Teacher Recruitment: জটিলতা কাটল! রাজ্যে প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগ শুরু! মাসিক বেতন 12,000/- টাকা! জানুন বিস্তারিত

আপনি কি একজন চাকরিপ্রার্থী? অনেকদিন ধরে চাকরির খোঁজে রয়েছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য (Teacher Recruitment) পুজোর পরেই রাজ্যে প্রচুর পদে শিক্ষক নিয়োগ শুরু হল। বিভিন্ন বিষয়ের শিক্ষক পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আপনারা যারা এই নিয়োগে আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁরা আজকের প্রতিবেদন অবশ্যই মন দিয়ে পড়ে নেবেন।

এই নিয়োগের ক্ষেত্রে কোন কোন যোগ্যতা প্রয়োজন, শিক্ষক পদে কত বেতন পাবেন প্রতিমাসে, কিভাবে আবেদন জানাবেন ও আবেদন জমা দেওয়ার সময়সীমা কবে পর্যন্ত? এই বিষয়ে আরও ডিটেলসে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিতে হবে।

WB Teacher Recruitment 2024

১) ভ্যাকেন্সি ডিটেলস

রাজ্যের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রচুর পদে শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। আপনারা যারা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা প্রতিবেদনটি পড়ে নেবেন। সম্প্রতি এই নিয়োগ সম্পর্কিত একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। অতিথি শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সম্পর্কে প্রত্যেকটি তথ্য চাকরিপ্রার্থীদের অবশ্যই জেনে নেওয়া জরুরী।

A) রসায়ন (Chemistry, TGT) শিক্ষক:

উচ্চমাধ্যমিক পর্যায়ে রসায়ন (Chemistry) বিষয়ে পড়ানোর জন্য বিদ্যালয় অতিথি শিক্ষক নিয়োগ করা হচ্ছে। যারা এই পদে আবেদন জানাতে চান, সেই সকল আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Sc (Hons. Chemistry) ডিগ্রি লাভ করে থাকতে হবে।পাশাপাশি, চাকরিপ্রার্থীর B.Ed ডিগ্রি থাকা আবশ্যক।

সংশ্লিষ্ট পদে সিলেক্টেড হওয়া চাকরিপ্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পড়ানোর জন্য বিষয়ভিত্তিক পড়ানোর দায়িত্ব পালন করতে হবে। এছাড়া, পাঠদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে বিষয়ভিত্তিক দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।‌ যারা এই পদে চাকরি পাবেন, তাঁদের প্রতিমাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে।

B) সাঁওতালি (Santali, TGT) শিক্ষক:

উচ্চমাধ্যমিক স্তরে সাঁওতালি (Santali) ভাষায় পড়ানোর জন্য নিয়োগ করা হচ্ছে অতিথি শিক্ষক। যারা এই পদের জন্য আবেদন জানাতে চান, সেই সকল প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.A (Hons. Santali) ডিগ্রি, B.Ed ডিগ্রি থাকতে হবে। এই পদে আবেদনকারী প্রার্থীর সাঁওতালি ভাষায় দক্ষ থাকতে হবে এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সাঁওতালি ভাষায় পড়ানোর ক্ষমতাও থাকা জরুরী। যে সকল প্রার্থীরা সিলেক্টেড হয়ে এই পদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে ১২,০০০ টাকা।

পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি। মাসে বেতন 40,000/- টাকা! আবেদন জানান অনলাইনে

C) ইতিহাস (History, TGT) শিক্ষক:

রসায়ন ও সাঁওতালি ছাড়াও উচ্চমাধ্যমিক স্তরে ইতিহাস পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে।
আগ্রহী চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.A (Hons. History) ডিগ্রি এবং B.Ed ডিগ্রি সম্পন্ন। এখানে উল্লেখ করা জরুরী, এই পদে নিয়োগকৃত শিক্ষককে অবশ্যই ইতিহাস বিষয়ে সমসাময়িক এবং প্রাচীন ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে শিক্ষা দানের দায়িত্ব পালন করতে হবে। যারা এই পদে নিয়োগ পাবেন, তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ১২,০০০ টাকা।

২) বয়সসীমা

যারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক, সেই সকল প্রার্থীরা জেনে নিন এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন কারীর বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ বয়স হতে হবে ৩৮ বছর। জেনে নেবেন, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় পাবেন।

পোস্ট অফিসে 344 পদে নতুন চাকরি। প্রতিমাসে বেতন 30,000 টাকা। জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

৩) আবেদন জানাবেন কিভাবে

এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীদের আবেদন জমা করতে হবে অফলাইন মারফত। আপনারা পশ্চিম বর্ধমানের অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম ডাউনলোড করবেন। তারপর আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি একজোট করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দেবেন। কোন ঠিকানায় আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে?

The Office Of The PO-cum-DWO,
BCW & TD, Paschim Bardhaman,
1st Floor/2nd Floor, SDO Office Building, Asansol-713304.

আবেদনের সময়সীমা

বর্তমানে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আবেদন জমা নেওয়া হবে আগামী ০৫/১১/২০২৪ তারিখ, বিকেল ৪টা পর্যন্ত। আরও বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন।

Related Articles

Back to top button