WB Recruitment

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন এক সুখবর। কারণ, সবার জন্য রাজ্য সরকার (WB Government) নিতে চলেছে এক বড় পদক্ষেপ। ‌বাংলার যুবক-যুবতীদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ। পদক্ষেপ নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (WB Recruitment)। চলতি মাসেই গৃহীত হচ্ছে সরকারের তরফে বড়সড় পদক্ষেপ। বাংলার কর্মসংস্থানের ধারা বাড়বে বলেই ধারণা করা যায় (WB Recruitment)।

চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা অবশ্যই আজকের এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিন। রাজ্য সরকারের তরফে নতুন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হলো। যেহেতু সবার জন্যই খুশির খবর, তাই রাজ্য সরকারের এই পদক্ষেপ সমাজের বিভিন্ন স্তরে প্রশংসিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অবশেষে এই পদক্ষেপ গ্রহণ সম্ভব হল।

WB Recruitment: সরকারের নতুন পদক্ষেপ!

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভ জমা হচ্ছে দীর্ঘদিন ধরে। যার অন্যতম কারণ হলো এই রাজ্যের নিয়োগ ক্ষেত্রে অচলাবস্থা। অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হয় না (WB Recruitment)। তাছাড়া, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি তো নতুন নয়! এখনো পর্যন্ত আদালতে এই বিষয়ে একাধিক মামলা বিচারাধীন। দিনের পর দিন দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা অপেক্ষায় ছিলেন রাজ্য সরকার কবে নিয়োগ (WB Recruitment) সংক্রান্ত ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বছরের বিভিন্ন সময় রাজ্য জুড়ে বিভিন্ন শূন্যপদে নিয়োগ হলেও পশ্চিমবঙ্গের প্রচুর যুবক-যুবতী এখনো বেকার। আর বেকারত্বের সমস্যা বাংলায় দিনকে দিন বাড়ছে। আর তাই এবার পদক্ষেপ নিল রাজ্য সরকার। মাঝেমধ্যেই মমতা ব্যানার্জির সরকার রাজ্যবাসীর কল্যাণ স্বার্থে নানান ধরনের পদক্ষেপ নিয়ে থাকে।

কখনো প্রকল্প রূপায়ণ থেকে কখনো চাকরি ক্ষেত্রে পদক্ষেপ, বাংলার সরকার এবার নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করল (WB Recruitment) সরকার। নতুন এই উদ্যোগে কিভাবে উপকৃত হবেন বাংলার যুবক-যুবতীরা? কিভাবে চাকরি পাবেন তাঁরা? আসুন এবার সেই বিষয়ে জেনে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে কারেন্ট বিল! ইচ্ছেমতো বিদ্যুতের ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের, সব স্কুলকে মানতে হবে

WB Recruitment: রাজ্যে প্রচুর চাকরির সুযোগ!

পশ্চিমবঙ্গ সরকারের বিরাট উদ্যোগ। বাংলার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি নতুন ঘোষণা করে সবাইকে চমকে দিল। বিনিয়োগের আশায় সরকার নিচ্ছে বিশাল এক পদক্ষেপ। ফুড ইন্ডাস্ট্রির অগ্রগতির জন্য খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগকে উৎসাহিত করার প্রয়াসে, যুবক যুবতীদের নতুন স্টার্ট আপের আশা জোগাতে, সরকার আয়োজিত করতে চলেছে কলকাতায় ‘বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’।

চলতি আগস্ট মাসেই আয়োজিত হবে এই মেলা। জানা যাচ্ছে, এই উৎসবে মোট দিন তিনেক ধরে চলবে বিভিন্ন খাদ্য, ফল এবং সবজির প্রদর্শনী। শস্য শ্যামলা বাংলার এক টুকরো চিত্র ফুটে উঠবে মেলায়। শুধু তাই নয়, 2024 সালের ‘বেঙ্গল ফুড এন্ড ফ্রুট ফেস্টিভ্যালে’ নতুন কারখানা স্থাপন নিয়ে আলোচনা করা হবে বলে খবর।

তবে এখানে প্রশ্ন আসছে যে, এই উৎসব থেকে কিভাবে কর্মসংস্থান হতে পারে? রাজ্য সরকারের সূত্রে জানা যায়, এই উৎসবের সূত্র ধরে দুই দিনের জন্য সেমিনার হবে। সেমিনারে উপস্থিত থাকবেন বিভিন্ন বিনিয়োগ কারীরা। শুধু তাই নয় একাধিক রাজ্যে সরকারের বিভিন্ন আমলাদের সাথেও যোগ সাধন করা হবে। কীভাবে আরও সহজে ব্যবসা করা যায়, সেই সকল উপায়গুলি খুঁজে বের করার জন্য এবার তারা সকলে একযোগে কাজ করবেন। অতএব সেখান থেকে নতুন কর্মের দিশা তৈরি হবে তা আলাদা করে বলার নয়।

রাজ্যে চালু হচ্ছে দুয়ারে শিল্প শিবির। কি কি সুবিধা পাবেন? মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুশি সবাই

রাজ্য সরকারের এক আধিকারিকের দাবি, এই উৎসব নিয়ে সরকার এতটাই আশাবাদী যে এই উদ্যোগ অনুসরণ করে, বাংলার প্রচুর যুবক ও যুবতী দের যুক্ত করা যাবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও বিভাগের সাথে। এও জানা যাচ্ছে, তাঁরা জমিয়ে স্টার্ট-আপ ব্যবসা যাতে স্থাপন করতে পারেন, তার জন্য যুবক-যুবতীদের উৎসাহিত করা হবে। সমস্ত দিক থেকেই উপকৃত হবেন বাংলার যুবক যুবতীরা।

এছাড়াও জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগ আগামী 9 থেকে 11 অগাস্ট অবধি পশ্চিমবঙ্গের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করবে ‘ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’। বিশেষ করে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন খাতে কারখানা বানানোর দিকে আগ্রহ বৃদ্ধি করা হবে। বিনিয়োগকারীদের আহ্বান জানানো হবে। যাতে তারা বাংলায় এসে বিনিয়োগ করেন, কারখানা স্থাপন করেন, এতে দুই পক্ষের লাভ হবে।

অবশ্যই মনে রাখতে হবে এর আগেও শ্রম নিবিড় বিনিয়োগ প্রকল্পের জন্য বহুবার কথা তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি নির্ভর শিল্পে বাংলায় প্রচুর সম্ভাবনা রয়েছে। আর সেই ভাবনায় বিশ্বাসই মুখ্যমন্ত্রী। তাই এবার শস্য শ্যামলা রাজ্যের শাক সবজি ও ফলমূলে ব্যাপক সম্ভাবনার কথাই সর্বসমক্ষে তুলে ধরা হবে। এই খাতে বিনিয়োগ এলে, নতুন কারখানা স্থাপন হলে চাকরি পাবেন প্রচুর যুবক-যুবতী। নিঃসন্দেহে এটি সবার জন্য খুশির খবর।