রেশন কার্ডের (Digital Ration Card Status Check)

West Bengal Ration Card Status Check online

রেশন কার্ডের (Digital Ration Card Status Check) মাধ্যমে নিয়মিত যেমন রেশন দোকান থেকে খাদ্যশস্য সংগ্রহ করতে পারেন, ঠিক তেমনি রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। তাই রেশন কার্ডে যদি নাম, বাবার নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স সহ বিভিন্ন ধরনের ভুল থাকে, তাহলে তা সংশোধন করে নেওয়া প্রয়োজন।

Ration Card Correction online

আর রেশন কার্ডে সংশোধনের বিষয়টি উঠে আসলেই অনেকেই ভাবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে বা খাদ্য দপ্তরের অফিসে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। না, বর্তমানে অনলাইন নির্ভর হয়ে যাওয়ায় খাদ্য দপ্তরের অফিসে বা কোথাও গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। বাড়িতে বসেই অনলাইন এর মাধ্যমে আপনার রেশন কার্ড সংশোধন (Online Ration Card Correction) করে নিতে পারবেন।

Ration Card Status Check online

শুধু তাই নয়, সেই রেশন কার্ড সংশোধন করে স্ট্যাটাস চেক করতে পারবেন, রেশন কার্ড সংশোধন করা হয়ে গেলে স্পিড পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে ডিজিটাল কার্ড পৌঁছে যাবে। তাছাড়া আপনি অনলাইনে ডাউনলোডও করে নিতে পারবেন। এবার দেখে নিন ঘরে বসে কিভাবে রেশন কার্ডের সংশোধন করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন।

Ration Card Correction

১. কিভাবে সংশোধন করবেন (Online Ration Card Correction Process):
প্রথমেই খাদ্য দপ্তরের ওয়েবসাইট food.wb.gov.in এতে গিয়ে Ration Card সিলেক্ট করে Apply for Correction in the existing ration card অপশনে ক্লিক করুন।
এবার মোবাইল নম্বর বসিয়ে দিলেই রেশন কার্ডের বিস্তারিত তথ্য সামনে আসবে।

Click Here

এরপর Form 5 এ ক্লিক করে রেশন কার্ডের মধ্যে নাম, বাবার নাম, ঠিকানা, যা কিছু সংশোধন করার প্রয়োজন সঠিকভাবে লিখে দিন। এরপর সেই সংশোধিত ডকুমেন্ট 100 KB PDF Format Upload করুন।
এরপর Next অপশনে ক্লিক করে Get OTP তে ক্লিক করুন।
মোবাইল নম্বরে OTP আসলে সেটি বসিয়ে Submit করুন। তাহলেই সংশোধনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।

Online Ration Card Status Check Process

২. এবার কিভাবে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন, দেখুন
ফের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
এবার Check Status of Ration Card Application এ ক্লিক করে ফরম নম্বর সিলেক্ট করুন।

এবার মোবাইল নম্বর বসিয়ে Captcha Code দিয়ে সার্চ করুন।
রেশন কার্ড সংশোধনের আবেদন পত্রের সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পাবেন। যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে কার্ড পেয়ে যাবেন। নিজে ডাউনলোড করে নিতে পারেন।

Online E Ration Card Download Process

৩. কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন
আবার খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
এবার E Ration Card অপশনে ক্লিক করে পরের পেজে Click to Download E Ration Card অপশনে ক্লিক করুন।
এরপর রেশন কার্ড নম্বর বসিয়ে ক্যাপচা কোড লিখে সার্চ করুন।
এবার আপনার সামনে রেশন কার্ডের সম্পূর্ণ বিবরণ চলে আসবে।
ডাউনলোড করার জন্য Download E Ration Card অপশনে ক্লিক করুন।

আরও পড়ুন, আরও দাম কমলো সর্ষের তেলের, কম থাকতে কিনে নিন।

নতুন রেশন কার্ড অনলাইনে আবেদনের পাশাপাশি আগামী সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকারের ক্যাম্প থেকেও আবেদন করতে পারবেন। আর আবেদন হয়ে গেলে Ration Card Status Check online বা স্ট্যাটাস চেক করতে পারবেন।
এই ধরনের আরও তথ্যের জন্য নিচে কমেন্ট করুন এবং সুখবর বাংলা ফলো করুন।
আপনার রেশন কার্ড এর অবস্থা জানতে এখানে ক্লিক করুন।