প্রাথমিক টেট

এই নিয়ে প্রাথমিক টেট পরীক্ষার তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ করল।

প্রাথমিক টেট ২০২২ পরীক্ষার মূল বিজ্ঞপ্তির সাথে এই নিয়ে তৃতীয় সংশোধনী প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট ২০২২ নিয়ে ঘটে গেল নজির বিহীন ঘটনা। এই নিয়ে তৃতীয় বারের মতো বদলে গেল প্রাইমারি টেট পরীক্ষার নিয়ম। এর আগে এমন কোন চাকরীর পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশের পর এতবার সংশোধন করা হয় নি। মুহুর্মুহু এহেন বিজ্ঞপ্তি পরিবর্তনকে কিভাবে দেখছেন পরীক্ষার্থীরা?

এমন বার বার করে প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি পরিবর্তনকে ঘিরে আবেদনকারীদের মধ্যে দেখা দিয়েছে আশঙ্কা। তারা বুঝেই উঠতে পারছেন না যে আবেদন করলে, কবে করবেন? যদি আবার কোন পরিবর্তন হয় নিয়মে? তাই একেবারে সব পরিবর্তন হলে তবেই তারা অনলাইন পদ্ধতিতে আবেদন করবেন।

প্রথম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 29.09.2022 তারিখে যার মেমো নাম্বার হলো – 1572/WBBPE/2022 যা পর্ষদের ওয়েবসাইটে ঐ দিনই প্রকাশিত হয়েছিল এবং যা পরের দিন বিভিন্ন খবরের কাগজে ছাপা হয়েছিল। ঐ বিজ্ঞপ্তিতে গ্র্যাজুয়েশনে 50% নম্বর থাকলেই আবেদন করা যাবে বলে উল্লেখ করা হয়েছিল।
তবে এর সাথে থাকতে হবে B.Ed এর সার্টিফিকেট। এক্ষেত্রে SC, ST, OBC (A & B), EC, Ex-Servicemen, PH এবং DH ক্যাটাগরির আবেদন কারীদের উচ্চ মাধ্যমিকে 5% ছাড়ের কথা বলা হয়েছিল। কিন্তু গ্র্যাজুয়েশনে 50% নাম্বারের কথাই বলা হয়েছিল। সেক্ষেত্রে উপরোক্ত আবেদনকারীদের 5% ছাড়ের কথা বলা হয় নি।

WB Primary TET পরীক্ষায় 150/150 পেলেও পাবেন না চাকরী। কিন্তু কেন? জানুন বিস্তারিত।

এর পরে গত 12.10.2022 তারিখে 1618/WBBPE/2022 মেমো নাম্বার দিয়ে একটি সংযোজনী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এক্ষেত্রে বলা হয়, যে পূর্ববর্তী বিজ্ঞপ্তি নম্বর 1572/WBBPE/2022 তারিখ – 29.09.2022, এর ii) নম্বর সেকশনে একটি সংযোজন করে বলা হয় যে, যেই সকল পড়ুয়া তাদের নাম ইতিমধ্যেই NCTE অনুমোদিত কোন না কোন D.El.Ed, B.El.Ed কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তারাও এই বারের প্রাথমিক টেট পরীক্ষায় আবেদনযোগ্য।

এরপরে এই প্রাথমিক টেট ২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তির একটি সংশোধনী প্রকাশিত হয় 13.10.2022 তারিখে, যার মেমো নাম্বার হলো – 1629/WBBPE/2022. এক্ষেত্রে বলা হয়েছিল, SC, ST, OBC (A & B), EC, Ex-Servicemen, PH এবং DH ক্যাটাগরির আবেদন কারীদের উচ্চ মাধ্যমিকে 5% ছাড়ের পাশাপাশি গ্র্যাজুয়েশনে 45% নাম্বার থাকলেই আবেদনকারীদের আবেদন গ্রাহ্য হবে।

TET পাশ করা সমস্ত SSC ও Primary প্রার্থীদের সুখবর, 2 মাসের মধ্যেই চাকরী হবে, এইমাত্র সরকারি ঘোষণা।

এরপরে গত 14.10.2022 তারিখে 1633/WBBPE/2022 মেমো নাম্বার দিয়ে অনলাইনে প্রাথমিকে আবেদনের একটি বিজ্ঞপ্তি বেরোয়। সেই অনুযায়ী ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। আসুন এবারে দেখে নেই, এই সংশোধনীতে কি বলা হলো? এতে কাদের সুবিধা হবে জেনে নেই। নতুন এই সংশোধনী আনা হলো 17.10.2022 – তারিখে যার মেমো নম্বর – 1649/WBBPE/2022.

এক্ষেত্রে প্রাথমিক টেট এর আবেদন নিয়ে বলা হয়েছে, “অনার্স গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে বিএড প্রশিক্ষণের যোগ্যতা থাকা স্নাতকগুলিতে সামগ্রিকভাবে 50% নম্বর (অনার্স পেপার + পাসের পেপারে প্রাপ্ত নম্বর) প্রার্থীরা অনলাইন পোর্টালের মাধ্যমে TET-2022-এর জন্য আবেদন করার যোগ্য।” এরপরে আবার কোন বিজ্ঞপ্তি বেরোলে তার খোঁজ পেতে অবশ্যই চোখ রাখতে হবে সুখবর বাংলায়। ধন্যবাদ।
Written by Mukta Barai