রাজ্যে প্রাথমিক টেট 2022 নিয়ে আবার চাঞ্চল্যকর নোটিশ। নেপথ্যে সেই জাস্টিস গাঙ্গুলি। পুরোটা দেখে নিন।

রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষার অনলাইন ফর্ম ফিলাপ শেষ হয়েছে নির্বিঘ্নেই। প্রার্থীদের পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 3রা নভেম্বর, 2022. পূর্ব নিরধারিত সুচি অনুযায়ী, এই পরীক্ষা হবে 11ই ডিসেম্বর, 2022. তবে এবারে পর্ষদের পক্ষ থেকে নতুন 2 টি বিজ্ঞপ্তি প্রকাশ পেল। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রাথমিক টেট নিয়ে বেড়ে গেল আবেদনের সময়সীমা।

সম্প্রতি রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিক টেট নিয়ে পর পর 2 টি বিজ্ঞপ্তি (Urgent Notice) প্রকাশিত হয়েছে। প্রথম বিজ্ঞপ্তির মেমো নম্বর – 1849/WBBPE/2022 তারিখ- 14.11.2022. ঐ একই দিনে অর্থাৎ 14ই নভেম্বরের দ্বিতীয় বিজ্ঞপ্তির মেমো নম্বর হল – 1848/WBBPE/2022. এবারে এই 2 টি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তা দেখে নেওয়া যাক।

এবারে দেখে নেওয়া যাক, প্রাথমিক টেট সংক্রান্ত প্রথম বিজ্ঞপ্তিতে কি বলে হয়েছে?
এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে বেশ বড় জয় পেলেন পরীক্ষার্থীরা। অনলাইন নিয়োগ পোর্টালের সময়সীমা সম্প্রসারণের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে।

প্রাথমিক টেট নিয়ে অনলাইন নিয়োগ পোর্টালে আবেদন জমা দেওয়ার সময়ে বদল আনা হয়েছে। এক্ষেত্রে কিছু সমস্যার বিষয়ে কলকাতার মাননীয় হাইকোর্টের সামনে রিট পিটিশনের মুলতুবি শুনানির কথা বিবেচনা করে, রাজ্যের প্রাথমিক শিক্ষা বোর্ড অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 21.11.2022 তারিখ পর্যন্ত বাড়িয়েছে।

WB Primary TET পরীক্ষায় 150/150 পেলেও পাবেন না চাকরী। কিন্তু কেন? জানুন বিস্তারিত।

এর পরই পর্ষদের তরফে দ্বিতীয় আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 11.11.2022 তারিখে পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তির মেমো নং – 1833/WBBPE/2022. এই আগের বিজ্ঞপ্তির রেফারেন্স অনুসারে, যে সমস্ত প্রার্থীরা TET-2014 – এ 82/150 নম্বর পেয়েছিলেন এবং প্রাথমিক টেট পরীক্ষায় যোগ্য বলে ঘোষিত হয়েছিলেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

এক্ষেত্রে বলা হয়েছে যে, আবেদনকারীরা পর্ষদের অফিস চলাকালীন আগামী 21.11.2022 – তারিখের মধ্যে অফিস চলাকালীন অর্থাৎ সকাল 10.30 মিনিট থেকে বিকেল 5.00 টা পর্যন্ত সময়ের মধ্যে রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ডের অফিসে আবেদনপত্র সহ অন্যান্য নথি জমা করতে হবে। উল্লেখিত নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের দিন:
1) প্রাইমারি টেট (WB PTET) পরীক্ষার অ্যাডমিট কার্ডের কপি।

Primary TET 2014, 2017 মেরিট লিস্টে গোলমাল, রোল আছে নাম নেই, ‘ভুতড়ে’ প্রার্থীদের খোঁজ চলছে স্যোশাল মিডিয়ায়।

2) মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের কপি/ বয়স প্রমাণের যে কোনো শংসাপত্র।
এই ধরণের প্রার্থী যারা ইতিমধ্যে পর্ষদের অফিসে নথিসহ আবেদনপত্র জমা দিয়েছেন, তাদের আবার নতুন করে জমা দেওয়ার প্রয়োজন নেই। সময়সীমা 7 দিন বাড়ানোর ফলে অনেকেই সুবিধা পাবেন। পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় জানান, আদালতের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পড়াশোনা, স্কুল, কলেজ, বিভিন্ন রকমের স্কলারশিপ, সরকারি ও বেসরকারি প্রকল্প সহ অন্যান্য ক্ষেত্রের নান আপডেট, চাকরী, ব্যবসা, সাপ্তাহিক রাশিফল সহ নানা বিষয়ের খবর পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতেই পারেন। কিছু জানার থাকলে অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। আপনার মতামত আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। এই আপডেট অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button