Special Educator – রাজ্যের প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট! অবশেষে ভাগ্য খুলবে হাজার হাজার চাকরি প্রার্থীদের

চাকরি-প্রার্থীদের জন্য সুখবর। প্রাথমিক স্কুল স্পেশাল এডুকেটর বা Special Educator নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের ফলে আশার আলো দেখতে চলেছেন শিক্ষক ও শিক্ষিকারা। প্রসঙ্গত, বুলটি পাত্র সহ আরো কয়েকজন স্পেশাল এডুকেটর নিয়োগ না হওয়া নিয়ে মামলা করেন।

High Court Order Special Educator Recruitment in Primary School

মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং শিঞ্জিনী চক্রবর্তী কোর্টে জানান যে সুপ্রিম কোর্ট স্কুলে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটর তথা Special Educator পদ তৈরি করে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্ত রাজ্যে স্কুলগুলোতে মাধ্যমিক স্তরে সেই পদ তৈরি করা হলেও প্রাথমিক স্তরে সেই পদ তৈরি করা হয়নি। তাই Special Educator তথা স্পেশাল এডুকেটর কয়েকজন এই ব্যাপারে শীর্ষ আদালতের নির্দেশের প্রতিলিপি কোর্টে জমা দেন।

রাজ্য সরকারের কৌঁসুলি কোর্টে জানান যে কিছু পদ তৈরি করা হয়েছে। তবে মামলাটি সুুপ্রিম কোর্টে বকেয়া রয়েছে। সেখানে এই জানানোর জন্য অপেক্ষা করা হচ্ছে। যদিও বিচারপতি মান্থার বক্তব্য, আগামী ৩০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

পশ্চিমবঙ্গের বকেয়া DA নিয়ে বড় আপডেট। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় আশা জাগছে রাজ্য সরকারি কর্মীদের।

আদালতের নির্দেশ পালন নিয়ে স্কুলশিক্ষা দফতরের সচিব এবং পর্ষদকে রিপোর্টও জমা দিতে বলেছে কোর্ট। বিচারপতি বলেছেন যে শুধু স্পেশাল এডুকটর তথা Special Educator পদ তৈরি এবং নিয়োগ নয়, এ ব্যাপারে শীর্ষ আদালত যে অন্যান্য নির্দেশ দিয়েছে তাও পালন করতে হবে পর্ষদকে।

employee-benefits ( কর্মী সুবিধা )

স্বভাবতই কোর্টের এই নির্দেশের পরে বিভিন্ন স্কুলে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের অনেকটাই চিন্তামুক্ত হয়েছেন। জানা যাচ্ছে হুগলির একটি স্কুলের চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটর সমিত সাহার বক্তব্য, ‘‘স্থায়ী পদে নিয়োগ হলে পড়ুয়া এবং শিক্ষক, দু’পক্ষই উপকৃত হবে।’’

গঠন হচ্ছে সপ্তম পে কমিশন! কত টাকা করে পাবেন কর্মচারীরা জেনে নিন বিস্তারিত।

যেভাবে স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি মামলা চারিদিকে শোনা যায় তারমধ্যে এই Special Educator স্পেশ্যাল এডুকেটর নিয়োগের নির্দেশ চাকরি প্রার্থীদের জন্য নতুন দিগন্তের সূচনা করলেন। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের এই পেজে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button