SSC Recruitment Scam – যোগ্যদের তালিকা প্রকাশ করার আগে মুখ্যমন্ত্রী SSC কমিশনকে কি নির্দেশ দিলো জানুন বিস্তারিত

এসএসসি নিয়োগ দুর্নীতি তথা SSC Recruitment Scam নিয়ে কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হওয়ার মুখে পড়েছিল। এর ফলে কে যোগ্য কে অযোগ্য সেটা বিচার না করেই ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যার ফলে এক লহমায় এই ২৫ হাজার ৭৫৩ জনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল।

WB SSC Recruitment Scam News Update on Court

বিশেষ করে যোগ্য কে আর অযোগ্য কে সে তালিকা এসএসসি (SSC) কর্তৃপক্ষ দিতে পারছিল না তাই যারা যোগ্য তাদেরও চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা ছিল। হাইকোর্টের রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদও। সেই মামলার শুনানিতেই আপাতত স্বস্তিতে চাকরিহারারা (SSC Recruitment Scam).

নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে ১৬ জুলাই পর্যন্ত চাকরি বহাল থাকবে সকলের। তবে পরবর্তী শুনানি ১৬ জুন সম্পূর্ণ প্রমাণ তথ্য সহ তালিকা তুলে দিতে হবে কমিশনকে সুপ্রিম কোর্টের কাছে।
এরপরে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় এসএসসিতে যোগ্য আর অযোগ্যের তালিকা দিতে হবে সেই মতই এসএসসি কর্তৃপক্ষ যোগ্য ও অযোগ্যদের প্রাথমিক একটি তালিকা বের করে।

যদিও প্রথমে ৫০০০ অযোগ্য চাকরি প্রাপ্যকের কথা বলেছিল স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানির জন্য উঠলে শুনানির প্রথম ভাগে ৭ হাজার প্রার্থীর নিয়োগ অবৈধ বলে মেনে নিয়েছিল এসএসসি। তবে বিকেল হতেই আবার পরির্বতন হয় অযোগ্যদের সংখ্যার (SSC Recruitment Scam).

শুনানির দ্বিতীয় ভাগে ৮ হাজার ৩২৪ জনের নিয়োগ অবৈধ বলে সুপ্রিম কোর্টে জানায় কমিশন। অন্যদিকে ১৯ হাজার রয়েছে যোগ্য প্রার্থী তেমনটাই এখনো অবধি পাওয়া খবর। এদিকে লোকসভা ভোট চলছে। এরই মধ্যে একদিকে নির্বাচনের প্রচার থেকে শুরু করে তদারকি সেইসাথে যোগ্য অযোগ্যদের দের নির্ভুল তালিকা প্রকাশের চিন্তা মাথায় নিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী।

কারণ আগামী ১৬ ই জুন পরিবর্তী শুনানির তারিখ। আর সেইদিনই সুপ্রিমকোর্টের হাতে তুলে দিতে হবে নির্ভুল যোগ্য অযোগ্যদের তালিকা। তাই এই মুহুর্তে সবচেয়ে চাপের মধ্যে আছে স্কুল সার্ভিস কমিশন। তাদের ওপরে রয়েছে সম্পূর্ণ দায়িত্ত্ব। ২৫৭৫৩ চাকরিপ্রার্থীর মধ্যে থেকে বাছতে হবে যোগ্যদের (SSC Recruitment Scam).

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য ও অযোগ্য খুঁজতে বুধবার থেকে ঘুম উড়েছে স্কুল সার্ভিস কমিশনের। এদিকে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী একাধিক নির্বাচনের কাজের ফাঁকেও নিয়মিত খোঁজ রাখছেন এস এস সি কতদূর কাজ এগুলো সেই ব্যাপারে (SSC Recruitment Scam).

26 হাজার চাকরি বাতিলের পরে স্কুলগুলোতে পড়াশুনা বিষয়ে কী সিদ্ধান্ত নিলো মধ্যশিক্ষা পর্ষদ?

সেই প্রসঙ্গে আলোচনা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথেও এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করার জন্য হাতিয়ার করা হয়েছে OMR সিট সংক্রান্ত তথ্য এবং হার্ডডিক্স এর ওপর। বর্তমানে এই প্রমাণ বা তথ্য সবকিছুই তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার কাছে।

Supreme Court SSC Verdict on Teacher Recruitment Scam

এই দুই তথ্যের উপর ভিত্তি করে প্রধানত বাছাই করা হবে যোগ্য অযোগ্য প্রার্থীদের। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের এই রায়ের পরে চাকরিহারা প্রার্থীরা অনেকটাই আশ্বস্ত হয়েছেন কারণ তারা সুপ্রিম কোর্টের ওপর ভরসা করেছেন। সেই ভরসার মান রাখবে বলেই মনে করছেন চাকরি প্রার্থীরা (SSC Recruitment Scam).

পশ্চিমবঙ্গে Primary TET নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ, মাত্র 4 সপ্তাহ সময় দেওয়া হল!

এখন ১৬ ই জুনের ওপর তাকিয়ে রয়েছে চাকরিপ্রার্থীরা। এস এস সি কর্তৃপক্ষ জানিয়েছেন তারাও খুবই দ্রুততার সাথে ত্রুটিমুক্ত যোগ্য-অযোগ্যদের প্রার্থী তালিকা পেশ করার চেষ্টা করছেন। আশা করা যায় ১৬ ই জুন স্পষ্ট হয়ে যাবে কে যোগ্য আর কে অযোগ্য (SSC Recruitment Scam).

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button