WB TET Case – SSC তে নয়া দুর্নীতি মামলা, নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের, Latest News.
WB TET Case – কবে প্রকাশিত হবে নতুন মেধা তালিকা?
SSC নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক নয়া তথ্য উঠে আসছে (WB TET Case)। আর এবার আদালতের দ্বারস্থ হয়েছেন নবম এবং দশম শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে মেধাতালিকায় থাকা প্রার্থীরা। এ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিলেন নয়া নির্দেশ। মেধা তালিকা পুনরায় প্রকাশ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই নবম দশম শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে নম্বর বিভাজন-সহ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু অভিযোগ, SSC এর এই শিক্ষক নিয়োগে সংরক্ষণের নিয়ম মানা হয়নি (WB TET Case)। মেধা তালিকায় রাখা হয়েছে গরমিল। মেধাতালিকায় নাম না থাকা এবং তালিকার নীচের দিকে থাকা বেশ কয়েকজন চাকুরী প্রার্থীর নাম উপরে উঠে আসার অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ করেন চাকরিপ্রার্থীদের একাংশ।
পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ এর দাবীতে পথে নামছে, সরকারী কর্মী সংগঠন
মামলাকারীরা দাবি জানান নতুন করে মেধাতালিকা প্রকাশের জন্য। এরপরই গত ২৯ জুলাই বিচারপতি গঙ্গোপাধ্যায় আগামী ১৬ অগাস্টের মধ্যে মেধা তালিকা পুনরায় প্রকাশের নির্দেশ দেন। পাশাপাশি সরাসরি প্রশ্ন করেন। কি সেই প্রশ্ন? (WB TET Case)
বিচারপতি প্রশ্ন করেন, নির্দিষ্ট অনুপাতের বাইরে অতিরিক্ত কাদের ডাকা হয়েছিল ইন্টারভিউতে? এই অতিরিক্ত প্রার্থীদের মধ্যে কারা নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন ? তাও জানতে চাওয়া হয়। কেন এখনও এসএসসির ডেটারুম খুলছে না তা জানতে চান। এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, সর্বোচ্চ বেতন ৯২,১০০ টাকা