WB Primary TET প্র্যাকটিস সেট 2022. শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা। সেট নং – ৪০১.

WB Primary TET পরীক্ষার সমস্ত বিষয়গুলির সাজেশন পেতে রোজ দেখুন।

অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সাহায্যে তৈরি আমাদের এই WB Primary TET প্র্যাকটিস সেট 2022 অনুশীলন করতে থাকুন প্রতিদিন। আমরা প্রতিদিনই বিষয়ভিত্তিক সাজেশন নিয়ে আসছি আপনাদের জন্য। সময় করে দেখলে কে বলতে পারে? আপনিই হয়তো WB Primary TET 2022 পরীক্ষায় একজন সফল প্রার্থী। আজকের বিষয় শিশু বিকাশ এবং শিক্ষাবিদ্যা।

1. মনোবিদ্যা অধ্যায়নের নিজস্ব পদ্ধতি হলো অন্তর্দর্শন।
2. শিশুর শৈশবকালীন বিকাশে কোনটি সঠিক? উত্তর:- শিশুর শৈশবে অভ্যাসগুলো দ্রুতগতিতে হয় যা তাঁর সমগ্র ব্যাক্তিজীবন এবং সমাজজীবনের অভিযোজনে প্রভাব বিস্তার করে।
3. পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশ ক্রমপর্যায় হল – সংবেদন চালক মূলক স্তর> প্রাক সক্রিয়তার স্তর> মূর্ত সক্রিয়তার স্তর> যৌক্তিক সক্রিয়তার স্তর।

4. বুদ্ধি কে কি হিসেবে বলা হয়? বুদ্ধি হল সহজাত এবং অর্জিত।
5. ব্যক্তিগত পার্থক্যের সম্পর্কে জ্ঞানার্জনে কোনটি সাহায্য করবে? উত্তর:- শিক্ষককে পাঠদানে সাহায্য করবে।
6. নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন এর ক্ষেত্রে শিক্ষক কোন বিষয়গুলোতে গুরুত্ব দেবেন? উত্তর:- এক্ষেত্রে শিক্ষক বিভিন্ন ধরনের পরিমাপ কৌশল ব্যবহার, আদর্শ নির্ণায়ক প্রসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা, নিজের উন্নতির জন্য শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করা – এই সকল বিষয় গুলিতেই শিক্ষক গুরুত্ব দেবেন।

WB Primary TET এর বাকি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক।
7. শিক্ষণ প্রস্তুত পরিমাপের প্রশ্নগুলি কি বিষয়ের উপর ভিত্তি করে করা হবে? উত্তর:- শিক্ষণ উদ্দেশ্য অনুসারে।
8. পশ্চাত্পদ গোষ্ঠীর শিক্ষার অসমতার কারণ কি? উত্তর:- সরকারি সদিচ্ছার অভাব।
9. সৃজনশীলতার সঙ্গে বিদ্যালয়ের পারদর্শিতার কি সম্পর্ক দেখা যায়? উত্তর:- সৃজনশীলতার সঙ্গে বিদ্যালয়ের পারদর্শিতার তেমন কোন সম্পর্ক দেখা যায় না।

10. শিখনের কোন পদ্ধতিতে বুদ্ধি সর্বাপেক্ষা বেশি প্রয়োজন হয়? উত্তর:- অন্তর্দৃষ্টি পদ্ধতি।
11. শিখন ত্রুটির প্রধান দিক গুলি কি কি? উত্তর:- গঠনের ত্রুটি, লিখনে ত্রুটি, গণিত সংক্রান্ত ত্রুটির – এই সবগুলি হলো শিখন ত্রুটির প্রধান দিক।
12. চিন্তন হল প্রধানত কোন ধরণের আচরণ? উত্তর:- চিন্তন হল একটি জ্ঞান মূলক প্রক্রিয়া।

আবেদনের এর নতুন নিয়ম। ফর্ম ফিলাপের আগে না দেখলেই আবেদন বাতিল!

13. ব্যক্তির বিকাশ নির্ভর করে কোন কোন বিষয়ের উপরে? উত্তর:- বংশগতি এবং পরিবেশ।
14. শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়া কিরূপ? উত্তর:- এটি একটি মনো-দৈহিক বিকাশ প্রক্রিয়া।
15. শিক্ষকের কোন বিষয়টি শিক্ষার্থীর বিকাশকে সবচেয়ে বেশি প্রভাবিত করা? উত্তর:- শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক।

প্রাইমারী টেট পাশ করতে হলে, এই বই গুলো পড়তেই হবে, ডাউনলোড করুন।

দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতার নিরিখে তৈরি আমাদের পরবর্তী WB Primary TET প্র্যাকটিস সেট 2022 এর মধ্যে থাকবে অন্যান্য বিষয়গুলি। প্রতিদিন ফলো করতে থাকলে আশা করি লাভবান হবেন। অভিজ্ঞতার নিরিখে তৈরি করা এই সকল WB Primary TET প্র্যাকটিস সেট 2022 অনুশীলন করলে সফলতার দিকে অগ্রসর হতে পারবেন খুব দ্রুত। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button