WB Madhyamik result Link 2022 : এক ক্লিকে দেখে নিন মাধ্যমিকের ফলাফল, কীভাবে চেক করবেন ফলাফল? জেনে নিন

WB Madhyamik result Link 2022 : কোন দুটি ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে ফলাফল, বিস্তারিত জানুন

অতিমারির আবহে গত বছর নেওয়া হয়নি মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik result Link 2022)। তবে এবছর পরীক্ষার্থীদের সুরক্ষা এবং ভবিষ্যৎ দুটির কথা মাথায় রেখে নেওয়া হয়েছে পরীক্ষা। পরীক্ষা সুস্থুভাবে সম্পন্ন হয়েছে। এবার পালা ফলাফল প্রকাশের। কীভাবে পরীক্ষার্থীরা দেখতে পারবেন ফলাফল?

আরও পড়ুন, অবশেষে অপেক্ষার অবসান! ৩-রা জুন ফলপ্রকাশ মাধ্যামিকের? জানুন কি জানালো পর্ষদ 

গত ৭ মার্চ থেকে শুরু হয়েছিল এবছরের মাধ্যমিক পরীক্ষা। চলেছিল গত ১৬ মার্চ পর্যন্ত (WB Madhyamik result Link 2022)। পরীক্ষা কার্যত ভালভাবেই সম্পন্ন হলেও পরীক্ষার ফলফল নিয়ে চিন্তা থাকে প্রায় সকল পরীক্ষার্থীর মনেই। তাছাড়া এবছর অফলাইনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হলেও অনলাইনেই করানো হয়েছে ক্লাস। পরীক্ষার খাতা দেখে হতবম্বও হয়েছেন অনেক পরীক্ষক (WB Madhyamik result Link 2022)। তারা জানিয়েছেন এত বছরের অভিজ্ঞতায় তারা এমন পরিস্থিতির সম্মুখীন কখনও হননি।

সূত্র মারফত জানা গিয়েছে, অনেক পরীক্ষার্থী খাতায় ‘খেলা হবে’ লিখে এসেছেন। কেউ বা অনুরোধ করেছেন পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য। তাছাড়া অনেক পরীক্ষার্থী সারা খাতা জুড়ে উল্টো তালব্য শ, ল ইত্যাদি অক্ষরও লিখেছেন (WB Madhyamik result Link 2022)। মোটের ওপর পরীক্ষা শেষ হলেও একটি চিন্তা তো রয়েছেই পরীক্ষার্থীদের পাশের হার সম্পর্কে। সাধারনত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায় প্রকাশ করা হয় ফলাফল। সেই অনুযায়ী ফলাফল প্রকাশ করা হলে জুনের প্রথম দিকে প্রকাশ হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

কীভাবে দেখা যাবে মাধ্যমিক পরীক্ষা ফলাফল-
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে ফলাফল (WB Madhyamik result Link 2022)। সেই ওয়েবসাইট দুটি হল-
১) https://wbresults.nic.in/
২) http://wbbse.wb.gov.in/

এই ওয়েবসাইট দুটির মাধ্যমেই দেখা যাবে ফলফাওল। তবে এই নিয়মে-
১) ওয়েবসাইটটি ওপেন করতে হবে।২) ‘মাধ্যমিকের ফলাফল ২০২২’ লিঙ্কে ক্লিক করতে হবে।৩) নতুন পেজ ওপেন হলে পরীক্ষার্থীর জন্ম তারিখ এবং রোল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।৪) এরপর ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।
উল্লেখ্য, পরীক্ষার্থীরা ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করেও রাখতে পারেন (WB Madhyamik result Link 2022)।
শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

আরও পড়ুন, সবার আগে মাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button