WB Recruitment: বিরাট খবর! মাধ্যমিক পাশে 12,000/- টাকা বেতনে চাকরি। আবেদন চলছে অনলাইনে! বিস্তারিত জেনে নিন

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবার একটি সুখবর(WB Recruitment). রাজ্যে আবার নতুন করে কর্মী নিয়োগ শুরু হলো। সাধারণত সারা বছর ভিন্ন ভিন্ন পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলে। যারা অপেক্ষারত চাকরিপ্রার্থী সংশ্লিষ্ট পদের জন্য জমা করতে পারেন আবেদন(WB Recruitment). এই নিয়োগে মাধ্যমিক পাস যোগ্যতাতেই ভালো বেতন-এর চাকরি মিলবে।

আপনিও যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অতিসত্বর নিজের আবেদন জমা করুন। বাড়িতে বসে অনলাইনে এপ্লিকেশন জমা করতে পারবেন(WB Recruitment). রাজ্যের এই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য রইলআজকের প্রতিবেদনে(WB Recruitment).

মাধ্যমিক পাশ যোগ্যতায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি! আবেদন চলছে

WB Recruitment Full Details 2024

প্রতিটি নিয়োগ প্রক্রিয়ার মতো এখানেও নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে(WB Recruitment). চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন করতে পারেন। তবে তার আগে জেনে নিতে হবে এই নতুন নিয়োগ প্রক্রিয়ার ভ্যাকেন্সি ডিটেলস, মোট কত শূন্যপদে নিয়োগ, কোন কোন পদের জন্য নিয়োগ জানতে হবে।

নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী প্রার্থীদের বয়স, নির্বাচিত প্রার্থীদের বেতন, এখানকার আবেদন প্রক্রিয়া এবং কোন পদ্ধতিতে প্রার্থী নির্বাচন হবে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কিভাবে চালিত হচ্ছে ইত্যাদি।(WB Recruitment). আপনি যদি আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নেবেন। আশা করা যায় আপনারা উপকৃত হবেন।

WB Recruitment Details 2024

১) ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি পশ্চিমবঙ্গে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে মোট তিনটি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলবে। তাহলে কোন কোন পদে নিয়োগ? বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, প্রার্থী নিয়োগ হবে যে তিনটি পদের জন্য সেগুলি হল- HOUSE FATHER, HELPER এবং HOUSEKEEPER. যার মধ্যে HOUSE FATHER পদে নিয়োগ দেওয়া হবে ৪ জনকে, HELPER ও HOUSE KEEPER পদের জন্য নিয়োগ দেওয়া হবে ৪ জনকে।

২) শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা এখানে হাউস ফাদার পদের জন্য আবেদন জমা করতে চান, তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস।পাশাপাশি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি, হেল্পার পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। এছাড়া হাউস কিপার পদের জন্যও মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে। আপনারা অফিশিয়াল নোটিশটি আবেদন জানানোর আগে পড়ে নেবেন। ‌

৩) বয়সসীমা

আবেদন প্রক্রিয়ায় বয়সসীমা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্দিষ্ট বয়সের অন্তর্গত চাকরিপ্রার্থীরা সেই নিয়োগে আবেদন জানাতে পারেন। বিজ্ঞপ্তি থেকে বলা যায়, হাউস ফাদার পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। এর পাশাপাশি, হেলপার ও হাউস কিপার পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি কর্মী নিয়োগ! 18,000/- টাকা বেতন! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি

৪) মাসিক বেতন

প্রার্থীরা জেনে নিন, হাউস ফাদার পদে যাঁরা নির্বাচিত হবেন তাঁদের প্রতি মাসের বেতন হবে 14,564 টাকা। অন্যদিকে হেল্পার এবং হাউস কিপার পদের জন্য যে সকল প্রার্থীরা নির্বাচিত হবেন, তাঁদের মাসিক বেতন হবে 12,000 টাকা।

৫) আবেদন জানাবেন কিভাবে

এই নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে অনলাইনে। সেই ক্ষেত্রে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে সেরে নেবেন রেজিস্ট্রেশন। তারপর আবেদনপত্র সঠিকভাবে ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে জমা দিয়ে দিতে হবে। অনলাইনে নিজ আবেদন সাবমিট করে তার একটি কপি নিজের কাছে রেখে দেবেন। পরবর্তীতে প্রয়োজন হতে পারে।

৬) আবেদনের সময়সীমা

বর্তমানে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন শুরু হয়ে গিয়েছে। আপনারা অনলাইন মারফত আবেদন সাবমিট করতে পারবেন। আবেদন চলবে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button