WB Ration Dealer Recruitment 2022 : বেকার থাকার দিন শেষ! পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে মাধ্যামিক পাশে প্রচুর নিয়োগ, এক্ষুনি আবেদন করুন  

WB Ration Dealer Recruitment 2022 : পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে রেশন ডিলার পদে বড় নিয়োগ, মিলবে মাসে ১ লাখ টাকা পর্যন্ত আয় করার সুযোগ‌ জানুন আবেদনের শেষ তারিখ

রাজ্যের চাকুরিপ্রার্থীদের আর চাকুরির সন্ধান করতে হবে না। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের (WB Ration Dealer Recruitment 2022) পক্ষ থেকে ইতিমধ্যেই রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রায় ৬ হাজারেরও বেশি শুন্যপদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন, ডিএম অফিসে ইন্টাভিউয়ের মাধ্যমে সরাসরি বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, জানুন কারা করতে পারবেন আবেদন

পশ্চিমবঙ্গের জেলাগুলির সকল বাসিন্দা অর্থাৎ নারী-পুরুষ উভয়েই এই পদে আব্দনের সুযোগ পাবেন। এই পদে নিয়োগের (WB Ration Dealer Recruitment 2022) মাধ্যমে মাসে ১ লাখ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জানতে হলে অবশ্যই পড়তে হবে পুরো খবরটি।
নিয়োগ পদের নাম – পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে রেশন ডিলার পদে (WB Ration Dealer Recruitment 2022) নিয়োগ করা হবে।

মোট শুন্যপদের সংখ্যা – এই পদে প্রায় ৭,০০০ টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন করার পদ্ধতি – আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করার সুযোগ পাবেন। নিচে কীভাবে আবেদন করতে হবে তা বলা হয়েছে।
১) পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে (https://food.wb.gov.in/)।
২) তারপর ‘PDS LICENSING’ -এ ক্লিক করার পর ‘Apply for new Fair Price Shop’ লেখা অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর যখন একটি ফর্মের পেজ খুলবে তাতে আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর এন্টার করার পর আবেদনকারীর (WB Ration Dealer Recruitment 2022) ওই নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি সঠিকভাবে দিলেই আবেদন ফর্মটি ওপেন হয়ে যাবে।
৪) আবেদনকারীকে লগইন করার পর ফর্মটি পূরন করতে হবে।
৫) ফর্ম পূরন করার পর আবেদনকারীকে আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র, যেগুলি আবেদনকারীর সঙ্গে রাখতে হবে-|
১) আবেদনকারীকে ব্যাঙ্কে গিয়ে আবেদন ফি জমা করতে হবে। সেই রিসিভড কপি আবেদনের সময় আপলোড করতে হবে
২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট
৪) পরিচয় প্রমাণ পত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড
৫) পাসপোর্ট সাইজের কালার ফটোকপি, স্বাক্ষর আপলোড করতে হবে
৬) আবেদনকারীর ৬ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রানজেকশন স্টেটমেন্ট
৭) যদি অভিজ্ঞতার অন্যান্য সার্টিফিকেট যদি থাকে

বেতন – রেশন ডিলারশিপ (WB Ration Dealer Recruitment 2022) পেলে মাসিক ৫০,০০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত রোজগারের সুযোগ পাওয়া যাবে।
আবেদন করার শেষ তারিখ – ইতিমধ্যেই এই পদে আবেদন (WB Ration Dealer Recruitment 2022) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ এখনও জানানো হয়নি।
এই বিষয়ে বিশদে জানতে হলে নিচে অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদন পত্রের লিঙ্ক দেওয়া হয়েছে।

আবেদনপত্র –
https://drive.google.com/file/d/1z-ZD9PaWyBIOIN9JMaJKO0XpsQXMlNU9/view

অফিসিয়াল ওয়েবসাইট –
https://food.wb.gov.in/
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন, মন্দার বাজারে একমাত্র এই ব্যাবসায় রয়েছে কম বিনিয়োগে 50-50 লাভ, সারা বছর চুটিয়ে ব্যাবসা করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button