Wb school news : স্কুলে মোবাইল ব্যবহার করতে পারবেন না শিক্ষকেরা, ধরা পড়লে শোকজ, বিজ্ঞপ্তি দেখুন! Breaking News!
Wb school news : ক্লাস চলাকালীন শিক্ষকদের মোবাইল ব্যবহারে জারি হল নিষেধাজ্ঞা, ধরা পড়লে কঠোর শাস্তি! জানুন বিস্তারিত।
অতিমারির কারনে গত দুই বছর সকল (Wb school news) স্কুল পুরোপুরিই বন্ধ ছিল। সংক্রমণ কিছুটা কমায় পুনরায় আবারও আগের মতো স্বমহিমায় চালু হয়েছে স্কুল। আগে থেকেই স্কুলের সকল পড়ুয়াদের সাথে করে মোবাইল নিয়ে আসার ব্যপারে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরও কতকগুলি নতুন নিষেধাজ্ঞা জারী করা হল। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল ক্লাস চলাকালীন শিক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। কোন শিক্ষকে যদি কোনও জরুরি পরিস্থিতিতে ফোন ব্যবহার করতে হয় তাহলে নিতে হবে অনুমতি। আর এই অনুমতি দেবেন সংশ্লিষ্ট স্কুলের প্রাধন শিক্ষক।
আরও পড়ুন, শিক্ষক নিয়োগ নিয়ে CBI তদন্তে নয়া তথ্য পেশ, ঘুরে গেল মামলা।
এছাড়াও এদিন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (Wb school news)। তাতে কোন ক্লাস কখন হবে, ক্লাসের সময়সীমাই বা কী, তার বিস্তারিত রুটিন প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে স্কুলে ঢুকতে হবে। প্রতিদিন ৫ ঘণ্টা ৪০ মিনিটের ক্লাস হবে। এছাড়াও প্রকাশ করা হয়েছে, বাৎসরিক ছুটির তালিকাও। বছরে সর্বাধিক ছুটির সংখ্যা ৬৫।
শিক্ষক মহলে অ্যাকাডেমিক ক্যালেন্ডার নিয়ে অভিযোগ না থাকলেও, আসল বিতর্ক দানা বেঁধেছে মোবাইল ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে। এবিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহকারী সম্পাদক (Wb school news) স্বপন মণ্ডল বলেন, যেখানে সরকার পড়ুয়াদের স্মার্ট ফোন দিয়েছে করোনাকালে অনলাইনে পঠনপাঠনের জন্য, সেখানে স্কুলে মোবাইল ব্যবহারে কেন এই নিষেধাজ্ঞা? শিক্ষক সংগঠনের একাংশ অভিযোগ করছেন, সব স্কুলে প্রধান শিক্ষক মোবাইল ব্যবহারের অনুমতি দেবেন এর নিশ্চিয়তা কোথায়? যদিও পর্ষদ সূত্রের দাবি, পড়ুয়া ও পঠনপাঠনের স্বার্থে বিগত ধারাবাহিকতা মেনে এই নির্দেশিকা।
তাছাড়াও পর্ষদ থেকে জানানো হয়েছে যদি কোন শিক্ষক এই নিষেধাজ্ঞা না মানেন তাহলে তার জন্য থাকবে বিশেষ শাস্তির ব্যবস্থা (Wb school news)। আপনাদের কি মনে হয় শিক্ষাঙ্গনে মোবাইল ব্যবহারের এই নিষেধাজ্ঞা কতটা কার্যকারী হবে, আর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই সিদ্ধান্তের সাথে আপনারা কি একমত? এতে ছাত্রছাত্রীরাই বা কতটা উপকারি হবে। প্লিজ কমেন্টস করে জানাবেন। আর এই সম্পর্কিত আরও অনেক খবর জানতে ছক রাখুন আমাদের এই ওয়েবসাইটে।