন

ইতিমধ্যে যে কাউন্সিলিং হয়েছে, তার মধ্যে সংযুক্ত করেই নতুন প্যানেলটি প্রকাশ করতে হবে। এরপর প্রয়োজন বুঝে স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং শুরু করবে। তারপর অবিলম্বে বিলি করা শুরু হবে সুপারিশপত্র। মোট কথা, শিক্ষক শিক্ষিকারা যাতে দ্রুত নিয়োগপত্র হাতে পেয়ে কাজে যোগ দিতে পারেন, সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। দীর্ঘ সময় ধরে আদালতে আটকে ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলা।অবশেষে আট বছর পর খুশির খবর পেতে চলেছেন উচ্চপ্রাথমিক চাকরিপ্রার্থীরা।